ETV Bharat / bharat

মহারাষ্ট্র বিধানসভায় অধ্যক্ষ কংগ্রেসের, বিরোধী দলনেতা ফড়নবিশ - the leader of opposition is Devendra Fadnavis

শনিবারই আস্থা ভোটে জয়ী হন উদ্ধব ঠাকরে ৷ উদ্ধবের শপথ নেওয়া থেকেই জল্পনা ছিল স্পিকার পদ পেতে চলেছে কংগ্রেস ৷ সেই মতই পাটোলের নাম প্রস্তাব করা হয়েছিল ৷

image
নানা পাটোলে
author img

By

Published : Dec 1, 2019, 3:09 PM IST

Updated : Dec 1, 2019, 3:18 PM IST

মহারাষ্ট্র, 1 ডিসেম্বর : জল্পনার ইতি ৷ মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষের পদ পেল কংগ্রেস ৷ অধ্যক্ষ হলেন কংগ্রেস বিধায়ক নানা পাটোল ৷ BJP তাদের মনোনীত প্রার্থী কিষাণ কাতোরের নাম প্রত্যাহার করে নেওয়ার পরই ঠিক হয়ে যায় অধ্যক্ষ হিসাবে মহারাষ্ট্রের বিধানসভায় আসতে চলেছেন পাটোল ৷ পাশাপাশি বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে দায়িত্ব নিলেন দেবেন্দ্র ফড়নবিশ ৷

সাকোলি বিধানসভার বিধায়ক পাটোল ৷ রাজনৈতিক জীবন কংগ্রেসে শুরু করলেও 2014 সালের লোকসভা নির্বাচনে BJP-র টিকিটে ভাণ্ডারা-গোণ্ডিয়া লোকসভা আসন থেকে লড়াই করেন তিনি ৷ ওই কেন্দ্র থেকে তিনি হারান প্রফুল্ল প্যাটেলকে ৷ যদিও 2017 সালে তৎকালীন মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী দেবন্দ্র ফড়নবিশের সঙ্গে দূরত্ব তৈরি হলে ফের কংগ্রেসে ফেরেন ৷

গতকালই আস্থা ভোটে জয়ী হন উদ্ধব ঠাকরে ৷ উদ্ধবের শপথ নেওয়া থেকেই জল্পনা ছিল স্পিকার পদ পেতে চলেছে কংগ্রেস ৷ সেই মতই পাটোলের নাম প্রস্তাব করা হয়েছিল ৷ গেরুয়া শিবির তাদের অধ্যক্ষের প্রার্থী প্রত্যাহার করে নেওয়ায় বিনা প্রতিদ্বন্দিতায় জিতে যান নানা ৷

মহারাষ্ট্র, 1 ডিসেম্বর : জল্পনার ইতি ৷ মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষের পদ পেল কংগ্রেস ৷ অধ্যক্ষ হলেন কংগ্রেস বিধায়ক নানা পাটোল ৷ BJP তাদের মনোনীত প্রার্থী কিষাণ কাতোরের নাম প্রত্যাহার করে নেওয়ার পরই ঠিক হয়ে যায় অধ্যক্ষ হিসাবে মহারাষ্ট্রের বিধানসভায় আসতে চলেছেন পাটোল ৷ পাশাপাশি বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে দায়িত্ব নিলেন দেবেন্দ্র ফড়নবিশ ৷

সাকোলি বিধানসভার বিধায়ক পাটোল ৷ রাজনৈতিক জীবন কংগ্রেসে শুরু করলেও 2014 সালের লোকসভা নির্বাচনে BJP-র টিকিটে ভাণ্ডারা-গোণ্ডিয়া লোকসভা আসন থেকে লড়াই করেন তিনি ৷ ওই কেন্দ্র থেকে তিনি হারান প্রফুল্ল প্যাটেলকে ৷ যদিও 2017 সালে তৎকালীন মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী দেবন্দ্র ফড়নবিশের সঙ্গে দূরত্ব তৈরি হলে ফের কংগ্রেসে ফেরেন ৷

গতকালই আস্থা ভোটে জয়ী হন উদ্ধব ঠাকরে ৷ উদ্ধবের শপথ নেওয়া থেকেই জল্পনা ছিল স্পিকার পদ পেতে চলেছে কংগ্রেস ৷ সেই মতই পাটোলের নাম প্রস্তাব করা হয়েছিল ৷ গেরুয়া শিবির তাদের অধ্যক্ষের প্রার্থী প্রত্যাহার করে নেওয়ায় বিনা প্রতিদ্বন্দিতায় জিতে যান নানা ৷

Dehradun (Uttarakhand), Dec 01 (ANI): While speaking to ANI in Dehradun on November 30, the spokesperson of Jammu - Kashmir Students Association, Nasir Khuehami said, "After the abrogation of Article 370, there was total clamp down in the Kashmir Valley so some students were stuck at home and couldn't report at their colleges on time." "Thereafter, colleges and universities imposed late fine on Kashmiri students. Penalising them is not justified. This is harassment," he added. "We request Uttarakhand Chief Minister Trivendra Singh Rawat to take action against such colleges who are harassing students and charging unnecessary fine," Nasir further stated.

Last Updated : Dec 1, 2019, 3:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.