ETV Bharat / bharat

ছেলেদের সঙ্গে কথা বলায় MBA ছাত্রীকে মারধর মধ্যপ্রদেশে - হস্টেল

হস্টেলের বাইরে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন কয়েকজন ছাত্রী ৷ ছেলেদের সঙ্গে কথা বলাই হঠাৎই হস্টেলের ছাত্রীদের উপর চড়াও হয় এক ব্যক্তি ৷ চলে গালিগালাজ, মারধর ৷

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী
author img

By

Published : Feb 23, 2020, 10:50 PM IST

ইন্দোর, 23 ফেব্রুয়ারি : ছাত্রীদের গালিগালাজ করা ও মারধর করার অভিযোগ উঠল এক ব্যাঙ্ক কর্মীর বিরুদ্ধে ৷ মধ্যপ্রদেশের ইন্দোরে মেয়েদের হস্টেলে গিয়ে তিনি এ কাজ করেন বলে অভিযোগ ৷

পঁয়তাল্লিশ বছর বয়সি অমরজিৎ সিং বেসরকারি ব্যাঙ্ক কর্মী ৷ শহরের ভানওয়ার কুয়ান এলাকায় MBA ছাত্রীদের এভাবে হেনস্থা করায় আজ সকালে তাঁকে গ্রেপ্তার করা হয় ৷ হস্টেলের ছাত্রীদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই তিনি ছাত্রীদের উপর নজরদারি চালাতেন ৷ চলত আপত্তিকর মন্তব্য ৷

হস্টেলের এক ছাত্রী বলেন, "কয়েকজন বন্ধু শুক্রবার আমাদের সঙ্গে দেখা করতে আসে ৷ আমরা হস্টেলের গেটের বাইরে দাঁড়িয়ে কথা বলছিলাম ৷ তখনই তিনি আসেন ৷ আমাদের এবং আমাদের বন্ধুদের উপর হামলা করেন ৷ তারপরই তিনি আমাদের অনুসরণ করে হস্টেলের ভিতর ঢুকে পড়েন ৷"

ওই ছাত্রী আরও বলেন, "এরকম ঘটনা আগেও ঘটেছে ৷ তিনি আগেও আমাদের উপর নজরদারি করেছেন ৷ আমাদের লক্ষ্য করে চিৎকার করেছেন ৷ শুক্রবার আমাদের বন্ধুরা পালটা প্রতিবাদের চেষ্টা করে ৷ তাতে তিনি আরও রেগে যান ৷"

পালটা অভিযোগ, শুক্রবার বিকেলে হস্টেলের বাইরে ছাত্রীরা তাঁদের বন্ধুদের সঙ্গে কথা বলায় আপত্তি জানিয়েছিলেন অমরজিতের 67 বছর বয়সি মা ৷ তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এক ছাত্রী ৷

ইন্দোর, 23 ফেব্রুয়ারি : ছাত্রীদের গালিগালাজ করা ও মারধর করার অভিযোগ উঠল এক ব্যাঙ্ক কর্মীর বিরুদ্ধে ৷ মধ্যপ্রদেশের ইন্দোরে মেয়েদের হস্টেলে গিয়ে তিনি এ কাজ করেন বলে অভিযোগ ৷

পঁয়তাল্লিশ বছর বয়সি অমরজিৎ সিং বেসরকারি ব্যাঙ্ক কর্মী ৷ শহরের ভানওয়ার কুয়ান এলাকায় MBA ছাত্রীদের এভাবে হেনস্থা করায় আজ সকালে তাঁকে গ্রেপ্তার করা হয় ৷ হস্টেলের ছাত্রীদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই তিনি ছাত্রীদের উপর নজরদারি চালাতেন ৷ চলত আপত্তিকর মন্তব্য ৷

হস্টেলের এক ছাত্রী বলেন, "কয়েকজন বন্ধু শুক্রবার আমাদের সঙ্গে দেখা করতে আসে ৷ আমরা হস্টেলের গেটের বাইরে দাঁড়িয়ে কথা বলছিলাম ৷ তখনই তিনি আসেন ৷ আমাদের এবং আমাদের বন্ধুদের উপর হামলা করেন ৷ তারপরই তিনি আমাদের অনুসরণ করে হস্টেলের ভিতর ঢুকে পড়েন ৷"

ওই ছাত্রী আরও বলেন, "এরকম ঘটনা আগেও ঘটেছে ৷ তিনি আগেও আমাদের উপর নজরদারি করেছেন ৷ আমাদের লক্ষ্য করে চিৎকার করেছেন ৷ শুক্রবার আমাদের বন্ধুরা পালটা প্রতিবাদের চেষ্টা করে ৷ তাতে তিনি আরও রেগে যান ৷"

পালটা অভিযোগ, শুক্রবার বিকেলে হস্টেলের বাইরে ছাত্রীরা তাঁদের বন্ধুদের সঙ্গে কথা বলায় আপত্তি জানিয়েছিলেন অমরজিতের 67 বছর বয়সি মা ৷ তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এক ছাত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.