ETV Bharat / bharat

সাধারণতন্ত্র দিবসের আগে বড়সড় জঙ্গিহানার ছক বানচাল - Jaish e Muhammed

জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর থেকে নিরাপত্তার স্বার্থে গত বছরের 5 অগাস্ট থেকে সেখানে ইন্টারনেট ও মোবাইল ফোন নেটওয়ার্ক বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার । এছাড়া একাধিক রাজনৈতিক নেতাকে গৃহবন্দী করে রাখা হয়েছে । আজ সেখানে এক বড় মাপের নাশকতার চক্রান্ত ফাঁস করল পুলিশ ।

Kashmir
ফাইল ছবি
author img

By

Published : Jan 16, 2020, 5:50 PM IST

Updated : Jan 16, 2020, 6:34 PM IST

শ্রীনগর, 16 জানুয়ারি : বড়সড় জঙ্গিহানার ছক বানচাল করল শ্রীনগর পুলিশ ৷ জইশ ই মহম্মদের পাঁচ জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ তারা সাধারণতন্ত্র দিবসের দিন রাজধানীতে হামলার ছক কষছিল বলে শ্রীনগর পুলিশ সূত্রে জানা গেছে ৷ এর আগেও কাশ্মীরে দু'টি গ্রেনেড হামলার সঙ্গে তাদের যোগ ছিল বলেও জানা গেছে ৷

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর নিরাপত্তার স্বার্থে গত বছরের 5 অগাস্ট থেকে সেখানে ইন্টারনেট ও মোবাইল ফোন নেটওয়ার্ক বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার । এছাড়া একাধিক রাজনৈতিক নেতাকে গৃহবন্দী করে রাখা হয়েছে ।

  • In a major success the Srinagar Police busts Jaish Module.
    Two grenade blasts in Hazratbal area worked out. Major attack averted ahead of Republic Day.Five terror operatives arrested.Huge Expolsive material recovered.

    — J&K Police (@JmuKmrPolice) January 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে আজ এক টুইটে আজ এই সাফল্যের কথা জানানো হয়েছে ৷ গ্রেপ্তার হওয়া জঙ্গিদের সকলেই হজরতবাল এলাকার বাসিন্দা ৷ গ্রেপ্তার হওয়া ওই পাঁচ জঙ্গির নাম আইজাজ় আহমেদ শেখ, উমর হামিদ শেখ, ইমতিয়াজ় আহমেদ চাইকলা, সাহিল ফারুক গজরি ও নাসির আহমেদ মীর ৷ উপত্যকায় যখন শান্তি ফিরতে শুরু করেছে বলে মনে করা হচ্ছিল, ইন্টারনেট পরিষেবার উপর বিধিনিষেধ শিথিল হতে শুরু করছিল, ঠিক সেই সময়েই শ্রীনগর পুলিশ বানচাল করল এই নাশকতার ছক ৷

ঘটনাস্থান থেকে পুলিশ আগ্নেয়াস্ত্র, ওয়াকি টকি, ডিটোনেটর, গেলাটিন স্টিক, নাইট্রিক অ্যাসিডের বোতল উদ্ধার করেছে ৷ পাওয়া গেছে বোমা ও বল বেয়ারিং বাধা পোশাকও ৷ পুলিশের তরফে অনুমান করা হচ্ছে বড়সড় কোনও আত্মঘাতী হামলার ছক কষছিল জইশ ই মহম্মদের ওই জঙ্গিরা ৷

শ্রীনগর, 16 জানুয়ারি : বড়সড় জঙ্গিহানার ছক বানচাল করল শ্রীনগর পুলিশ ৷ জইশ ই মহম্মদের পাঁচ জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ তারা সাধারণতন্ত্র দিবসের দিন রাজধানীতে হামলার ছক কষছিল বলে শ্রীনগর পুলিশ সূত্রে জানা গেছে ৷ এর আগেও কাশ্মীরে দু'টি গ্রেনেড হামলার সঙ্গে তাদের যোগ ছিল বলেও জানা গেছে ৷

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর নিরাপত্তার স্বার্থে গত বছরের 5 অগাস্ট থেকে সেখানে ইন্টারনেট ও মোবাইল ফোন নেটওয়ার্ক বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার । এছাড়া একাধিক রাজনৈতিক নেতাকে গৃহবন্দী করে রাখা হয়েছে ।

  • In a major success the Srinagar Police busts Jaish Module.
    Two grenade blasts in Hazratbal area worked out. Major attack averted ahead of Republic Day.Five terror operatives arrested.Huge Expolsive material recovered.

    — J&K Police (@JmuKmrPolice) January 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে আজ এক টুইটে আজ এই সাফল্যের কথা জানানো হয়েছে ৷ গ্রেপ্তার হওয়া জঙ্গিদের সকলেই হজরতবাল এলাকার বাসিন্দা ৷ গ্রেপ্তার হওয়া ওই পাঁচ জঙ্গির নাম আইজাজ় আহমেদ শেখ, উমর হামিদ শেখ, ইমতিয়াজ় আহমেদ চাইকলা, সাহিল ফারুক গজরি ও নাসির আহমেদ মীর ৷ উপত্যকায় যখন শান্তি ফিরতে শুরু করেছে বলে মনে করা হচ্ছিল, ইন্টারনেট পরিষেবার উপর বিধিনিষেধ শিথিল হতে শুরু করছিল, ঠিক সেই সময়েই শ্রীনগর পুলিশ বানচাল করল এই নাশকতার ছক ৷

ঘটনাস্থান থেকে পুলিশ আগ্নেয়াস্ত্র, ওয়াকি টকি, ডিটোনেটর, গেলাটিন স্টিক, নাইট্রিক অ্যাসিডের বোতল উদ্ধার করেছে ৷ পাওয়া গেছে বোমা ও বল বেয়ারিং বাধা পোশাকও ৷ পুলিশের তরফে অনুমান করা হচ্ছে বড়সড় কোনও আত্মঘাতী হামলার ছক কষছিল জইশ ই মহম্মদের ওই জঙ্গিরা ৷

Kolkata, Jan 16 (ANI): Bharatiya Janata Party's (BJP) vice president for West Bengal, Chandra Kumar Bose, said that an appeal has been sent to Prime Minister Narendra Modi for declaring Netaji Subhash Chandra Bose's birthday as 'Patriot's Day'. He said, "There has been a longstanding demand that Netaji's birthday should be declared as 'Patriot's Day'. We're celebrating 150th birthday of Mahatma Gandhi so it would be fitting that in 2020 we must declare January 23 as 'Patriot's Day' or 'Desha Prem Divas'. We've appealed to PM Modi."
Last Updated : Jan 16, 2020, 6:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.