ETV Bharat / bharat

অপসারিত নাগেশ্বর রাও, চিটফান্ড তদন্তের কী হবে ?

CBI থেকে সরিয়ে দেওয়া হল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অধিকর্তা এম নাগেশ্বর রাওকে । সারদা-রোজ়ভ্যালিসহ একাধিক গুরুত্বপূর্ণ চিটফান্ড মামলার তদন্তে মুখ্য তদন্তকারী আধিকারিকের দায়িত্ব পালন করছিলেন নাগেশ্বর ।

এম নাগেশ্বর রাও
author img

By

Published : Jul 5, 2019, 10:25 PM IST

Updated : Jul 5, 2019, 10:53 PM IST

দিল্লি, 5 জুলাই : CBI থেকে অপসারিত অতিরিক্ত অধিকর্তা এম নাগেশ্বর রাও । তাঁকে দমকল, অসামরিক প্রতিরক্ষা ও হোমগার্ড বাহিনীর DG পদে পাঠানো হয়েছে । ওড়িশা ক্যাডারের 1986 ব্যাচের IPS রাও এর আগে CBI-র দু'বার অন্তর্বর্তী প্রধান হয়েছিলেন ।

গত বছরে তৎকালীন DG অলোক ভার্মা ও তাঁর ডেপুটি রাকেশ আস্থানার মধ্যে বিবাদ চরমে ওঠে । জানুয়ারিতে দু'জনকেই সরিয়ে দেওয়া হয় । এরপর অন্তর্বর্তীকালীন দায়িত্ব পান নাগেশ্বর রাও । যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে স্বপদে ফিরিয়ে আনা হয় অলোককে । এর দু'দিন পর সরকার থেকে ফের একবার সরিয়ে দেওয়া হয় তাঁকে । সেসময় অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলান নাগেশ্বর । পরবর্তী সময়ে ঋষিকুমার শুক্লাকে DG নিয়োগ করা হয় । অতিরিক্ত অধিকর্তার দায়িত্ব দেওয়া হয় রাওকে ।

সারদা-রোজ়ভ্যালিসহ একাধিক গুরুত্বপূর্ণ চিটফান্ড মামলার তদন্তে মুখ্য তদন্তকারী আধিকারিকের দায়িত্ব পালন করছিলেন নাগেশ্বর । CBI সূত্রে খবর, রক্ষাকবচ উঠলেই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে নিয়ে কড়া পদক্ষেপ নিতে পারে তারা । এর মাঝে নাগেশ্বর রাওকে সরিয়ে দেওয়া, কিসের ইঙ্গিত দিচ্ছে ? এক মহল বলছে, হয়তো আরও কড়া ধাঁচের কাউকে সেই পদে বসিয়ে দ্রুত পদক্ষেপ করতে পারে CBI । অন্যপক্ষ বলছে, এবার কিছুটা স্বস্তি পেতে পারেন রাজীব ।

দিল্লি, 5 জুলাই : CBI থেকে অপসারিত অতিরিক্ত অধিকর্তা এম নাগেশ্বর রাও । তাঁকে দমকল, অসামরিক প্রতিরক্ষা ও হোমগার্ড বাহিনীর DG পদে পাঠানো হয়েছে । ওড়িশা ক্যাডারের 1986 ব্যাচের IPS রাও এর আগে CBI-র দু'বার অন্তর্বর্তী প্রধান হয়েছিলেন ।

গত বছরে তৎকালীন DG অলোক ভার্মা ও তাঁর ডেপুটি রাকেশ আস্থানার মধ্যে বিবাদ চরমে ওঠে । জানুয়ারিতে দু'জনকেই সরিয়ে দেওয়া হয় । এরপর অন্তর্বর্তীকালীন দায়িত্ব পান নাগেশ্বর রাও । যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে স্বপদে ফিরিয়ে আনা হয় অলোককে । এর দু'দিন পর সরকার থেকে ফের একবার সরিয়ে দেওয়া হয় তাঁকে । সেসময় অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলান নাগেশ্বর । পরবর্তী সময়ে ঋষিকুমার শুক্লাকে DG নিয়োগ করা হয় । অতিরিক্ত অধিকর্তার দায়িত্ব দেওয়া হয় রাওকে ।

সারদা-রোজ়ভ্যালিসহ একাধিক গুরুত্বপূর্ণ চিটফান্ড মামলার তদন্তে মুখ্য তদন্তকারী আধিকারিকের দায়িত্ব পালন করছিলেন নাগেশ্বর । CBI সূত্রে খবর, রক্ষাকবচ উঠলেই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে নিয়ে কড়া পদক্ষেপ নিতে পারে তারা । এর মাঝে নাগেশ্বর রাওকে সরিয়ে দেওয়া, কিসের ইঙ্গিত দিচ্ছে ? এক মহল বলছে, হয়তো আরও কড়া ধাঁচের কাউকে সেই পদে বসিয়ে দ্রুত পদক্ষেপ করতে পারে CBI । অন্যপক্ষ বলছে, এবার কিছুটা স্বস্তি পেতে পারেন রাজীব ।

New Delhi, July 05 (ANI): Homi Adajania, who is helming Irrfan Khan starrer 'Angrezi Medium', has been sharing stills from the film to keep the audience on their toes. He is probably the most active user on Instagram and thanks to him that we are getting to know a lot more about the film and its cast. Adding to the excitement, Homi shared yet another picture which shows the bossy side of Dimple Kapadia. The picture, shared on Instagram by the filmmaker, is sure to leave you in splits. The director has also been successfully turning his daily on-set conversations with Irrfan into hilarious memes which he keeps sharing on Instagram. The film will mark Irrfan's comeback on the big screen, post the brief break that he took, as he was seeking treatment for neuroendocrine tumour in London. Irrfan had earlier shared a picture on his Twitter handle from the sets of the film, introducing his character Champak, who is a sweet shop owner. 'Angrezi Medium' is the sequel to the 2017 hit film 'Hindi Medium', which starred Irrfan and Saba Qamar in the lead roles. Irrfan was last seen in 'Karwaan' alongside Mithila Palkar and Dulquer Salmaan.
Last Updated : Jul 5, 2019, 10:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.