মুম্বই, 17 মে : দেশে তৃতীয় দফার লকডাউন শুরু হয়েছিল 4 মে । আজ তার শেষ দিন । এর মাঝেই রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে । 31 মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ালেন তিনি ।
মহারাষ্ট্রে কোরোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি । 30 হাজার ছাড়িয়েছে সংক্রমিতের সংখ্যা । যা দিন দিন বাড়ছে । এই পরিস্থিতিতে আজ দেশে তৃতীয় দফার লকডাউন শেষ হলেও এখনই লকডাউন তুলছে না মহারাষ্ট্র সরকার ।
তবে, আংশিকক্ষেত্রে ছাড় মিলবে এবার । মহারাষ্ট্রের মুখ্যসচিব অজয় মেহতা একটি নির্দেশিকা জারি করে আজ জানান, লকডাউনের মাঝেই ধীরে ধীরে কিছু ছাড় দেওয়া হবে ।
এর আগে তেলাঙ্গানাও লকডাউনের মেয়াদ বাড়িয়েছিল । তারাও কিছুক্ষেত্রে ছাড় দিয়েছে । পরিবহনের ক্ষেত্রেও মিলেছে কিছুটা ছাড় ।