ETV Bharat / bharat

লকডাউন আপডেট : দেশজুড়ে খুলল ধর্মীয় প্রতিষ্ঠান

author img

By

Published : Jun 8, 2020, 8:03 AM IST

Updated : Jun 8, 2020, 9:30 AM IST

lockdown : live update of overall scenerio in india
লকডাউন আপডেট : ভারতে 2.5 লাখ ছাড়াল কোরোনা আক্রান্তের সংখ্যা

09:29 June 08

লকডাউনের আজ 76 তম দিন । দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পাশাপাশি, সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক ... 

  • উত্তরাখন্ডে বৈষ্ণো দেবির মন্দিরে চলছে আরতি ৷ সকাল 7 টা থেকে সন্ধ্যে 7 টা পর্যন্ত খোলা থাকবে মন্দিরগুলি ৷ জানিয়েছে উত্তরাখন্ড সরকার ৷  
  • বেঙ্গালুরুতে শিবাজী নগরে সেন্ট মেরি চার্চে প্রার্থনায় খ্রীষ্টধর্মীরা ৷  
  • পুদুচেরিতে কোরোনা পজ়িটিভের সংখ্যা বেড়ে দাঁড়াল 128 ৷ 

09:06 June 08

  • দিল্লিতে খুলল সাইবাবা মন্দির ৷
  • লুধিয়ানার জাগরাওন ব্রিজের দূর্গা মাতা মন্দিরে চলছে আরতি ৷

08:16 June 08

  • দিল্লিতে খুলল জামা মসজিদ ৷
  • বারাণসীতে মৎসজীবীরা কাজ শুরুর অনুমতি পেলেও , আর্থিক সংকটে তারা ৷
  • লখনউতে ইয়াহিয়াগঞ্জ গুরুদ্বারে প্রার্থনায় সাধারণ মানুষ ৷

08:08 June 08

  • কর্নাটকে খুলল শ্রী ডোডা গণপতি মন্দির ৷ মন্দিরের বাইরে দর্শনার্থীদের ভিড় ৷
  • উত্তরপ্রদেশের সম্ভালে চামুন্ডা মন্দিরের বাইরে দর্শনার্থীদের লাইন ৷
  • দিল্লির চাঁদনি চকে খুলল গৌরি শংকর মন্দির ৷ বাইরে লাইন দর্শনার্থীদের ৷
  • লখনউতে খুলল ইদগাহ মসজিদ ৷ সামাজিক দূরত্ব বজায় রেখে প্রার্থনায় মুসলিম ধর্মপ্রাণ মানুষ ৷

07:45 June 08

  • উত্তরপ্রদেশের গোরক্ষপুরে গোরক্ষনাথ মন্দিরে যোগী আদিত্যনাথ ৷
  • আজ থেকে খুলল দিল্লি - গুরুগ্রাম বর্ডার ৷
  • কর্নাটকে খুলল শ্রী ডোডা গণপতি মন্দির ৷ মন্দিরের বাইরে দর্শনার্থীদের ভিড় ৷
  • উত্তরপ্রদেশের সম্ভালে চামুন্ডা মন্দিরের বাইরে দর্শনার্থীদের লাইন ৷

06:28 June 08

  • ভারতে 2.5 লাখ ছাড়াল কোরোনা আক্রান্তের সংখ্যা, চিনের ট্যালিকে ছাড়াল মহারাষ্ট্র ৷
  • বেঙ্গালুরু স্টেশন থেকে প্রায় 1750 জন যাত্রী নিয়ে গোরক্ষপুরের উদ্দেশে রওনা দিল একটি 'শ্রমিক স্পেশাল ট্রেন' ৷
  • লকডাউনের দু'মাস পর আজ খুলল দিল্লির শ্রী বাংলা সাহেব গুরুদ্বার ৷
  • মধ্যপ্রদেশের ভোপালে কনটেইনমেন্ট জ়োনের বাইরে খুলছে শপিং মল, হোটেল ও রেস্তরাঁ ৷ তবে এড়াতে হবে ভিড় ৷ জারি নিষেধাজ্ঞা ৷
  • বদ্রীনাথ যাত্রা শুরুর প্রস্তুতির বিরোধিতা স্থানীয়দের ৷

09:29 June 08

লকডাউনের আজ 76 তম দিন । দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পাশাপাশি, সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক ... 

