ETV Bharat / bharat

আনলক লাইভ : 2021-এর মধ্যে কোরোনা ভ্যাকসিনের 750 কোটি ডোজ় আনছে সেরাম - দেশ লাইভ

Unlock
আনলক
author img

By

Published : Aug 8, 2020, 7:17 AM IST

06:07 August 08

দেশে বাড়ছে কোরোনায় আক্রান্তের সংখ্যা, বাড়ছে সুস্থতার হারও । এমনকী নমুনা পরীক্ষার সংখ্যাও বেড়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ । কয়েকটি রাজ্যে কমেছে সংক্রমণের হার, আবার কয়েকটি রাজ্যে রেকর্ড হারে বেড়েছে । এই পরিস্থিতির মধ্যেই দেশ লড়ছে COVID-19-র বিরুদ্ধে ।

  • 225 টাকায় কোরোনার ভ্যাকসিন আনছে সেরাম । দাম হতে পারে এর চেয়েও কম । 2021-এর মধ্যে ভারতসহ অন্যান্য মধ্য ও স্বল্প আয়ের দেশগুলির জন্য 750 কোটি ডোজ় আনতে চলেছে পুনের এই সংস্থা ।
  • উত্তরপ্রদেশে কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এক পুলিশ আধিকারিকের ।
  • ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং ও আরও তিন খেলোয়াড় কোরোনায় আক্রান্ত ৷ শুক্রবার তাঁদের রিপোর্ট পজ়িটিভ আসে ৷
  • কোরোনা পরিস্থিতির কারণে এবছর 15 অগাস্টের আগে ভারতের পতাকা বিক্রি কমে গেছে । জানাচ্ছেন আগরতলার পতাকা প্রস্তুতকারকরা ।

06:07 August 08

দেশে বাড়ছে কোরোনায় আক্রান্তের সংখ্যা, বাড়ছে সুস্থতার হারও । এমনকী নমুনা পরীক্ষার সংখ্যাও বেড়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ । কয়েকটি রাজ্যে কমেছে সংক্রমণের হার, আবার কয়েকটি রাজ্যে রেকর্ড হারে বেড়েছে । এই পরিস্থিতির মধ্যেই দেশ লড়ছে COVID-19-র বিরুদ্ধে ।

  • 225 টাকায় কোরোনার ভ্যাকসিন আনছে সেরাম । দাম হতে পারে এর চেয়েও কম । 2021-এর মধ্যে ভারতসহ অন্যান্য মধ্য ও স্বল্প আয়ের দেশগুলির জন্য 750 কোটি ডোজ় আনতে চলেছে পুনের এই সংস্থা ।
  • উত্তরপ্রদেশে কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এক পুলিশ আধিকারিকের ।
  • ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং ও আরও তিন খেলোয়াড় কোরোনায় আক্রান্ত ৷ শুক্রবার তাঁদের রিপোর্ট পজ়িটিভ আসে ৷
  • কোরোনা পরিস্থিতির কারণে এবছর 15 অগাস্টের আগে ভারতের পতাকা বিক্রি কমে গেছে । জানাচ্ছেন আগরতলার পতাকা প্রস্তুতকারকরা ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.