ETV Bharat / bharat

টালি খুলে ঘরে ঢুকে বিবিকে কুপিয়ে খুন, গ্রেপ্তার ব্যক্তি - Husband stabbed his Wife Into Death

কেরলে পারিবারিক বিবাদের জেরে কুপিয়ে খুন মহিলা । টালি খুলে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় এই খুন করা হয় বলে জানা গেছে ।

Thrissur
স্ত্রীকে কুপিয়ে খুন
author img

By

Published : Feb 23, 2020, 11:58 PM IST

ত্রিসূর (কেরালা), 23 ফেব্রুয়ারি : পারিবারিক বিবাদের জেরে বিবিকে কুপিয়ে খুন ব্যক্তির । ঘটনাটি কেরলের ত্রিসূর জেলার । আজ সকালে সুলেখা নামে ওই মহিলার ঘরের টালি খুলে ভিতরে ঢোকে তাঁর শওহর ইউসুফ । তারপর ঘুমন্ত অবস্থায় সুলেখাকে কুপিয়ে খুন করে ।

বেশ কয়েক বছর ধরেই আলাদা থাকতেন ইউসুফ ও সুলেখা । পারিবারিক বিবাদের জেরেই সুলেখা তার মা'কে সঙ্গে নিয়ে ত্রিসূরেরই অন্য এলাকায় থাকত । আজ হঠাৎই সকাল সাড়ে সাতটা থেকে আটটা নাগাদ ইউসুফ তাদের বাড়িতে ঢুকে এই খুন করে । পরে সুলেখার আম্মা প্রতিবেশীদের জানাতে, ঘটনাটি সামনে আসে ।

প্রতিবেশীদের মধ্যেই কেউ পুলিশে খবর দিলে ভেদাক্কেকাদ থানার পুলিশ এসে ইউসুফকে গ্রেপ্তার করে । পারিবারিক বিবাদের জেরেই খুন বলে মনে করছে পুলিশ । তবে, এর পিছনে অন্য কোনও ঘটনা আছে কি না তা তারা খতিয়ে দেখছে ।

ত্রিসূর (কেরালা), 23 ফেব্রুয়ারি : পারিবারিক বিবাদের জেরে বিবিকে কুপিয়ে খুন ব্যক্তির । ঘটনাটি কেরলের ত্রিসূর জেলার । আজ সকালে সুলেখা নামে ওই মহিলার ঘরের টালি খুলে ভিতরে ঢোকে তাঁর শওহর ইউসুফ । তারপর ঘুমন্ত অবস্থায় সুলেখাকে কুপিয়ে খুন করে ।

বেশ কয়েক বছর ধরেই আলাদা থাকতেন ইউসুফ ও সুলেখা । পারিবারিক বিবাদের জেরেই সুলেখা তার মা'কে সঙ্গে নিয়ে ত্রিসূরেরই অন্য এলাকায় থাকত । আজ হঠাৎই সকাল সাড়ে সাতটা থেকে আটটা নাগাদ ইউসুফ তাদের বাড়িতে ঢুকে এই খুন করে । পরে সুলেখার আম্মা প্রতিবেশীদের জানাতে, ঘটনাটি সামনে আসে ।

প্রতিবেশীদের মধ্যেই কেউ পুলিশে খবর দিলে ভেদাক্কেকাদ থানার পুলিশ এসে ইউসুফকে গ্রেপ্তার করে । পারিবারিক বিবাদের জেরেই খুন বলে মনে করছে পুলিশ । তবে, এর পিছনে অন্য কোনও ঘটনা আছে কি না তা তারা খতিয়ে দেখছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.