ETV Bharat / bharat

অনলাইন লুডোতে হেরে স্ত্রীকে মারধর ব্যক্তির

অনলাইন লুডো খেলায় স্ত্রীর কাছে হেরে গিয়ে মারতে শুরু করেন এক ব্যক্তি । মহিলার শিরদাঁড়ায় চোট লেগেছে । তবে, ব্যক্তির বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হয়নি । ওই মহিলা তাঁর মায়ের বাড়ি গিয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ।

author img

By

Published : Apr 28, 2020, 6:08 PM IST

অনলাইন লুডোতে হেরে স্ত্রীকে মার ব্যক্তির
অনলাইন লুডোতে হেরে স্ত্রীকে মার ব্যক্তির

আহমেদাবাদ, 28 এপ্রিল : অনলাইন খেলাতে স্ত্রীর কাছে হেরে গিয়েছিলেন । তারপরই স্ত্রীকে মারতে শুরু করেন গুজরাতের ভাদোদরার বাসিন্দা এক ব্যক্তি । পুলিশ জানায়, লকডাউনে স্ত্রীর সঙ্গে অনলাইনে লুডো খেলছিলেন ওই ব্যক্তি । তাতে হেরে যাওয়ায় স্ত্রীকে মারতে শুরু করেন । মহিলার শিরদাঁড়ায় চোট লেগেছে ।

রবিবার ঘটনাটি প্রকাশ পায় । ভেমালি এলাকার বাসিন্দা ওই মহিলা গার্হস্থ্য হিংসার শিকার হয়ে অভ্যম হেল্পলাইনে ফোন করেন । তিনি বলেন, তাঁর স্বামী তাঁকে খুব মারধর করছেন । একজন আধিকারিক জানান, প্রতিবার স্ত্রীর কাছে লুডোয় হেরে গেলেই তাঁকে মারধর করতে শুরু করে দেন ওই ব্যক্তি । পরে তাঁর শিরদাঁড়ার চোট সারানোর জন্য চিকিৎসকের কাছে যাওয়ার জোর করতে থাকেন ।

অভ্যমের প্রজেক্ট কো-অর্ডিনেটর চন্দ্রকান্ত মাকওয়ানা বলেন, "শিরদাঁড়ার চোট সারাতে ওই মহিলা চিকিৎসকের কাছে যান । তারপর ফিরে এসেই অভ্যম হেল্পলাইন নম্বর 181-তে ফোন করেন । আমাদের কর্মীরা ওই দম্পতির সঙ্গে কথা বলেছেন । ওই মহিলাকেও সুরক্ষার কথা জিজ্ঞাসা করা হয়েছিল । কিন্তু তিনি তা মানা করে দেন ।" ওই মহিলা নিজের মায়ের বাড়িতে গিয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছেন । তবে ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি ।

আহমেদাবাদ, 28 এপ্রিল : অনলাইন খেলাতে স্ত্রীর কাছে হেরে গিয়েছিলেন । তারপরই স্ত্রীকে মারতে শুরু করেন গুজরাতের ভাদোদরার বাসিন্দা এক ব্যক্তি । পুলিশ জানায়, লকডাউনে স্ত্রীর সঙ্গে অনলাইনে লুডো খেলছিলেন ওই ব্যক্তি । তাতে হেরে যাওয়ায় স্ত্রীকে মারতে শুরু করেন । মহিলার শিরদাঁড়ায় চোট লেগেছে ।

রবিবার ঘটনাটি প্রকাশ পায় । ভেমালি এলাকার বাসিন্দা ওই মহিলা গার্হস্থ্য হিংসার শিকার হয়ে অভ্যম হেল্পলাইনে ফোন করেন । তিনি বলেন, তাঁর স্বামী তাঁকে খুব মারধর করছেন । একজন আধিকারিক জানান, প্রতিবার স্ত্রীর কাছে লুডোয় হেরে গেলেই তাঁকে মারধর করতে শুরু করে দেন ওই ব্যক্তি । পরে তাঁর শিরদাঁড়ার চোট সারানোর জন্য চিকিৎসকের কাছে যাওয়ার জোর করতে থাকেন ।

অভ্যমের প্রজেক্ট কো-অর্ডিনেটর চন্দ্রকান্ত মাকওয়ানা বলেন, "শিরদাঁড়ার চোট সারাতে ওই মহিলা চিকিৎসকের কাছে যান । তারপর ফিরে এসেই অভ্যম হেল্পলাইন নম্বর 181-তে ফোন করেন । আমাদের কর্মীরা ওই দম্পতির সঙ্গে কথা বলেছেন । ওই মহিলাকেও সুরক্ষার কথা জিজ্ঞাসা করা হয়েছিল । কিন্তু তিনি তা মানা করে দেন ।" ওই মহিলা নিজের মায়ের বাড়িতে গিয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছেন । তবে ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.