ETV Bharat / bharat

লকডাউন দেশ: চিন থেকে 18 টন চিকিৎসা সামগ্রী নিয়ে ভারতে এল বিমান - তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী এটেলা রাজেন্দার

Lockdown India
Lockdown India
author img

By

Published : Apr 25, 2020, 3:15 PM IST

13:14 April 25

দিল্লি, 25 এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সে কারণে 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । সম্প্রতি সেই লকডাউন বাড়িয়ে 3 মে পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । লকডাউনের আজ 32তম দিন ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক -

মহারাষ্ট্রে গত 24 ঘন্টায় আক্রান্ত 394 ৷ মৃত্যু হয়েছে 18 জনের ৷ মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা পৌছাল 6817-এ ৷ মৃতের সংখ্যা 301 ৷

13:14 April 25

উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দপ্তর থেকতে আগামী 30 জুন অবধি যেকোনও জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হল ৷

13:14 April 25

spicejet flight
ভারতে এল স্পাইসজেটের বিমান

গতকাল রাতে চিন থেকে COVID-19-র প্রয়োজনীয় 18 টন চিকিৎসা সামগ্রী নিয়ে ভারতে পৌছাল স্পাইসজেটের বিমান ৷

13:14 April 25

রাজস্থানে আক্রান্ত আরও 25৷ মোট আক্রান্তের সংখ্যা পৌছাল 2059 -এ ৷

13:14 April 25

mumbai
মুম্বইয়ের কুর্লা এলাকায় দোকানগুলিতে ভিড় ৷

গৃহমন্ত্রকের তরফে আজ থেকে দোকান-পাট খোলায় দেওয়া হচ্ছে ছাড় ৷ মুম্বইয়ের কুর্লা এলাকায় দোকানগুলিতে দেখা গেল সাধারণ মানুষের ভিড় ৷

13:14 April 25

তামিলনাড়ুতে 26 এপ্রিল থেকে 29 এপ্রিল অবধি সকাল 6টা থেকে রাত 9 টা অবধি সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী ৷

13:13 April 25

দিল্লির দরিয়াগঞ্জ মার্কেটে ক্রেতা-বিক্রেতাদের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে থার্মাল গানের সাহায্যে ৷

13:13 April 25

Jama Masjid
দিল্লির বিখ্যাত জামা মসজিদ ৷

আজ থেকে শুরু পবিত্র রমজান মাস ৷ তবে লকডাউনের জেরে বন্ধ দেশের সমস্ত মসজিদ ৷ ফাঁকা দিল্লির বিখ্যাত জামা মসজিদ ৷

13:13 April 25

mumbai
মুম্বইয়ের বাইকুল্লা মার্কেটে লম্বা লাইন সাধারণ মানুষের ৷

লকডাউনের মাঝেই মুম্বইয়ের বাইকুল্লা মার্কেটে লম্বা লাইন সাধারণ মানুষের ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল পুলিশের ৷

13:13 April 25

Maharashtra
নাগপুরে বিভিন্ন শেল্টার হোমে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের স্কিল ডেভেলপমেন্টের আওতায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৷

মহারাষ্ট্রের নাগপুরে বিভিন্ন শেল্টার হোমে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের স্কিল ডেভেলপমেন্টের আওতায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৷

13:13 April 25

 IIT দিল্লি তৈরি করল কোরোনা কিট ৷ ICMR-র তরফ থেকেও মিলেছে ছাড়পত্র ৷ কম খরচে এই কিট বিপুল সংখ্যায় পরীক্ষা করতে সাহায্য করবে ৷

13:13 April 25

তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী এটেলা রাজেন্দার জানান, রাজ্যে কোরোনা ভাইরাসে মোট আক্রান্ত 983 জন ৷ এরমধ্যে 291 জন সুস্থ হয়ে উঠেছেন এবং 25 জনের মৃত্যু হয়েছে ৷ 

13:12 April 25

মুম্বইয়ের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির একজন সাব-ইন্সপেকটর কোরোনা আক্রান্ত হলেন ৷ ওই ব্যক্তির সংস্পর্শে যারাই এসেছিলেন, তাদের সকলকে কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে ৷

13:12 April 25

মহারাষ্ট্রে দারিদ্র সীমার উর্ধে বসবাসকারী তিন কোটি রেশন কার্ড হোল্ডারদের আট টাকা কেজি দরে তিন কেজি আটা ও 12 টাকা কেজি দরে দুই কেজি চাল দেওয়া হবে মে ও জুন মাসের জন্য ৷ 4.5 লাখ মেট্রিক টন আটা ও চাল বিলি করা হবে জানানো হল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর অফিস থেকে ৷

13:12 April 25

পশ্চিমবঙ্গের IIT খড়গপুর ক্যাম্পাসের মধ্যে একটি বাজারে আগুন লাগে ৷ আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায় 13টি দোকান ৷ 

