ETV Bharat / bharat

আতঙ্ক বাড়িয়ে দিল্লির পথে পঙ্গপাল - Locust attack

পঙ্গপালরা আক্রমণ করতে পারে দিল্লিতেও ৷ তাই বর্তমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকের ডাক দিলেন দিল্লির পরিবেশমন্ত্রী ৷

পঙ্গপাল
পঙ্গপাল
author img

By

Published : Jun 27, 2020, 5:02 PM IST

Updated : Jun 28, 2020, 5:47 AM IST

দিল্লি, 27 জুন : আজ গুরুগ্রামে হানা দিয়েছে পঙ্গপালের দল ৷ সেখান থেকে দিল্লিতেও ঢুকতে পারে তারা ৷ এই পরিস্থিতির উপর ভিত্তি করে জরুরি বৈঠকের ডাক দিলেন দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই ৷ তিনি জানান, "এই জরুরি বৈঠকের পর পরিস্থিতি সামলাতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে ৷" তিনি কৃষি দপ্তরের আধিকারিকদের আজ গুরুগ্রামের কাছাকাছি এলাকায় জমি পরিদর্শনে যেতে বলেছেন ৷ দিল্লি সরকারের এক আধিকারিক জানান, পরিবেশমন্ত্রী বিষয়টি নিয়ে প্রশাসনকে সজাগ থাকতে বলেছেন ৷

বৈঠকে উপস্থিত থাকবেন দক্ষিণ দিল্লি ও পশ্চিম দিল্লির ডেভেলপমেন্ট সেক্রেটারি, ডিভিশনাল কমিশনার, ডিরেক্টর, কৃষি দপ্তরের আধিকারিক ও জেলাশাসকরা ৷ আজ সকালে গুরুগ্রামের বহু জায়গায় আকাশ ঢেকে যায় পঙ্গপালের হানায় ৷ এবার তারা রাজধানীতে ঢুকতে পারে বলে মনে করা হচ্ছে ৷ কৃষি দপ্তরের (পঙ্গপালের আক্রমণের সতর্কতা প্রদানকারী বিভাগ) কে এল গুর্জার বলেন, পঙ্গপালদের এই ঝাঁক দুই কিলোমিটার ধরে বিস্তার করেছে ৷ তারা ক্রমশ পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে ৷ দলটি আজ সকাল সাড়ে 11টা নাগাদ গুরুগ্রামে প্রবেশ করে ৷ তারা বর্তমানে হরিয়ানার ফরিদাবাদ ও পালওয়ালের দিকে যাচ্ছে ৷ গুরুগ্রামের বহু বাড়ির ছাদ, গাছপালা ছেয়ে গেছে পঙ্গপালে ৷ তার ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল ৷

মে মাসেও দেশকে পঙ্গপালের আক্রমণের সামনে পড়তে হয়েছিল ৷ সেসময় তারা প্রথমে রাজস্থানে আক্রমণ করেছিল ৷ তারপর তারা ছড়িয়ে পড়ে পঞ্জাব, গুজরাত, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে ৷ বিশেষজ্ঞদের মতে, ভারতে মূলত চার প্রজাতির পঙ্গপাল পাওয়া যায় ৷ সেগুলি হল- ডেজ়ার্ট লোকাস্ট, মাইগ্রেটরি লোকাস্ট, বম্বে লোকাস্ট ও ট্রি লোকাস্ট ৷ এদের মধ্যে এই ডেজ়ার্ট লোকাস্টই সবচেয়ে ক্ষতিকারক ৷ এই প্রজাতির পঙ্গপাল খুব দ্রুত বংশবিস্তার করে এবং একদিনে তারা 150 কিলোমিটার পর্যন্ত যেতে পারে ৷

পঙ্গপাল তাদের দেহের ওজনের থেকেও বেশি পরিমাণ খাবার খেতে পারে ৷ এক বর্গ কিলোমিটার পঙ্গপালের দল যেখানে 40 মিলিয়ন পঙ্গপাল থাকে, তারা প্রায় 35 হাজার মানুষের মতো খাবার খেতে পারে ৷ আবহাওয়ার পরিবর্তনের কারণে ডেজ়ার্ট লোকাস্টের বংশবৃদ্ধি বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ মাটির আদ্রতা ও খাবারের লভ্যতার উপর পঙ্গপালের বংশবৃদ্ধি প্রত্যক্ষভাবে নির্ভর করে ৷

