ETV Bharat / bharat

লকডাউন দেশ : এপিডেমিক ডিজ়িজ়েস অ্যাক্টের সংশোধনী পাশ রাষ্ট্রপতির - স্যানিটাইজার

Lockdown India
লকডাউন দেশ
author img

By

Published : Apr 23, 2020, 11:47 AM IST

11:03 April 23

দিল্লি, 23 এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সে কারণে 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । সম্প্রতি সেই লকডাউন বাড়িয়ে 3 মে পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । লকডাউনের আজ 30তম দিন ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক -

দেশে মোট আক্রান্তের সংখ্যা 21393, সুস্থ হয়েছেন 4257 জন ৷ মৃতের সংখ্যা 681 ৷

11:03 April 23

মোবাইলের মাধ্যমে কোরোনা সংক্রমণ রুখতে সমস্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের ফোন জমা রাখর নির্দেশ দেওয়া হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ৷

11:03 April 23

রাজস্থানে কোরোনা আক্রান্ত আরও 47 জন ৷ রাজ্যে কোরোনা আক্রান্তের মোট সংখ্য়া পৌছাল 1935 এ ৷

11:03 April 23

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এপিডেমিক ডিজিজে়জ অ্যাক্টের সংশোধনী পাশ করলেন ৷ এই আইনের আওতায় স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে হামলাকারীদের বিরুদ্ধে কঠোরতর শাস্তি দেওয়া হবে ৷

11:03 April 23

কেরালার মুখ্যমন্ত্রী জানালেন, আগামী একবছর রাজ্যের প্রতিটি মন্ত্রী, বিধায়ক ও বিভিন্ন বোর্ডের সদস্যদের বেতন ও ভাতা থেকে 30 শতাংশ কেটে নেওয়া হবে ৷

11:02 April 23

Delhi
দিল্লির ব্যারিকেডে পোস্টার

দিল্লির পথে বিভিন্ন ব্যারিকেডে দেখা গেল ‘‘দিল্লি পুলিশ, দিল কি পুলিশ’’ লেখা পোস্টার ৷

11:02 April 23

Bihar Tea Estate
বিহারে অনাহারে চা শ্রমিকরা

লকডাউনের জেরে ক্ষতির মুখে বিহারের কিষাণগঞ্জের চা শ্রমিকরা ৷

11:02 April 23

রাষ্ট্রপতির স্ত্রী সবিতা কোবিন্দ শক্তি হাটে বানালেন মাস্ক ৷ এই মাস্কগুলি বিভিন্ন শেল্টার হোমে বিতরণ করা হবে ৷

11:02 April 23

দিল্লির সুলতানপুরিতে এক কোয়ারান্টাইন সেন্টারে থাকা ব্যক্তিদের মধ্যে ঝামেলার তদন্তের নির্দেশ দিল সরকার ৷

11:02 April 23

Telangana
তেলাঙ্গানায় জ্বলছে স্যানিটাইজারের ট্রাক

তেলাঙ্গানার মিয়াপুর বাস স্টপে স্যানিটাইজার ভর্তি একটি ট্রাকে আগুন লাগে ৷ পাঁচ হাজার লিটার স্যানিটাইজার নষ্ট হয়ে যায় বলে জানা গিয়েছে , তবে এই ঘটনায় কেউ আহত হননি ৷

11:02 April 23

মধ্যপ্রদেশের ইন্দোরে আক্রান্ত আরও 26 জন ৷ ইন্দোরে মোট আক্রান্তের সংখ্যা পৌছাল 945-এ, মতের সংখ্যা 53 ৷

11:01 April 23

দিল্লির LNJP হাসপাতালে ভর্তি নেওয়া হচ্ছে না কোরোনা রোগীকে, এমনটাই অভিযোগ জানালেন এক আক্রান্ত ৷ তিনি বলেন, মোট তিনজন হাসপাতালে এসেছিলেন চিকিৎসার জন্য ৷ তার বাড়িতে আরও সাতজন কোরোনা আক্রান্ত রোগী রয়েছে ৷

11:01 April 23

মধ্যপ্রদেশের ভোপালে 44 জন কোরোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৷ এদের মধ্যে 22 জন পুলিশ কর্মীও রয়েছেন ৷

