দিল্লি, 26 অগাস্ট : শীর্ষপর্যায়ের নিরাপত্তা হারাতে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং । অর্থাৎ, স্পেশাল প্রোটেকশন গ্রুপ (SPG) আর তাঁকে নিরাপত্তা দেবে না । সূত্রের খবর, সম্প্রতি এবিষয়ে বৈঠক করে স্বরাষ্ট্রমন্ত্রক । সেখানে গোয়েন্দা সংস্থা, গুপ্তচর সংস্থার ইনপুট নেওয়া হয় । এরপরই সিদ্ধান্ত নেওয়া হয়, মনমোহন সিংকে SPG কভারের বাইরে রাখা হবে । শোনা যাচ্ছে, তাঁর নিরাপত্তার ব্যবস্থা করবে CRPF ।
1984 সালে হত্যা করা হয় ইন্দিরা গান্ধিকে । এর পরের বছরই তৈরি হয় SPG । 1988 সালে সংসদে পাশ হয় SPG আইন । সেখানে বলা হয়, SPG-র দায়িত্ব ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করা । সেসময় প্রাক্তন প্রধানমন্ত্রীদের নিরাপত্তা দেওয়ার জন্য SPG-কে কাজে লাগানো হত না । 1989 সালে ক্ষমতায় আসেন ভি.পি সিং । তিনি পূর্বতন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির নিরাপত্তা (SPG) তুলে নেন । 1991 সালে হত্যা করা হয় রাজীবকে । এরপর তড়িঘড়ি SPG আইন সংশোধন করা হয় । বলা হয়, সব প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাদের পরিবারকে কমপক্ষে 10 বছর নিরাপত্তা দেবে SPG ।
ফের একবার আইন সংশোধন হয় অটলবিহারী বাজপেয়ির আমলে । নয়া আইনে বলা হয়, প্রত্যেক বছর নিরাপত্তা সংক্রান্ত রিভিউ মিটিং হবে । পরিস্থিতি জটিল দেখলে (জীবনের ঝুঁকি থাকলে) কেন্দ্রীয় সরকার প্রাক্তন প্রধানমন্ত্রীদের SPG নিরাপত্তা দেবে ।
সূত্র বলছে, মনমোহন সিংয়ের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেই SPG তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে, তাঁর জন্য Z+ ক্যাটেগরির নিরাপত্তা থাকবে । বর্তমানে SPG নিরাপত্তা পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধি, রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি ।