ETV Bharat / bharat

পুলওয়ামায় গাড়ি ভরতি IED আটক ভারতীয় সেনার - পুলওয়ামায় ভয়াবহ IED বিস্ফোরণ আটকাল ভারতীয় সেনা

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় 20 কেজি IED সহ একটি গাড়ি আটকালেন ভারতীয় জওয়ানরা । গাড়ি-বোমা বিস্ফোরণ আটকানো গেছে ।

JK
JK
author img

By

Published : May 28, 2020, 11:16 AM IST

Updated : May 28, 2020, 12:57 PM IST

শ্রীনগর, 28 মে : জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় 20 কেজি IED সহ একটি গাড়ি আটক করলেন ভারতীয় জওয়ানরা । দক্ষতার সঙ্গে গাড়ি-বোমা বিস্ফোরণ রুখে দেন তাঁরা । কিন্তু, গাড়িচালক পলাতক । গতকাল ঘটনাটি ঘটে। এই ঘটনা মনে করাচ্ছে 2019-র 14 ফেব্রুয়ারির কথা । সেই পুলওয়ামাই । গাড়ি-বোমা বিস্ফোরণে শহিদ হয়েছিলেন 40 জন জওয়ান । সেই ক্ষতে এখনও প্রলেপ পড়েনি। তারই মধ্যে আবার একবার বড়সড় হামলার পরিকল্পনা হচ্ছিল বলে মনে করা হচ্ছে ।

গোয়েন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী গতরাতে একটি চেক পয়েন্টে হুন্ডাই স্যান্ট্রো গাড়িটিকে আটকানো হয় । ভুয়ো রেজিস্ট্রেশন ছিল গাড়িটির । পুলিশ সূত্রে খবর, গাড়িটি ব্যারিকেড পেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল । তাড়াহুড়ো করছিল । সেই সময় গুলি চালান জওয়ানরা । IGP বিজয় কুমার বলেন, “জওয়ানরা গুলি চালান । চালক কোনওরকমে পালিয়ে যায় । 20 কেজি IED বাজেয়াপ্ত করা হয়েছে । এই ধরনের হামলার বিষয়ে সতর্ক করেছিল ইন্টালিজেন্স । আমরা সবরকমভাবে প্রস্তুত ছিলাম । IED ভরতি গাড়ির খোঁজ ছিল গতকাল থেকেই । সেনা, পুলিশ এবং আধাসামরিক বাহিনী একসঙ্গে কাজ করেছেন ।”

এদিকে গাড়িটিকে আটক করার পর খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে । বম্ব স্কোয়াডের কর্মীরা এসে IEDসহ গাড়িটিতে বিস্ফোরণ ঘটান । এর মাধ্যমে বড়সড় হামলার ছক রুখে দেওয়া গেল বলে মনে করা হচ্ছে। তবে বিস্ফোরণের জেরে আশপাশের বেশ কয়েকটি বাড়ির ক্ষতি হয়েছে । DGP দিলবাগ সিং বলেন, “গাড়িটি সারারাত নজরে রাখা হয়েছিল । আশপাশের বাড়িগুলি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয় । গাড়িটিকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব ছিল না । বিস্ফোরণের সম্ভাবনা ছিল । তাই ঘটনাস্থানেই গাড়িটি ধ্বংস করেন বম্ব স্কোয়াডের কর্মীরা । ”

এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে পুলওয়ামা হামলার কথা । সাল 2019, 14 ফেব্রুয়ারি । সেদিন গাড়ি-বোমা বিস্ফোরণ প্রাণ কেড়েছিল 40জন CRPF জওয়ানের । ঘটনায় শিউরে উঠেছিল গোটা দেশ । শোকের ছায়া নামে দেশজুড়ে । এখনও সেই ক্ষতে প্রলেপ পড়েনি । সেই হামলার পর জইশ-ই-মহম্মদের ঘাঁটিতে ধ্বংস করে দেয় ভারত ।

জঙ্গিরা একই কায়দায় আবার IED বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিল বলে মনে করা হচ্ছে । কিন্তু ভারতীয় সেনার দক্ষতা তা রুখে দেয় । যদিও গাড়িচালক এখনও পলাতক । তার খোঁজ চলছে । কোন গোষ্ঠী এই কাজে যুক্ত, কী তাদের পরিকল্পনা ছিল তা খতিয়ে দেখছে পুলিশ ।

শ্রীনগর, 28 মে : জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় 20 কেজি IED সহ একটি গাড়ি আটক করলেন ভারতীয় জওয়ানরা । দক্ষতার সঙ্গে গাড়ি-বোমা বিস্ফোরণ রুখে দেন তাঁরা । কিন্তু, গাড়িচালক পলাতক । গতকাল ঘটনাটি ঘটে। এই ঘটনা মনে করাচ্ছে 2019-র 14 ফেব্রুয়ারির কথা । সেই পুলওয়ামাই । গাড়ি-বোমা বিস্ফোরণে শহিদ হয়েছিলেন 40 জন জওয়ান । সেই ক্ষতে এখনও প্রলেপ পড়েনি। তারই মধ্যে আবার একবার বড়সড় হামলার পরিকল্পনা হচ্ছিল বলে মনে করা হচ্ছে ।

গোয়েন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী গতরাতে একটি চেক পয়েন্টে হুন্ডাই স্যান্ট্রো গাড়িটিকে আটকানো হয় । ভুয়ো রেজিস্ট্রেশন ছিল গাড়িটির । পুলিশ সূত্রে খবর, গাড়িটি ব্যারিকেড পেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল । তাড়াহুড়ো করছিল । সেই সময় গুলি চালান জওয়ানরা । IGP বিজয় কুমার বলেন, “জওয়ানরা গুলি চালান । চালক কোনওরকমে পালিয়ে যায় । 20 কেজি IED বাজেয়াপ্ত করা হয়েছে । এই ধরনের হামলার বিষয়ে সতর্ক করেছিল ইন্টালিজেন্স । আমরা সবরকমভাবে প্রস্তুত ছিলাম । IED ভরতি গাড়ির খোঁজ ছিল গতকাল থেকেই । সেনা, পুলিশ এবং আধাসামরিক বাহিনী একসঙ্গে কাজ করেছেন ।”

এদিকে গাড়িটিকে আটক করার পর খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে । বম্ব স্কোয়াডের কর্মীরা এসে IEDসহ গাড়িটিতে বিস্ফোরণ ঘটান । এর মাধ্যমে বড়সড় হামলার ছক রুখে দেওয়া গেল বলে মনে করা হচ্ছে। তবে বিস্ফোরণের জেরে আশপাশের বেশ কয়েকটি বাড়ির ক্ষতি হয়েছে । DGP দিলবাগ সিং বলেন, “গাড়িটি সারারাত নজরে রাখা হয়েছিল । আশপাশের বাড়িগুলি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয় । গাড়িটিকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব ছিল না । বিস্ফোরণের সম্ভাবনা ছিল । তাই ঘটনাস্থানেই গাড়িটি ধ্বংস করেন বম্ব স্কোয়াডের কর্মীরা । ”

এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে পুলওয়ামা হামলার কথা । সাল 2019, 14 ফেব্রুয়ারি । সেদিন গাড়ি-বোমা বিস্ফোরণ প্রাণ কেড়েছিল 40জন CRPF জওয়ানের । ঘটনায় শিউরে উঠেছিল গোটা দেশ । শোকের ছায়া নামে দেশজুড়ে । এখনও সেই ক্ষতে প্রলেপ পড়েনি । সেই হামলার পর জইশ-ই-মহম্মদের ঘাঁটিতে ধ্বংস করে দেয় ভারত ।

জঙ্গিরা একই কায়দায় আবার IED বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিল বলে মনে করা হচ্ছে । কিন্তু ভারতীয় সেনার দক্ষতা তা রুখে দেয় । যদিও গাড়িচালক এখনও পলাতক । তার খোঁজ চলছে । কোন গোষ্ঠী এই কাজে যুক্ত, কী তাদের পরিকল্পনা ছিল তা খতিয়ে দেখছে পুলিশ ।

Last Updated : May 28, 2020, 12:57 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.