ETV Bharat / bharat

EU পার্লামেন্টের প্রেসিডেন্টকে চিঠি ওম বিড়লার - CAA

30 জানুয়ারি CAA সংক্রান্ত প্রস্তাব উত্থাপিত হতে চলেছে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে ৷ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে এবার ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের প্রেসিডেন্টকে চিঠি পাঠালেন ওম বিড়লা ৷ একটি আইনসভা কখনওই অন্য একটি আইনসভা সংক্রান্ত প্রস্তাব পাশ করতে পারে না বলেও লেখেন ওই চিঠিতে ৷

EU on CAA
ছবি সৌজন্যে ANI
author img

By

Published : Jan 28, 2020, 9:16 AM IST

দিল্লি, 28 জানুয়ারি: ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে CAA বিরোধী প্রস্তাব পাশ হওয়া নিয়ে এবার মুখ খুললেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ 751 সদস্যের ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে 600 জনের মত নিয়ে 6টি প্রস্তাবের খসড়া গঠন হয়েছিল ৷ ওই খসড়াগুলিতে CAA-র জন্য দেশে তৈরি হওয়া পরিস্থিতিকে সাম্প্রতিক ইতিহাসে দেশছাড়া হওয়ার সবথেকে বড় আতঙ্ক হিসেবে মনে করছে ইউরোপীয় ইউনিয়ন ৷ ইউরোপীয় ইউনিয়নের ওই খসড়াগুলির বিষয়ে এবার ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের প্রেসিডেন্টকে চিঠি পাঠালেন লোকসভার অধ্যক্ষ ৷

ওই চিঠিতে তিনি লিখেছেন, "একটি আইনসভা কখনওই অন্য একটি আইনসভা সংক্রান্ত প্রস্তাব পাশ করতে পারে না ৷ কায়েমি স্বার্থ চরিতার্থ করার জন্য এই প্রস্তাব পাশ করানোর চেষ্টা হচ্ছে ৷" সংসদের উভয় কক্ষের সম্মতিতেই এই আইন পাশ হয়েছে ৷ চিঠিতে তিনি আরও লিখেছেন, "ভারতের প্রতিবেশী দেশগুলিতে যারা ধর্মীয় নিপীড়নের শিকার, তাদের সহজে নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আইন ৷ কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য এই আইন নয় ৷"

ইউরোপীয় ইউনিয়নের আইনপ্রণেতারা অভিযোগ তুলেছিলেন, "ভারতে ধর্মের ভিত্তিতে মানুষদের সঙ্গে বৈষম্যমূলক আচারণ করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে ৷ বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে ৷ মানবাধিকার রক্ষার সংগঠনগুলি ও সরকারের সমালোচক সাংবাদিকদেরও মুখ বন্ধ করিয়ে রাখা হচ্ছে ৷" এই মর্মে মানবাধিকার রক্ষার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তাব উত্থাপন করা নিয়ে আলোচনাও হয়েছিল ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে ৷ CAA-কে সাম্প্রতিক ইতিহাসে দেশছাড়া হওয়ার সবথেকে বড় আতঙ্ক হিসেবে দেখলেও, এটি সম্পূর্ণভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলেও জানিয়ে দেয় ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট ৷

আরও পড়ুন : সমালোচনা করেও CAA ও কাশ্মীর ইশুতে সাবধানি ইউরোপীয় ইউনিয়ন

ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাব নিয়ে মুখ খুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদও ৷ চলতি মাসেই পাকিস্তানে শিখ সম্প্রদায়ের উপর যে নিপীড়ন হয়েছে সেই প্রসঙ্গ তুলে তিনি বলেন, " আমার ইউরোপীয় ইউনিয়নের বন্ধুরা কি জানেন পাকিস্তানে শিখ ও হিন্দু মেয়েদের উপর কীভাবে অত্যাচার হয়েছে? "

30 জানুয়ারি ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের অধিবেশনে ওই প্রস্তাবগুলি পেশ হওয়ার কথা ৷ তার আগেই ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্টকে চিঠি পাঠালেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷

