ETV Bharat / bharat

SPG নয়, এবার CRPF-এর নিরাপত্তা পাবেন মনমোহন সিং - SPG-র নিরাপত্তা পাবেন না মনমোহন

স্পেশাল প্রোটেকশন গ্রুপ (SPG) আর প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-কে নিরাপত্তা দেবে না ৷

মনমোহন সিং
author img

By

Published : Aug 26, 2019, 9:57 AM IST

Updated : Aug 26, 2019, 10:49 AM IST

দিল্লি, 26 অগাস্ট : শীর্ষপর্যায়ের নিরাপত্তা হারাতে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং । অর্থাৎ, স্পেশাল প্রোটেকশন গ্রুপ (SPG) আর তাঁকে নিরাপত্তা দেবে না । সূত্রের খবর, সম্প্রতি এবিষয়ে বৈঠক করে স্বরাষ্ট্রমন্ত্রক । সেখানে গোয়েন্দা সংস্থা, গুপ্তচর সংস্থার ইনপুট নেওয়া হয় । এরপরই সিদ্ধান্ত নেওয়া হয়, মনমোহন সিংকে SPG কভারের বাইরে রাখা হবে । শোনা যাচ্ছে, তাঁর নিরাপত্তার ব্যবস্থা করবে CRPF ।

1984 সালে হত্যা করা হয় ইন্দিরা গান্ধিকে । এর পরের বছরই তৈরি হয় SPG । 1988 সালে সংসদে পাশ হয় SPG আইন । সেখানে বলা হয়, SPG-র দায়িত্ব ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করা । সেসময় প্রাক্তন প্রধানমন্ত্রীদের নিরাপত্তা দেওয়ার জন্য SPG-কে কাজে লাগানো হত না । 1989 সালে ক্ষমতায় আসেন ভি.পি সিং । তিনি পূর্বতন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির নিরাপত্তা (SPG) তুলে নেন । 1991 সালে হত্যা করা হয় রাজীবকে । এরপর তড়িঘড়ি SPG আইন সংশোধন করা হয় । বলা হয়, সব প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাদের পরিবারকে কমপক্ষে 10 বছর নিরাপত্তা দেবে SPG ।

ফের একবার আইন সংশোধন হয় অটলবিহারী বাজপেয়ির আমলে । নয়া আইনে বলা হয়, প্রত্যেক বছর নিরাপত্তা সংক্রান্ত রিভিউ মিটিং হবে । পরিস্থিতি জটিল দেখলে (জীবনের ঝুঁকি থাকলে) কেন্দ্রীয় সরকার প্রাক্তন প্রধানমন্ত্রীদের SPG নিরাপত্তা দেবে ।

সূত্র বলছে, মনমোহন সিংয়ের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেই SPG তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে, তাঁর জন্য Z+ ক্যাটেগরির নিরাপত্তা থাকবে । বর্তমানে SPG নিরাপত্তা পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধি, রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি ।

দিল্লি, 26 অগাস্ট : শীর্ষপর্যায়ের নিরাপত্তা হারাতে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং । অর্থাৎ, স্পেশাল প্রোটেকশন গ্রুপ (SPG) আর তাঁকে নিরাপত্তা দেবে না । সূত্রের খবর, সম্প্রতি এবিষয়ে বৈঠক করে স্বরাষ্ট্রমন্ত্রক । সেখানে গোয়েন্দা সংস্থা, গুপ্তচর সংস্থার ইনপুট নেওয়া হয় । এরপরই সিদ্ধান্ত নেওয়া হয়, মনমোহন সিংকে SPG কভারের বাইরে রাখা হবে । শোনা যাচ্ছে, তাঁর নিরাপত্তার ব্যবস্থা করবে CRPF ।

1984 সালে হত্যা করা হয় ইন্দিরা গান্ধিকে । এর পরের বছরই তৈরি হয় SPG । 1988 সালে সংসদে পাশ হয় SPG আইন । সেখানে বলা হয়, SPG-র দায়িত্ব ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করা । সেসময় প্রাক্তন প্রধানমন্ত্রীদের নিরাপত্তা দেওয়ার জন্য SPG-কে কাজে লাগানো হত না । 1989 সালে ক্ষমতায় আসেন ভি.পি সিং । তিনি পূর্বতন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির নিরাপত্তা (SPG) তুলে নেন । 1991 সালে হত্যা করা হয় রাজীবকে । এরপর তড়িঘড়ি SPG আইন সংশোধন করা হয় । বলা হয়, সব প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাদের পরিবারকে কমপক্ষে 10 বছর নিরাপত্তা দেবে SPG ।

ফের একবার আইন সংশোধন হয় অটলবিহারী বাজপেয়ির আমলে । নয়া আইনে বলা হয়, প্রত্যেক বছর নিরাপত্তা সংক্রান্ত রিভিউ মিটিং হবে । পরিস্থিতি জটিল দেখলে (জীবনের ঝুঁকি থাকলে) কেন্দ্রীয় সরকার প্রাক্তন প্রধানমন্ত্রীদের SPG নিরাপত্তা দেবে ।

সূত্র বলছে, মনমোহন সিংয়ের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেই SPG তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে, তাঁর জন্য Z+ ক্যাটেগরির নিরাপত্তা থাকবে । বর্তমানে SPG নিরাপত্তা পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধি, রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি ।

Antigua, Aug 26 (ANI): Indian middle-order batsman Hanuma Vihari, who played a crucial knock of 93 runs in the second innings of the first test against West Indies, which lost the match with a hefty margin of 318 runs, said the trust of the team gives him the freedom to express himself on the field. West Indies had forced India to bat first after winning the toss in the test match, but the tides turned in India's favour as the match progressed. Men in Blue had given WI a laborious target of 419 runs in the second innings on the back of Ajinkya Rahane's century and Vihari's solid 93-run inning. The WI boys crumbled under the pace attack of Jasprit Bumrah who completed his fourth five-wicket haul.

Last Updated : Aug 26, 2019, 10:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.