  • উত্তরাখন্ডে বৈষ্ণো দেবির মন্দিরে চলছে আরতি ৷ সকাল 7 টা থেকে সন্ধ্যে 7 টা পর্যন্ত খোলা থাকবে মন্দিরগুলি ৷ জানিয়েছে উত্তরাখন্ড সরকার ৷  
  • বেঙ্গালুরুতে শিবাজী নগরে সেন্ট মেরি চার্চে প্রার্থনায় খ্রীষ্টধর্মীরা ৷  
  • পুদুচেরিতে কোরোনা পজ়িটিভের সংখ্যা বেড়ে দাঁড়াল 128 ৷ 

09:06 June 08

  • দিল্লিতে খুলল সাইবাবা মন্দির ৷
  • লুধিয়ানার জাগরাওন ব্রিজের দূর্গা মাতা মন্দিরে চলছে আরতি ৷

08:16 June 08

  • দিল্লিতে খুলল জামা মসজিদ ৷
  • বারাণসীতে মৎসজীবীরা কাজ শুরুর অনুমতি পেলেও , আর্থিক সংকটে তারা ৷
  • লখনউতে ইয়াহিয়াগঞ্জ গুরুদ্বারে প্রার্থনায় সাধারণ মানুষ ৷

08:08 June 08

  • কর্নাটকে খুলল শ্রী ডোডা গণপতি মন্দির ৷ মন্দিরের বাইরে দর্শনার্থীদের ভিড় ৷
  • উত্তরপ্রদেশের সম্ভালে চামুন্ডা মন্দিরের বাইরে দর্শনার্থীদের লাইন ৷
  • দিল্লির চাঁদনি চকে খুলল গৌরি শংকর মন্দির ৷ বাইরে লাইন দর্শনার্থীদের ৷
  • লখনউতে খুলল ইদগাহ মসজিদ ৷ সামাজিক দূরত্ব বজায় রেখে প্রার্থনায় মুসলিম ধর্মপ্রাণ মানুষ ৷

07:45 June 08

  • উত্তরপ্রদেশের গোরক্ষপুরে গোরক্ষনাথ মন্দিরে যোগী আদিত্যনাথ ৷
  • আজ থেকে খুলল দিল্লি - গুরুগ্রাম বর্ডার ৷
  • কর্নাটকে খুলল শ্রী ডোডা গণপতি মন্দির ৷ মন্দিরের বাইরে দর্শনার্থীদের ভিড় ৷
  • উত্তরপ্রদেশের সম্ভালে চামুন্ডা মন্দিরের বাইরে দর্শনার্থীদের লাইন ৷

06:28 June 08

  • ভারতে 2.5 লাখ ছাড়াল কোরোনা আক্রান্তের সংখ্যা, চিনের ট্যালিকে ছাড়াল মহারাষ্ট্র ৷
  • বেঙ্গালুরু স্টেশন থেকে প্রায় 1750 জন যাত্রী নিয়ে গোরক্ষপুরের উদ্দেশে রওনা দিল একটি 'শ্রমিক স্পেশাল ট্রেন' ৷
  • লকডাউনের দু'মাস পর আজ খুলল দিল্লির শ্রী বাংলা সাহেব গুরুদ্বার ৷
  • মধ্যপ্রদেশের ভোপালে কনটেইনমেন্ট জ়োনের বাইরে খুলছে শপিং মল, হোটেল ও রেস্তরাঁ ৷ তবে এড়াতে হবে ভিড় ৷ জারি নিষেধাজ্ঞা ৷
  • বদ্রীনাথ যাত্রা শুরুর প্রস্তুতির বিরোধিতা স্থানীয়দের ৷
Last Updated : Jun 8, 2020, 9:30 AM IST

For All Latest Updates

TAGGED:

copy
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.