ETV Bharat / bharat

দেশের আইনে লাভ জেহাদের ব্যাখ্যা নেই, রিপোর্ট নেই কেন্দ্রীয় কোনও সংস্থারও : মন্ত্রী - কেন্দ্রীয় মন্ত্রী জি.কিষাণ রেড্ডি

কেন্দ্রীয় মন্ত্রী জি.কিষাণ রেড্ডি বলেন, "ভারতীয় সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদ নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা দেয় । সেই স্বাধীনতা অনুযায়ী তাঁদের নিজস্ব ধর্ম পালনের অধিকার রয়েছে ।"

love jihad
লাভ জিহাদ
author img

By

Published : Feb 4, 2020, 10:21 PM IST

Updated : Feb 4, 2020, 11:41 PM IST


দিল্লি, 4 ফেব্রুয়ারি : কেন্দ্রীয় সংস্থাগুলি "লাভ জেহাদ"-র কোনও রিপোর্ট জমা করেনি । দেশের বর্তমান আইনে "লাভ জেহাদ"-এর ব্যাখ্যা নেই । আজ একথা জানানো হল কেন্দ্রের তরফে ।

কেরালার এক কংগ্রেস নেতা বেন্নি বেহনান প্রশ্ন করেছিলেন, কেন্দ্রীয় কোনও সংস্থা গত দু'বছরে সমুদ্র উপকূলবর্তী রাজ্যে "লাভ জেহাদ" সংক্রান্ত কোনও ঘটনার রিপোর্ট জমা করেছে কি না । তার উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদের কথা উল্লেখ করা হয় ।

কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি এপ্রসঙ্গে বলেন, "ভারতীয় সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদ নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা দেয় । সেই স্বাধীনতা অনুযায়ী তাঁদের নিজস্ব ধর্ম পালনের অধিকার রয়েছে ।" কেরালা হাইকোর্ট সহ অন্য আদালতও এই বিষয়টি সমর্থন করে । তবে তিনি জানান, কেরালার দুটি ভিন্ন ধর্মের বিয়ের ঘটনার রিপোর্ট করেছিল ন্যাশনাল ইন্ভেস্টিগেশন এজেন্সি ।

এই প্রথম সরকার অফিশিয়ালি "লাভ জেহাদ" থেকে নিজেদের দূরে সরাল। ডানপন্থী দলগুলি মূলত হিন্দু মহিলা এবং মুসলিম পুরুষের সম্পর্কের বিষয়ে এই শব্দ দু'টি ব্যবহার করে । তারা মনে করে, এই সম্পর্ক আসলে হিন্দু মহিলাদের ধর্মান্তরণের চেষ্টা ।


দিল্লি, 4 ফেব্রুয়ারি : কেন্দ্রীয় সংস্থাগুলি "লাভ জেহাদ"-র কোনও রিপোর্ট জমা করেনি । দেশের বর্তমান আইনে "লাভ জেহাদ"-এর ব্যাখ্যা নেই । আজ একথা জানানো হল কেন্দ্রের তরফে ।

কেরালার এক কংগ্রেস নেতা বেন্নি বেহনান প্রশ্ন করেছিলেন, কেন্দ্রীয় কোনও সংস্থা গত দু'বছরে সমুদ্র উপকূলবর্তী রাজ্যে "লাভ জেহাদ" সংক্রান্ত কোনও ঘটনার রিপোর্ট জমা করেছে কি না । তার উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদের কথা উল্লেখ করা হয় ।

কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি এপ্রসঙ্গে বলেন, "ভারতীয় সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদ নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা দেয় । সেই স্বাধীনতা অনুযায়ী তাঁদের নিজস্ব ধর্ম পালনের অধিকার রয়েছে ।" কেরালা হাইকোর্ট সহ অন্য আদালতও এই বিষয়টি সমর্থন করে । তবে তিনি জানান, কেরালার দুটি ভিন্ন ধর্মের বিয়ের ঘটনার রিপোর্ট করেছিল ন্যাশনাল ইন্ভেস্টিগেশন এজেন্সি ।

এই প্রথম সরকার অফিশিয়ালি "লাভ জেহাদ" থেকে নিজেদের দূরে সরাল। ডানপন্থী দলগুলি মূলত হিন্দু মহিলা এবং মুসলিম পুরুষের সম্পর্কের বিষয়ে এই শব্দ দু'টি ব্যবহার করে । তারা মনে করে, এই সম্পর্ক আসলে হিন্দু মহিলাদের ধর্মান্তরণের চেষ্টা ।

New Delhi, Feb 04 (ANI): Condemning Adhir Ranjan Chowdhury's "Ravan ki aulad" remark for BJP, Union Minister Pralhad Joshi said that Congress is the followers of 'nakli' Gandhi like Sonia and Rahul Gandhi. "We, people of Bharatiya Janata Party, are the real bhakts. We are the real followers of Mahatma Gandhi. These people are the followers of 'nakli' Gandhi like Sonia Gandhi and Rahul Gandhi," said Pralhad Joshi in an ongoing Budget session.
Last Updated : Feb 4, 2020, 11:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.