09:06 April 25

AgVA হেলথ কেয়ারের সঙ্গে হাত মিলিয়ে মারুতি মে মাসের শেষ ভাগের মধ্যে তৈরি করবে 10 হাজার ভেন্টিলেটর ৷

13:14 April 25

দিল্লি, 25 এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সে কারণে 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । সম্প্রতি সেই লকডাউন বাড়িয়ে 3 মে পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । লকডাউনের আজ 32তম দিন ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক -

মহারাষ্ট্রে গত 24 ঘন্টায় আক্রান্ত 394 ৷ মৃত্যু হয়েছে 18 জনের ৷ মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা পৌছাল 6817-এ ৷ মৃতের সংখ্যা 301 ৷

13:14 April 25

উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দপ্তর থেকতে আগামী 30 জুন অবধি যেকোনও জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হল ৷

13:14 April 25

spicejet flight
ভারতে এল স্পাইসজেটের বিমান

গতকাল রাতে চিন থেকে COVID-19-র প্রয়োজনীয় 18 টন চিকিৎসা সামগ্রী নিয়ে ভারতে পৌছাল স্পাইসজেটের বিমান ৷

13:14 April 25

রাজস্থানে আক্রান্ত আরও 25৷ মোট আক্রান্তের সংখ্যা পৌছাল 2059 -এ ৷

13:14 April 25

mumbai
মুম্বইয়ের কুর্লা এলাকায় দোকানগুলিতে ভিড় ৷

গৃহমন্ত্রকের তরফে আজ থেকে দোকান-পাট খোলায় দেওয়া হচ্ছে ছাড় ৷ মুম্বইয়ের কুর্লা এলাকায় দোকানগুলিতে দেখা গেল সাধারণ মানুষের ভিড় ৷

13:14 April 25

তামিলনাড়ুতে 26 এপ্রিল থেকে 29 এপ্রিল অবধি সকাল 6টা থেকে রাত 9 টা অবধি সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী ৷

13:13 April 25

দিল্লির দরিয়াগঞ্জ মার্কেটে ক্রেতা-বিক্রেতাদের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে থার্মাল গানের সাহায্যে ৷

13:13 April 25

Jama Masjid
দিল্লির বিখ্যাত জামা মসজিদ ৷

আজ থেকে শুরু পবিত্র রমজান মাস ৷ তবে লকডাউনের জেরে বন্ধ দেশের সমস্ত মসজিদ ৷ ফাঁকা দিল্লির বিখ্যাত জামা মসজিদ ৷

13:13 April 25

mumbai
মুম্বইয়ের বাইকুল্লা মার্কেটে লম্বা লাইন সাধারণ মানুষের ৷

লকডাউনের মাঝেই মুম্বইয়ের বাইকুল্লা মার্কেটে লম্বা লাইন সাধারণ মানুষের ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল পুলিশের ৷

13:13 April 25

Maharashtra
নাগপুরে বিভিন্ন শেল্টার হোমে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের স্কিল ডেভেলপমেন্টের আওতায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৷

মহারাষ্ট্রের নাগপুরে বিভিন্ন শেল্টার হোমে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের স্কিল ডেভেলপমেন্টের আওতায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৷

13:13 April 25

 IIT দিল্লি তৈরি করল কোরোনা কিট ৷ ICMR-র তরফ থেকেও মিলেছে ছাড়পত্র ৷ কম খরচে এই কিট বিপুল সংখ্যায় পরীক্ষা করতে সাহায্য করবে ৷

13:13 April 25

তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী এটেলা রাজেন্দার জানান, রাজ্যে কোরোনা ভাইরাসে মোট আক্রান্ত 983 জন ৷ এরমধ্যে 291 জন সুস্থ হয়ে উঠেছেন এবং 25 জনের মৃত্যু হয়েছে ৷ 

13:12 April 25

মুম্বইয়ের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির একজন সাব-ইন্সপেকটর কোরোনা আক্রান্ত হলেন ৷ ওই ব্যক্তির সংস্পর্শে যারাই এসেছিলেন, তাদের সকলকে কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে ৷

13:12 April 25

মহারাষ্ট্রে দারিদ্র সীমার উর্ধে বসবাসকারী তিন কোটি রেশন কার্ড হোল্ডারদের আট টাকা কেজি দরে তিন কেজি আটা ও 12 টাকা কেজি দরে দুই কেজি চাল দেওয়া হবে মে ও জুন মাসের জন্য ৷ 4.5 লাখ মেট্রিক টন আটা ও চাল বিলি করা হবে জানানো হল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর অফিস থেকে ৷

13:12 April 25

পশ্চিমবঙ্গের IIT খড়গপুর ক্যাম্পাসের মধ্যে একটি বাজারে আগুন লাগে ৷ আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায় 13টি দোকান ৷ 

09:06 April 25

AgVA হেলথ কেয়ারের সঙ্গে হাত মিলিয়ে মারুতি মে মাসের শেষ ভাগের মধ্যে তৈরি করবে 10 হাজার ভেন্টিলেটর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.