দিল্লি, 27 জুন : আজ গুরুগ্রামে হানা দিয়েছে পঙ্গপালের দল ৷ সেখান থেকে দিল্লিতেও ঢুকতে পারে তারা ৷ এই পরিস্থিতির উপর ভিত্তি করে জরুরি বৈঠকের ডাক দিলেন দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই ৷ তিনি জানান, "এই জরুরি বৈঠকের পর পরিস্থিতি সামলাতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে ৷" তিনি কৃষি দপ্তরের আধিকারিকদের আজ গুরুগ্রামের কাছাকাছি এলাকায় জমি পরিদর্শনে যেতে বলেছেন ৷ দিল্লি সরকারের এক আধিকারিক জানান, পরিবেশমন্ত্রী বিষয়টি নিয়ে প্রশাসনকে সজাগ থাকতে বলেছেন ৷

বৈঠকে উপস্থিত থাকবেন দক্ষিণ দিল্লি ও পশ্চিম দিল্লির ডেভেলপমেন্ট সেক্রেটারি, ডিভিশনাল কমিশনার, ডিরেক্টর, কৃষি দপ্তরের আধিকারিক ও জেলাশাসকরা ৷ আজ সকালে গুরুগ্রামের বহু জায়গায় আকাশ ঢেকে যায় পঙ্গপালের হানায় ৷ এবার তারা রাজধানীতে ঢুকতে পারে বলে মনে করা হচ্ছে ৷ কৃষি দপ্তরের (পঙ্গপালের আক্রমণের সতর্কতা প্রদানকারী বিভাগ) কে এল গুর্জার বলেন, পঙ্গপালদের এই ঝাঁক দুই কিলোমিটার ধরে বিস্তার করেছে ৷ তারা ক্রমশ পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে ৷ দলটি আজ সকাল সাড়ে 11টা নাগাদ গুরুগ্রামে প্রবেশ করে ৷ তারা বর্তমানে হরিয়ানার ফরিদাবাদ ও পালওয়ালের দিকে যাচ্ছে ৷ গুরুগ্রামের বহু বাড়ির ছাদ, গাছপালা ছেয়ে গেছে পঙ্গপালে ৷ তার ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল ৷

মে মাসেও দেশকে পঙ্গপালের আক্রমণের সামনে পড়তে হয়েছিল ৷ সেসময় তারা প্রথমে রাজস্থানে আক্রমণ করেছিল ৷ তারপর তারা ছড়িয়ে পড়ে পঞ্জাব, গুজরাত, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে ৷ বিশেষজ্ঞদের মতে, ভারতে মূলত চার প্রজাতির পঙ্গপাল পাওয়া যায় ৷ সেগুলি হল- ডেজ়ার্ট লোকাস্ট, মাইগ্রেটরি লোকাস্ট, বম্বে লোকাস্ট ও ট্রি লোকাস্ট ৷ এদের মধ্যে এই ডেজ়ার্ট লোকাস্টই সবচেয়ে ক্ষতিকারক ৷ এই প্রজাতির পঙ্গপাল খুব দ্রুত বংশবিস্তার করে এবং একদিনে তারা 150 কিলোমিটার পর্যন্ত যেতে পারে ৷

পঙ্গপাল তাদের দেহের ওজনের থেকেও বেশি পরিমাণ খাবার খেতে পারে ৷ এক বর্গ কিলোমিটার পঙ্গপালের দল যেখানে 40 মিলিয়ন পঙ্গপাল থাকে, তারা প্রায় 35 হাজার মানুষের মতো খাবার খেতে পারে ৷ আবহাওয়ার পরিবর্তনের কারণে ডেজ়ার্ট লোকাস্টের বংশবৃদ্ধি বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ মাটির আদ্রতা ও খাবারের লভ্যতার উপর পঙ্গপালের বংশবৃদ্ধি প্রত্যক্ষভাবে নির্ভর করে ৷

Last Updated : Jun 28, 2020, 5:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.