ETV Bharat / bharat

180 কিলোমিটার বেগে ছুটবে ট্রেন, ইঞ্জিন তৈরি চিত্তরঞ্জনে - speed of 180 km per hour

চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার মুকুটে নতুন পালক । উচ্চ-গতির ইঞ্জিন তৈরি করেছে তারা, যা ঘণ্টায় 180 কিলোমিটার গতিতে চলতে পারে । রেলমন্ত্রী পীযূষ গোয়েল টুইটারে এই খবরটি জানিয়ে নতুন ইঞ্জিনের ভিডিয়ো পোস্ট করেছেন । 'মেক ইন ইন্ডিয়া'-র প্রকল্পে নতুন এই ইঞ্জিনটি তৈরি হয়েছে ।

ফাইল ফোটো
author img

By

Published : Aug 14, 2019, 3:42 PM IST

দিল্লি, 14 অগাস্ট : চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার মুকুটে নতুন পালক । উচ্চ-গতির ইঞ্জিন তৈরি করেছে তারা, যা ঘণ্টায় 180 কিলোমিটার গতিতে চলতে পারে । রেলমন্ত্রী পীযূষ গোয়েল টুইটারে এই খবরটি জানিয়ে নতুন ইঞ্জিনের ভিডিয়ো পোস্ট করেছেন । 'মেক ইন ইন্ডিয়া'-র প্রকল্পে নতুন এই ইঞ্জিনটি তৈরি হয়েছে ।

রেলমন্ত্রী টুইটে লেখেন, “পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস একটি উচ্চ গতির লোকোমোটিভ তৈরি করেছে, যা ঘণ্টায় সর্বোচ্চ 180 কমিটি গতিতে চলতে পারে । ভিডিওটি দেখুন । এত দ্রুত গতির ইঞ্জিন আগে তৈরি হয়নি ।"

এখনও অবধি ভারতের দ্রুততম ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস । পরীক্ষার সময় প্রতি ঘন্টায় 180 কিলোমিটার গতিবেগ ছিল বন্দে ভারত এক্সপ্রেসের । ওই ট্রেনটিও 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হয়েছে ।

দিল্লি, 14 অগাস্ট : চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার মুকুটে নতুন পালক । উচ্চ-গতির ইঞ্জিন তৈরি করেছে তারা, যা ঘণ্টায় 180 কিলোমিটার গতিতে চলতে পারে । রেলমন্ত্রী পীযূষ গোয়েল টুইটারে এই খবরটি জানিয়ে নতুন ইঞ্জিনের ভিডিয়ো পোস্ট করেছেন । 'মেক ইন ইন্ডিয়া'-র প্রকল্পে নতুন এই ইঞ্জিনটি তৈরি হয়েছে ।

রেলমন্ত্রী টুইটে লেখেন, “পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস একটি উচ্চ গতির লোকোমোটিভ তৈরি করেছে, যা ঘণ্টায় সর্বোচ্চ 180 কমিটি গতিতে চলতে পারে । ভিডিওটি দেখুন । এত দ্রুত গতির ইঞ্জিন আগে তৈরি হয়নি ।"

এখনও অবধি ভারতের দ্রুততম ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস । পরীক্ষার সময় প্রতি ঘন্টায় 180 কিলোমিটার গতিবেগ ছিল বন্দে ভারত এক্সপ্রেসের । ওই ট্রেনটিও 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হয়েছে ।

Lakhisarai (Bihar), Aug 12 (ANI): At least one person died, while several were injured in stampede due to overcrowding at Ashokdham Temple on August 12. The temple is located in Lakhisarai district of Bihar. Police and medical teams rushed to the spot. Further investigation is underway. More details are awaited.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.