ETV Bharat / bharat

প্রধানমন্ত্রীর নামে আমের নামকরণ ভাগলপুরের ম্যাঙ্গো ম্যানের

প্রত্যেক বছর 20 হাজার থেকে 25 হাজার কুইন্টাল জরদালু আমের ফলন হয় তাঁর জমিতে । এবছর ক্রস ব্রিডিংয়ে দুটি নতুন ধরনের আমের ফলন করেছেন । নরেন্দ্র মোদির নামে এই আম দুটির নাম রেখেছেন মোদি 1 ও মোদি 2 ।

Mango
আম
author img

By

Published : May 2, 2020, 1:08 PM IST

পটনা, 2 মে : ভাগলপুর জেলায় তাঁর আম বাগান অত্যন্ত জনপ্রিয় । তাঁর আমের মিষ্টতা এতটাই যে আমবাগানের নাম মধুবন । সেই মধুবনেই এবছর দুই ধরনের নতুন আমের ফলন হয়েছে । আর এই দুই রকম আমের নামকরণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে করেছেন ভাগলপুরের এই ম্যাঙ্গো ম্যান । মোদি 1 ও মোদি 2 ।

ভাগলপুরের সুলতানগঞ্জ মহেশিতে আম বাগান রয়েছে ম্যাঙ্গো ম্যান অশোক চৌধুরির । তাঁর মধুবনে 150 রকমের আমের ফলন হয় । প্রথমে 500 একর জমিতে আম ফলাতেন অশোক । পরে চাষের জমিকেও আম বাগানে পরিণত করেন । বর্তমানে রাজ্য সরকারের সহায়তায় 2 হাজার একর জমিতে আমের চাষ করেন অশোক । প্রত্যেক বছর 20 হাজার থেকে 25 হাজার কুইন্টাল জরদালু আমের ফলন হয় তাঁর জমিতে । এবছর ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে দুটি নতুন ধরনের আমের ফলন করেছেন । নরেন্দ্র মোদির নামে এই আম দু'টির নাম রেখেছেন মোদি 1 ও মোদি 2 ।

অশোক চৌধুরি বলেন, "যত পরিমাণ দরকার আমি ততটা জরদালু আমের ফলন করব । তাহলে বিশ্বে এই আমের পরিচয় হবে ও চাহিদা বাড়বে । আমি চাই, মানুষ এই আমের স্বাদ গ্রহণ করুক ।" ইতিমধ্যে তাঁর নতুন দুই প্রকার আম চাষিদের মধ্যে বিলি করে দেওয়া হয়েছে ।

লকডাউন প্রসঙ্গে অশোক বলেন, "এর ফলে দেশ ক্ষতির সম্মুখীন হচ্ছে । শস্যের পরিচর্যার প্রয়োজন । কিন্তু এই পরিস্থিতিতে তা সম্ভব নয় । ফলনের প্রস্তুতি মার্চ থেকে শুরু হয় । আর কোরোনাও এই মাস থেকেই শুরু হয়েছে । এই পরিস্থিতিতে আমাদের 50 শতাংশ ক্ষতি হয়েছে । "

পটনা, 2 মে : ভাগলপুর জেলায় তাঁর আম বাগান অত্যন্ত জনপ্রিয় । তাঁর আমের মিষ্টতা এতটাই যে আমবাগানের নাম মধুবন । সেই মধুবনেই এবছর দুই ধরনের নতুন আমের ফলন হয়েছে । আর এই দুই রকম আমের নামকরণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে করেছেন ভাগলপুরের এই ম্যাঙ্গো ম্যান । মোদি 1 ও মোদি 2 ।

ভাগলপুরের সুলতানগঞ্জ মহেশিতে আম বাগান রয়েছে ম্যাঙ্গো ম্যান অশোক চৌধুরির । তাঁর মধুবনে 150 রকমের আমের ফলন হয় । প্রথমে 500 একর জমিতে আম ফলাতেন অশোক । পরে চাষের জমিকেও আম বাগানে পরিণত করেন । বর্তমানে রাজ্য সরকারের সহায়তায় 2 হাজার একর জমিতে আমের চাষ করেন অশোক । প্রত্যেক বছর 20 হাজার থেকে 25 হাজার কুইন্টাল জরদালু আমের ফলন হয় তাঁর জমিতে । এবছর ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে দুটি নতুন ধরনের আমের ফলন করেছেন । নরেন্দ্র মোদির নামে এই আম দু'টির নাম রেখেছেন মোদি 1 ও মোদি 2 ।

অশোক চৌধুরি বলেন, "যত পরিমাণ দরকার আমি ততটা জরদালু আমের ফলন করব । তাহলে বিশ্বে এই আমের পরিচয় হবে ও চাহিদা বাড়বে । আমি চাই, মানুষ এই আমের স্বাদ গ্রহণ করুক ।" ইতিমধ্যে তাঁর নতুন দুই প্রকার আম চাষিদের মধ্যে বিলি করে দেওয়া হয়েছে ।

লকডাউন প্রসঙ্গে অশোক বলেন, "এর ফলে দেশ ক্ষতির সম্মুখীন হচ্ছে । শস্যের পরিচর্যার প্রয়োজন । কিন্তু এই পরিস্থিতিতে তা সম্ভব নয় । ফলনের প্রস্তুতি মার্চ থেকে শুরু হয় । আর কোরোনাও এই মাস থেকেই শুরু হয়েছে । এই পরিস্থিতিতে আমাদের 50 শতাংশ ক্ষতি হয়েছে । "

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.