ETV Bharat / bharat

আনলক লাইভ : দ্বিতীয় ও তৃতীয় দফার হিউম্যান ট্রায়ালের জন্য সেরামকে অনুমতি DCGI-র - লকডাউন দেশ

lockdown update india
lockdown update india
author img

By

Published : Aug 3, 2020, 7:03 AM IST

Updated : Aug 3, 2020, 10:51 AM IST

09:30 August 03

দেশে বাড়ছে কোরোনায় আক্রান্তের সংখ্যা, বাড়ছে সুস্থতার হারও । এমনকী নমুনা পরীক্ষার সংখ্যাও বেড়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ । কয়েকটি রাজ্যে কমেছে সংক্রমণের হার, আবার কয়েকটি রাজ্যে রেকর্ড হারে সংক্রমণ হচ্ছে । এই পরিস্থিতির মধ্যেই দেশ লড়ছে COVID-19-র বিরুদ্ধে ।

  • কোরোনায় আক্রান্ত হয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার মেয়েও ৷ রবিবার ইয়েদুরাপ্পার কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে ৷ এবার তাঁর মেয়েও কোরোনায় আক্রান্ত হলেন ৷
  • গতকাল আনলক গাইডলাইন প্রকাশ করার পর অসমে খুলল জিম ৷

06:54 August 03

  • অক্সফোর্ড COVID 19 ভ্যাকসিনের দ্বিতীয় ও তৃতীয় দফার হিউম্যান ট্রায়ালের জন্য ভারতের সেরাম ইনস্টিটিউটকে অনুমতি দিল DCGI-র ৷

05:59 August 03

  • কোরোনায় আক্রান্ত কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা ৷ রবিবার রাতে টুইট করে নিজেই একথা জানিয়েছেন ৷
  • কোরোনায় আক্রান্ত তামিলনাড়ুর রাজ্যপাল বানওড়ারিলাল পুরোহিত ।
  • কোরোনায় আক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।
  • দেশে এখনও পর্যন্ত মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা 17 লাখ 50 হাজার 723 ।
  • শেষ 24 ঘণ্টায় 54 হাজার 736 জন আক্রান্ত হয়েছেন ।

09:30 August 03

দেশে বাড়ছে কোরোনায় আক্রান্তের সংখ্যা, বাড়ছে সুস্থতার হারও । এমনকী নমুনা পরীক্ষার সংখ্যাও বেড়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ । কয়েকটি রাজ্যে কমেছে সংক্রমণের হার, আবার কয়েকটি রাজ্যে রেকর্ড হারে সংক্রমণ হচ্ছে । এই পরিস্থিতির মধ্যেই দেশ লড়ছে COVID-19-র বিরুদ্ধে ।

  • কোরোনায় আক্রান্ত হয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার মেয়েও ৷ রবিবার ইয়েদুরাপ্পার কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে ৷ এবার তাঁর মেয়েও কোরোনায় আক্রান্ত হলেন ৷
  • গতকাল আনলক গাইডলাইন প্রকাশ করার পর অসমে খুলল জিম ৷

06:54 August 03

  • অক্সফোর্ড COVID 19 ভ্যাকসিনের দ্বিতীয় ও তৃতীয় দফার হিউম্যান ট্রায়ালের জন্য ভারতের সেরাম ইনস্টিটিউটকে অনুমতি দিল DCGI-র ৷

05:59 August 03

  • কোরোনায় আক্রান্ত কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা ৷ রবিবার রাতে টুইট করে নিজেই একথা জানিয়েছেন ৷
  • কোরোনায় আক্রান্ত তামিলনাড়ুর রাজ্যপাল বানওড়ারিলাল পুরোহিত ।
  • কোরোনায় আক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।
  • দেশে এখনও পর্যন্ত মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা 17 লাখ 50 হাজার 723 ।
  • শেষ 24 ঘণ্টায় 54 হাজার 736 জন আক্রান্ত হয়েছেন ।
Last Updated : Aug 3, 2020, 10:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.