ETV Bharat / bharat

রিপোর্ট আসেনি, আতঙ্কেই ঝাঁপ তিনতলা থেকে - Delhi AIIMS

কিছুদিন আগে সফদরগঞ্জ হাসপাতালে কোরোনা সংক্রমিত সন্দেহে কোয়ারান্টাইনে থাকা এক ব্যক্তি হাসপাতালের বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে । কোরোনায় সংক্রমিত হয়েছে, এই সন্দেহ অমৃতসরের এক দম্পতিও আত্মঘাতী হয়েছে বলে সংবাদমাধ্যমের একাংশে প্রতাশিত হয়েছিল ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 5, 2020, 3:36 PM IST

দিল্লি, 5 এপ্রিল : দিল্লি AIIMS-এর তিনতলা থেকে ঝাঁপ বছর 37-এর এক ব্যক্তির । কোরোনায় সংক্রমিত সন্দেহে AIIMS-এর ট্রমা কেয়ার সেন্টারে ভরতি ছিলেন তিনি । তবে পায়ে চোট পাওয়া ছাড়া আর বিশেষ কোনও ক্ষতি হয়নি ওই ব্যক্তির । হাসপাতালের তরফে জানানো হয়েছে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ।

ওই ব্যক্তির সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । তবে সেই পরীক্ষার রিপোর্ট এখনও হাতে পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ । ওই ব্যক্তি দিল্লির IP এস্টেটের বাসিন্দা । গত 31 মার্চ থেকে থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ।

গতরাতে ওই ব্যক্তি দিল্লির AIIMS-এর তিনতলা থেকে ঝাঁপ দেন । তবে সরাসরি মাটিতে পড়েননি । একটি টিনের চাল ছিল । প্রথমে সেই টিনের চালের উপরে পড়েন তিনি । তারপর মাটিতে । ফলে প্রাণে রক্ষা পান তিনি ।

এর আগেও দেশের একাধিক প্রান্ত থেকে কোরোনায় সংক্রমিত সন্দেহে আত্মহত্যার চেষ্টার খবর সামনে এসেছে । সফদরগঞ্জ হাসপাতালে কোরোনা সংক্রমিত সন্দেহে কোয়ারান্টাইনে থাকা এক ব্যক্তি হাসপাতালের বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন । কোরোনায় সংক্রমিত হয়েছে, এই সন্দেহ অমৃতসরের এক দম্পতিও আত্মঘাতী হয়েছেন বলে সংবাদমাধ্যমের একাংশে প্রতাশিত হয়েছিল । উত্তরপ্রদেশেও এক ব্যক্তি আত্মঘাতী হয়েছিল কিছুদিন আগে । পরে রিপোর্টে জানা গেছিল, তাঁর শরীরে কোনও ভাইরাসের সংক্রমণ নেই ।

দিল্লি, 5 এপ্রিল : দিল্লি AIIMS-এর তিনতলা থেকে ঝাঁপ বছর 37-এর এক ব্যক্তির । কোরোনায় সংক্রমিত সন্দেহে AIIMS-এর ট্রমা কেয়ার সেন্টারে ভরতি ছিলেন তিনি । তবে পায়ে চোট পাওয়া ছাড়া আর বিশেষ কোনও ক্ষতি হয়নি ওই ব্যক্তির । হাসপাতালের তরফে জানানো হয়েছে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ।

ওই ব্যক্তির সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । তবে সেই পরীক্ষার রিপোর্ট এখনও হাতে পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ । ওই ব্যক্তি দিল্লির IP এস্টেটের বাসিন্দা । গত 31 মার্চ থেকে থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ।

গতরাতে ওই ব্যক্তি দিল্লির AIIMS-এর তিনতলা থেকে ঝাঁপ দেন । তবে সরাসরি মাটিতে পড়েননি । একটি টিনের চাল ছিল । প্রথমে সেই টিনের চালের উপরে পড়েন তিনি । তারপর মাটিতে । ফলে প্রাণে রক্ষা পান তিনি ।

এর আগেও দেশের একাধিক প্রান্ত থেকে কোরোনায় সংক্রমিত সন্দেহে আত্মহত্যার চেষ্টার খবর সামনে এসেছে । সফদরগঞ্জ হাসপাতালে কোরোনা সংক্রমিত সন্দেহে কোয়ারান্টাইনে থাকা এক ব্যক্তি হাসপাতালের বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন । কোরোনায় সংক্রমিত হয়েছে, এই সন্দেহ অমৃতসরের এক দম্পতিও আত্মঘাতী হয়েছেন বলে সংবাদমাধ্যমের একাংশে প্রতাশিত হয়েছিল । উত্তরপ্রদেশেও এক ব্যক্তি আত্মঘাতী হয়েছিল কিছুদিন আগে । পরে রিপোর্টে জানা গেছিল, তাঁর শরীরে কোনও ভাইরাসের সংক্রমণ নেই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.