11:01 April 23

তেলাঙ্গানায় আটকে পড়া 100 জন অ্যামেরিকার বাসিন্দাদের কাল বিশেষ বিমানে হায়দরাবাদ বিমানবন্দর থেকে দিল্লি ও তারপর অ্যামেরিকায় নিয়ে যাওয়া হয় ৷

11:01 April 23

লকডাউনের মাঝেই কংগ্রেস নেতা রণদীপ সূর্যওয়ালা হরিয়ানার জিন্দ আজাদ মান্ডিতে কৃষকদের উদ্দেশে বক্তব্য পেশ করেন ৷ জমায়েত ঘিরে বিতর্ক ৷

11:01 April 23

জম্মু কাশ্মীরের বারামুল্লায় এক চিকিৎসক কোরোনা আক্রান্ত হওয়ায় 13 থেকে 14 এপ্রিলের মধ্যে যারাই ওই হাসপাতালে এসেছিলেন, তাদের হাসপাতালে কোরোনা পরীক্ষা করার জন্য আসতে বলা হয়েছে ৷ কোনও রোগী পরীক্ষা করাতে না এলে বা তথ্য গোপন করলে তার বিরুদ্ধে কড়া শাস্তি নেওয়া হবে ৷

11:01 April 23

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে বার্তালাপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ দুই দেশের কোরোনা পরিস্থিতি এবং স্বাস্থ্য ও অর্থনীতিতে তার প্রভাব নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে ৷

11:00 April 23

দিল্লিতে আক্রান্ত আরও 92 জন ৷ মোট আক্রান্তের সংখ্যা পৌঁছাল 2248-এ,মৃত 48 ৷

11:00 April 23

মহারাষ্ট্রে কোরোনা আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে আনতে বাড়ানো হল নজরদারি, স্ক্রিনিং ও পরীক্ষা ৷ একইসঙ্গে আক্রান্তদের প্লাজমা থেরাপি দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী রাজেশ তোপে ৷

09:03 April 23

উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলা কোরোনা মুক্ত ৷ সাইফাইয়ের RIMS-এ শুরু হল পুল টেস্ট ৷ উত্তরপ্রদেশে প্রতিদিন 3500 RT-PCR টেস্ট করা হচ্ছে বলে জানাল স্বাস্থ্য দপ্তর ৷

11:03 April 23

দিল্লি, 23 এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সে কারণে 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । সম্প্রতি সেই লকডাউন বাড়িয়ে 3 মে পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । লকডাউনের আজ 30তম দিন ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক -

দেশে মোট আক্রান্তের সংখ্যা 21393, সুস্থ হয়েছেন 4257 জন ৷ মৃতের সংখ্যা 681 ৷

11:03 April 23

মোবাইলের মাধ্যমে কোরোনা সংক্রমণ রুখতে সমস্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের ফোন জমা রাখর নির্দেশ দেওয়া হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ৷

11:03 April 23

রাজস্থানে কোরোনা আক্রান্ত আরও 47 জন ৷ রাজ্যে কোরোনা আক্রান্তের মোট সংখ্য়া পৌছাল 1935 এ ৷

11:03 April 23

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এপিডেমিক ডিজিজে়জ অ্যাক্টের সংশোধনী পাশ করলেন ৷ এই আইনের আওতায় স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে হামলাকারীদের বিরুদ্ধে কঠোরতর শাস্তি দেওয়া হবে ৷

11:03 April 23

কেরালার মুখ্যমন্ত্রী জানালেন, আগামী একবছর রাজ্যের প্রতিটি মন্ত্রী, বিধায়ক ও বিভিন্ন বোর্ডের সদস্যদের বেতন ও ভাতা থেকে 30 শতাংশ কেটে নেওয়া হবে ৷

11:02 April 23

Delhi
দিল্লির ব্যারিকেডে পোস্টার

দিল্লির পথে বিভিন্ন ব্যারিকেডে দেখা গেল ‘‘দিল্লি পুলিশ, দিল কি পুলিশ’’ লেখা পোস্টার ৷

