ETV Bharat / bharat

সন্ত্রাসবাদ দমনে সরকারের নীতিতে বড় বদল হয়েছে : বায়ুসেনা প্রধান

author img

By

Published : Oct 8, 2019, 11:19 AM IST

বায়ুসেনা প্রধান রাকেশ কুমার সিং ভাদুড়িয়ার মতে, পাকিস্তানে ঢুকে জইশ-ই-মহম্মদের ক্যাম্পে বোমাবর্ষণ করার সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তায় ভারত সরকারের একটা বড় পদক্ষেপ ৷

IAF

দিল্লি, 8 অক্টোবর : পুলওয়ামার হামলার স্মৃতি দেশের নিরাপত্তার জন্য সবসময় তৈরি থাকার বার্তা দেয় ৷ দেশের নিরাপত্তার জন্য সেনাবাহিনীকে সবসময় তৈরি থাকতে হবে ৷ দিল্লিতে বায়ুসেনা দিবসের অনুষ্ঠানে পুলওয়ামা হামলা প্রসঙ্গে মন্তব্য বায়ুসেনার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুড়িয়ার ৷

8 অক্টোবর দিল্লিতে পালিত হয় বায়ুসেনার 87 তম বর্ষপূর্তি ৷ সেখানে রাকেশ কুমার সিং ভাদুড়িয়া বলেন , "বর্তমানে আমাদের দেশের আশপাশে নিরাপত্তা পরিস্থিতি যথেষ্ঠ উদ্বেগজনক ৷ আমাদের সবসময় তৈরি থাকতে হবে ৷ "

চলতি বছরের 14 ফেব্রুয়ারি জম্মু-শ্রীনগর হাইওয়ের পুলওয়ামাতে সেনের কনভয়ে আত্মঘাতী হামলা হয় ৷ 40 জন CRPF জওয়ান প্রাণ হারান ৷ হামলার দায় নেয় জইশ-ই-মহম্মদ ৷ পাকিস্তানে এয়ার স্ট্রাইক করে হামলার জবাব দেয় ভারত ৷ রাকেশ কুমার সিং ভাদুড়িয়ার মতে, পাকিস্তানে ঢুকে জইশ-ই-মহম্মদের ক্যাম্পে বোমাবর্ষণ করার সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তায় ভারত সরকারের একটা বড় পদক্ষেপ ৷

বায়ুসেনার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুড়িয়া বলেন, "সন্ত্রাসবাদ দমনে সরকারের নীতিতে বড় বদল হয়েছে ৷ তার প্রমাণ বালাকোটে বায়ুসেনার অভিযান ৷ সন্ত্রাসবাদের ষড়যন্ত্রকারীদের শাস্তি দেওয়ার সিদ্ধান্তের ফল বালাকোট অভিযান ৷ " "

দিল্লি, 8 অক্টোবর : পুলওয়ামার হামলার স্মৃতি দেশের নিরাপত্তার জন্য সবসময় তৈরি থাকার বার্তা দেয় ৷ দেশের নিরাপত্তার জন্য সেনাবাহিনীকে সবসময় তৈরি থাকতে হবে ৷ দিল্লিতে বায়ুসেনা দিবসের অনুষ্ঠানে পুলওয়ামা হামলা প্রসঙ্গে মন্তব্য বায়ুসেনার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুড়িয়ার ৷

8 অক্টোবর দিল্লিতে পালিত হয় বায়ুসেনার 87 তম বর্ষপূর্তি ৷ সেখানে রাকেশ কুমার সিং ভাদুড়িয়া বলেন , "বর্তমানে আমাদের দেশের আশপাশে নিরাপত্তা পরিস্থিতি যথেষ্ঠ উদ্বেগজনক ৷ আমাদের সবসময় তৈরি থাকতে হবে ৷ "

চলতি বছরের 14 ফেব্রুয়ারি জম্মু-শ্রীনগর হাইওয়ের পুলওয়ামাতে সেনের কনভয়ে আত্মঘাতী হামলা হয় ৷ 40 জন CRPF জওয়ান প্রাণ হারান ৷ হামলার দায় নেয় জইশ-ই-মহম্মদ ৷ পাকিস্তানে এয়ার স্ট্রাইক করে হামলার জবাব দেয় ভারত ৷ রাকেশ কুমার সিং ভাদুড়িয়ার মতে, পাকিস্তানে ঢুকে জইশ-ই-মহম্মদের ক্যাম্পে বোমাবর্ষণ করার সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তায় ভারত সরকারের একটা বড় পদক্ষেপ ৷

বায়ুসেনার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুড়িয়া বলেন, "সন্ত্রাসবাদ দমনে সরকারের নীতিতে বড় বদল হয়েছে ৷ তার প্রমাণ বালাকোটে বায়ুসেনার অভিযান ৷ সন্ত্রাসবাদের ষড়যন্ত্রকারীদের শাস্তি দেওয়ার সিদ্ধান্তের ফল বালাকোট অভিযান ৷ " "

New Delhi, Oct 08 (ANI): The Chiefs of three services, Army Chief General Bipin Rawat, Indian Air Force (IAF) Chief, RKS Bhadauria and Chief of the Naval Staff, Admiral Karambir Singh paid tributes at the National War Memorial in the national capital on October 08. They paid floral tributes on the occasion of Air Indian Force Day. IAF was founded on October 8, 1932, and the force participated in several crucial wars and landmark missions. The Indian Air Force Day is celebrated to mark its anniversary. This year, the IAF Day is special as the first of 36 long-awaited Rafale fighter jets will be received by Union Defence Minister Rajnath Singh in France.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.