শ্রীনগর, 16 জানুয়ারি : বড়সড় জঙ্গিহানার ছক বানচাল করল শ্রীনগর পুলিশ ৷ জইশ ই মহম্মদের পাঁচ জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ তারা সাধারণতন্ত্র দিবসের দিন রাজধানীতে হামলার ছক কষছিল বলে শ্রীনগর পুলিশ সূত্রে জানা গেছে ৷ এর আগেও কাশ্মীরে দু'টি গ্রেনেড হামলার সঙ্গে তাদের যোগ ছিল বলেও জানা গেছে ৷
উল্লেখ্য, জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর নিরাপত্তার স্বার্থে গত বছরের 5 অগাস্ট থেকে সেখানে ইন্টারনেট ও মোবাইল ফোন নেটওয়ার্ক বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার । এছাড়া একাধিক রাজনৈতিক নেতাকে গৃহবন্দী করে রাখা হয়েছে ।
-
In a major success the Srinagar Police busts Jaish Module.
— J&K Police (@JmuKmrPolice) January 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Two grenade blasts in Hazratbal area worked out. Major attack averted ahead of Republic Day.Five terror operatives arrested.Huge Expolsive material recovered.
">In a major success the Srinagar Police busts Jaish Module.
— J&K Police (@JmuKmrPolice) January 16, 2020
Two grenade blasts in Hazratbal area worked out. Major attack averted ahead of Republic Day.Five terror operatives arrested.Huge Expolsive material recovered.In a major success the Srinagar Police busts Jaish Module.
— J&K Police (@JmuKmrPolice) January 16, 2020
Two grenade blasts in Hazratbal area worked out. Major attack averted ahead of Republic Day.Five terror operatives arrested.Huge Expolsive material recovered.
জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে আজ এক টুইটে আজ এই সাফল্যের কথা জানানো হয়েছে ৷ গ্রেপ্তার হওয়া জঙ্গিদের সকলেই হজরতবাল এলাকার বাসিন্দা ৷ গ্রেপ্তার হওয়া ওই পাঁচ জঙ্গির নাম আইজাজ় আহমেদ শেখ, উমর হামিদ শেখ, ইমতিয়াজ় আহমেদ চাইকলা, সাহিল ফারুক গজরি ও নাসির আহমেদ মীর ৷ উপত্যকায় যখন শান্তি ফিরতে শুরু করেছে বলে মনে করা হচ্ছিল, ইন্টারনেট পরিষেবার উপর বিধিনিষেধ শিথিল হতে শুরু করছিল, ঠিক সেই সময়েই শ্রীনগর পুলিশ বানচাল করল এই নাশকতার ছক ৷
ঘটনাস্থান থেকে পুলিশ আগ্নেয়াস্ত্র, ওয়াকি টকি, ডিটোনেটর, গেলাটিন স্টিক, নাইট্রিক অ্যাসিডের বোতল উদ্ধার করেছে ৷ পাওয়া গেছে বোমা ও বল বেয়ারিং বাধা পোশাকও ৷ পুলিশের তরফে অনুমান করা হচ্ছে বড়সড় কোনও আত্মঘাতী হামলার ছক কষছিল জইশ ই মহম্মদের ওই জঙ্গিরা ৷