ETV Bharat / bharat

20 টাকার জন্য ছেলের সামনে ব্যক্তিকে পিটিয়ে খুন - দিল্লির খবর

পুলিশ সূত্রে খবর, রূপেশবাবু এলাকারই একটি স্যালোঁতে গিয়েছিলেন চুল দাড়ি কাটাতে । বাকি 20 টাকা দিতে না পেরে 13 বছরের ছেলের সামনে পিটুনিতে প্রাণ হারালেন তিনি ।

delhi news
delhi news
author img

By

Published : Sep 28, 2020, 8:58 PM IST

দিল্লি, 28 সেপ্টেম্বর : মাত্র 20 টাকার জন্য নাবালক ছেলের সামনে পিটিয়ে খুন করা হল এক ব্যক্তিকে । আজ এমনই জানান এক পুলিশ আধিকারিক । ওই নাবালক আক্রমণকারীদের কাছে বাবার প্রাণভিক্ষা চেয়েও শেষ রক্ষা করতে পারল না ।

বৃহস্পতিবার রূপেশ নামে ওই ব্যক্তিকে খুনের জেরে সন্তোষ ও সরোজ নামে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ । রূপেশ(38) তাঁর স্ত্রী ও সন্তানদের নিয়ে উত্তর দিল্লির বুরারিতে বসবাস করতেন । ওই এলাকা অপরাধমূলক কার্যকলাপের জন্যে বিখ্যাত ।

পুলিশ সূত্রে খবর, রূপেশবাবু এলাকারই একটি স্যালোঁতে গিয়েছিলেন চুল দাড়ি কাটাতে । সেলুনের মালিক সন্তোষ তাঁর কাছ থেকে 50 টাকা চাইলে তিনি 30 টাকা দিয়ে বলেন, বাকি টাকা পরে দেবেন । মাত্র 20 টাকার জন্য়ে শুরু হয়ে যায় বচসা । অশান্তি চরমে উঠলে দুই ভাই সন্তোষ ও সরোজ স্যালোঁর মধ্যেই প্লাস্টিকের পাইপ দিয়ে রূপেশবাবুকে মারতে শুরু করে ।

ওই ঘটনার একটি ভিডিয়ো পাওয়া যায় । সম্ভবত কোনও এক প্রত্যক্ষদর্শীর স্মার্টফোনে তোলা । ওই ভিডিয়োতে দেখা গেছে, রূপেশের 13 বছরের ছেলে তাঁকে আপ্রাণ বাঁচানোর চেষ্টা করছিল । তা সত্ত্বেও আক্রমণকারীরা মারা থামায়নি । সেখানে ভিড় জমেছিল বেশ ভালোই । কিন্তু বাঁচানোর চেষ্টা করেনি কেউই ।

দিল্লি, 28 সেপ্টেম্বর : মাত্র 20 টাকার জন্য নাবালক ছেলের সামনে পিটিয়ে খুন করা হল এক ব্যক্তিকে । আজ এমনই জানান এক পুলিশ আধিকারিক । ওই নাবালক আক্রমণকারীদের কাছে বাবার প্রাণভিক্ষা চেয়েও শেষ রক্ষা করতে পারল না ।

বৃহস্পতিবার রূপেশ নামে ওই ব্যক্তিকে খুনের জেরে সন্তোষ ও সরোজ নামে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ । রূপেশ(38) তাঁর স্ত্রী ও সন্তানদের নিয়ে উত্তর দিল্লির বুরারিতে বসবাস করতেন । ওই এলাকা অপরাধমূলক কার্যকলাপের জন্যে বিখ্যাত ।

পুলিশ সূত্রে খবর, রূপেশবাবু এলাকারই একটি স্যালোঁতে গিয়েছিলেন চুল দাড়ি কাটাতে । সেলুনের মালিক সন্তোষ তাঁর কাছ থেকে 50 টাকা চাইলে তিনি 30 টাকা দিয়ে বলেন, বাকি টাকা পরে দেবেন । মাত্র 20 টাকার জন্য়ে শুরু হয়ে যায় বচসা । অশান্তি চরমে উঠলে দুই ভাই সন্তোষ ও সরোজ স্যালোঁর মধ্যেই প্লাস্টিকের পাইপ দিয়ে রূপেশবাবুকে মারতে শুরু করে ।

ওই ঘটনার একটি ভিডিয়ো পাওয়া যায় । সম্ভবত কোনও এক প্রত্যক্ষদর্শীর স্মার্টফোনে তোলা । ওই ভিডিয়োতে দেখা গেছে, রূপেশের 13 বছরের ছেলে তাঁকে আপ্রাণ বাঁচানোর চেষ্টা করছিল । তা সত্ত্বেও আক্রমণকারীরা মারা থামায়নি । সেখানে ভিড় জমেছিল বেশ ভালোই । কিন্তু বাঁচানোর চেষ্টা করেনি কেউই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.