এর্নাকুলাম, 16 নভেম্বর : এলুরে ঐশ্বর্য জুয়েলার্স থেকে তিন কেজি ওজনের বেশি সোনা এবং পঁচিশ কেজি রুপা চুরি হল। গয়নার দোকান সংলগ্ন সেলুনের প্রাচীর ড্রিল করে ছিদ্র করে চোরোরা ৷ তারপর সেই বড় ছিদ্র পথে তারা গয়নার দোকানে প্রবেশ করে ৷ পুলিশ জানিয়েছে, কত টাকার মোট গয়না চুরি গিয়েছে তা এখনও জানা যায়নি ৷
রবিবার এই গয়নার দোকান বন্ধ ছিল ৷ দোকানের মালিক জানিয়েছেন, দোকানে থাকা CCTV ক্যামেরা বিকল হয়ে পড়ে আছে ৷ পুলিশ অপরাধীদের ধরতে জোর তল্লাশি শুরু করেছে ৷
এই ঘটনার সঙ্গে দোকানের কোনও কর্মচারী জড়িত কি না পুলিশ তার জন্য জিজ্ঞাসাবাদ শুরু করেছে ৷