দিল্লি, 28 জানুয়ারি: ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে CAA বিরোধী প্রস্তাব পাশ হওয়া নিয়ে এবার মুখ খুললেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ 751 সদস্যের ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে 600 জনের মত নিয়ে 6টি প্রস্তাবের খসড়া গঠন হয়েছিল ৷ ওই খসড়াগুলিতে CAA-র জন্য দেশে তৈরি হওয়া পরিস্থিতিকে সাম্প্রতিক ইতিহাসে দেশছাড়া হওয়ার সবথেকে বড় আতঙ্ক হিসেবে মনে করছে ইউরোপীয় ইউনিয়ন ৷ ইউরোপীয় ইউনিয়নের ওই খসড়াগুলির বিষয়ে এবার ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের প্রেসিডেন্টকে চিঠি পাঠালেন লোকসভার অধ্যক্ষ ৷

ওই চিঠিতে তিনি লিখেছেন, "একটি আইনসভা কখনওই অন্য একটি আইনসভা সংক্রান্ত প্রস্তাব পাশ করতে পারে না ৷ কায়েমি স্বার্থ চরিতার্থ করার জন্য এই প্রস্তাব পাশ করানোর চেষ্টা হচ্ছে ৷" সংসদের উভয় কক্ষের সম্মতিতেই এই আইন পাশ হয়েছে ৷ চিঠিতে তিনি আরও লিখেছেন, "ভারতের প্রতিবেশী দেশগুলিতে যারা ধর্মীয় নিপীড়নের শিকার, তাদের সহজে নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আইন ৷ কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য এই আইন নয় ৷"

ইউরোপীয় ইউনিয়নের আইনপ্রণেতারা অভিযোগ তুলেছিলেন, "ভারতে ধর্মের ভিত্তিতে মানুষদের সঙ্গে বৈষম্যমূলক আচারণ করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে ৷ বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে ৷ মানবাধিকার রক্ষার সংগঠনগুলি ও সরকারের সমালোচক সাংবাদিকদেরও মুখ বন্ধ করিয়ে রাখা হচ্ছে ৷" এই মর্মে মানবাধিকার রক্ষার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তাব উত্থাপন করা নিয়ে আলোচনাও হয়েছিল ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে ৷ CAA-কে সাম্প্রতিক ইতিহাসে দেশছাড়া হওয়ার সবথেকে বড় আতঙ্ক হিসেবে দেখলেও, এটি সম্পূর্ণভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলেও জানিয়ে দেয় ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট ৷

আরও পড়ুন : সমালোচনা করেও CAA ও কাশ্মীর ইশুতে সাবধানি ইউরোপীয় ইউনিয়ন

ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাব নিয়ে মুখ খুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদও ৷ চলতি মাসেই পাকিস্তানে শিখ সম্প্রদায়ের উপর যে নিপীড়ন হয়েছে সেই প্রসঙ্গ তুলে তিনি বলেন, " আমার ইউরোপীয় ইউনিয়নের বন্ধুরা কি জানেন পাকিস্তানে শিখ ও হিন্দু মেয়েদের উপর কীভাবে অত্যাচার হয়েছে? "

30 জানুয়ারি ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের অধিবেশনে ওই প্রস্তাবগুলি পেশ হওয়ার কথা ৷ তার আগেই ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্টকে চিঠি পাঠালেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷

Pune (Maharashtra), Jan 28 (ANI): While addressing a press conference in Pune on January 27, the Deputy Chief Minister of Maharashtra Ajit Pawar spoke on Citizenship Amendment Act (CAA) and the proposed all-India National Register of Citizens (NRC). He said, "States like Kerala, Punjab, Rajasthan and West Bengal have passed resolutions against Citizenship Amendment Act (CAA). They are ruled by one-party, unlike Maharashtra." "Our Chief Minister said there should be no problem for anyone in state due to CAA and National Register of Citizens (NRC), we are of this opinion," Ajit Pawar added.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.