ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে মেয়েকে ধর্ষণ, গ্রেপ্তার ব্যক্তি - পকসো

উত্তরপ্রদেশে রামপুরে নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ ব্যক্তির বিরুদ্ধে । POCSO আইনের আওতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে ।

UP
UP
author img

By

Published : Jun 18, 2020, 4:12 AM IST

Updated : Jun 18, 2020, 4:19 AM IST

রামপুর, 17জুন : আট বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল ব্যক্তির বিরুদ্ধে । উত্তরপ্রদেশের রামপুরের একটি গ্রামের অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

রবিবার রাতে বাড়ি ছিলেন না ওই নাবালিকার মা । তাঁর বাবার বাড়ি গিয়েছিলেন । সেইসময়েই আট বছরের ওই নাবালিকার উপর হামলা করে তাঁরা বাবা । নাবালিকাকে ধর্ষণ করে সে বলে অভিযোগ ।

বাড়ি ফিরতেই প্রতিবেশীদের কাছ থেকে মেয়ের ধর্ষণের কথা শোনেন । এক মুহূর্ত দেরি না করে থানায় যান ওই নাবালিকার মা । স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । গতকাল ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ ।

শারীরিক পরীক্ষার জন্য নাবালিকাকে রামপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ।

পুলিশ আধিকারিক ধরম সিং বলেন, “অভিযুক্ত ওই ব্যক্তির বয়স 35 বছর । দিন মজুরের কাজ করে সে । POCSO আইনের আওতায় গ্রেপ্তার করা হয়েছে তাকে । ”

রামপুর, 17জুন : আট বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল ব্যক্তির বিরুদ্ধে । উত্তরপ্রদেশের রামপুরের একটি গ্রামের অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

রবিবার রাতে বাড়ি ছিলেন না ওই নাবালিকার মা । তাঁর বাবার বাড়ি গিয়েছিলেন । সেইসময়েই আট বছরের ওই নাবালিকার উপর হামলা করে তাঁরা বাবা । নাবালিকাকে ধর্ষণ করে সে বলে অভিযোগ ।

বাড়ি ফিরতেই প্রতিবেশীদের কাছ থেকে মেয়ের ধর্ষণের কথা শোনেন । এক মুহূর্ত দেরি না করে থানায় যান ওই নাবালিকার মা । স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । গতকাল ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ ।

শারীরিক পরীক্ষার জন্য নাবালিকাকে রামপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ।

পুলিশ আধিকারিক ধরম সিং বলেন, “অভিযুক্ত ওই ব্যক্তির বয়স 35 বছর । দিন মজুরের কাজ করে সে । POCSO আইনের আওতায় গ্রেপ্তার করা হয়েছে তাকে । ”

Last Updated : Jun 18, 2020, 4:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.