দিল্লি, 14 অগাস্ট : চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার মুকুটে নতুন পালক । উচ্চ-গতির ইঞ্জিন তৈরি করেছে তারা, যা ঘণ্টায় 180 কিলোমিটার গতিতে চলতে পারে । রেলমন্ত্রী পীযূষ গোয়েল টুইটারে এই খবরটি জানিয়ে নতুন ইঞ্জিনের ভিডিয়ো পোস্ট করেছেন । 'মেক ইন ইন্ডিয়া'-র প্রকল্পে নতুন এই ইঞ্জিনটি তৈরি হয়েছে ।
রেলমন্ত্রী টুইটে লেখেন, “পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস একটি উচ্চ গতির লোকোমোটিভ তৈরি করেছে, যা ঘণ্টায় সর্বোচ্চ 180 কমিটি গতিতে চলতে পারে । ভিডিওটি দেখুন । এত দ্রুত গতির ইঞ্জিন আগে তৈরি হয়নি ।"
এখনও অবধি ভারতের দ্রুততম ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস । পরীক্ষার সময় প্রতি ঘন্টায় 180 কিলোমিটার গতিবেগ ছিল বন্দে ভারত এক্সপ্রেসের । ওই ট্রেনটিও 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হয়েছে ।