11:02 April 23

Bihar Tea Estate
বিহারে অনাহারে চা শ্রমিকরা

লকডাউনের জেরে ক্ষতির মুখে বিহারের কিষাণগঞ্জের চা শ্রমিকরা ৷

11:02 April 23

রাষ্ট্রপতির স্ত্রী সবিতা কোবিন্দ শক্তি হাটে বানালেন মাস্ক ৷ এই মাস্কগুলি বিভিন্ন শেল্টার হোমে বিতরণ করা হবে ৷

11:02 April 23

দিল্লির সুলতানপুরিতে এক কোয়ারান্টাইন সেন্টারে থাকা ব্যক্তিদের মধ্যে ঝামেলার তদন্তের নির্দেশ দিল সরকার ৷

11:02 April 23

Telangana
তেলাঙ্গানায় জ্বলছে স্যানিটাইজারের ট্রাক

তেলাঙ্গানার মিয়াপুর বাস স্টপে স্যানিটাইজার ভর্তি একটি ট্রাকে আগুন লাগে ৷ পাঁচ হাজার লিটার স্যানিটাইজার নষ্ট হয়ে যায় বলে জানা গিয়েছে , তবে এই ঘটনায় কেউ আহত হননি ৷

11:02 April 23

মধ্যপ্রদেশের ইন্দোরে আক্রান্ত আরও 26 জন ৷ ইন্দোরে মোট আক্রান্তের সংখ্যা পৌছাল 945-এ, মতের সংখ্যা 53 ৷

11:01 April 23

দিল্লির LNJP হাসপাতালে ভর্তি নেওয়া হচ্ছে না কোরোনা রোগীকে, এমনটাই অভিযোগ জানালেন এক আক্রান্ত ৷ তিনি বলেন, মোট তিনজন হাসপাতালে এসেছিলেন চিকিৎসার জন্য ৷ তার বাড়িতে আরও সাতজন কোরোনা আক্রান্ত রোগী রয়েছে ৷

11:01 April 23

মধ্যপ্রদেশের ভোপালে 44 জন কোরোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৷ এদের মধ্যে 22 জন পুলিশ কর্মীও রয়েছেন ৷

11:01 April 23

তেলাঙ্গানায় আটকে পড়া 100 জন অ্যামেরিকার বাসিন্দাদের কাল বিশেষ বিমানে হায়দরাবাদ বিমানবন্দর থেকে দিল্লি ও তারপর অ্যামেরিকায় নিয়ে যাওয়া হয় ৷

11:01 April 23

লকডাউনের মাঝেই কংগ্রেস নেতা রণদীপ সূর্যওয়ালা হরিয়ানার জিন্দ আজাদ মান্ডিতে কৃষকদের উদ্দেশে বক্তব্য পেশ করেন ৷ জমায়েত ঘিরে বিতর্ক ৷

11:01 April 23

জম্মু কাশ্মীরের বারামুল্লায় এক চিকিৎসক কোরোনা আক্রান্ত হওয়ায় 13 থেকে 14 এপ্রিলের মধ্যে যারাই ওই হাসপাতালে এসেছিলেন, তাদের হাসপাতালে কোরোনা পরীক্ষা করার জন্য আসতে বলা হয়েছে ৷ কোনও রোগী পরীক্ষা করাতে না এলে বা তথ্য গোপন করলে তার বিরুদ্ধে কড়া শাস্তি নেওয়া হবে ৷

11:01 April 23

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে বার্তালাপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ দুই দেশের কোরোনা পরিস্থিতি এবং স্বাস্থ্য ও অর্থনীতিতে তার প্রভাব নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে ৷

11:00 April 23

দিল্লিতে আক্রান্ত আরও 92 জন ৷ মোট আক্রান্তের সংখ্যা পৌঁছাল 2248-এ,মৃত 48 ৷

11:00 April 23

মহারাষ্ট্রে কোরোনা আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে আনতে বাড়ানো হল নজরদারি, স্ক্রিনিং ও পরীক্ষা ৷ একইসঙ্গে আক্রান্তদের প্লাজমা থেরাপি দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী রাজেশ তোপে ৷

09:03 April 23

উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলা কোরোনা মুক্ত ৷ সাইফাইয়ের RIMS-এ শুরু হল পুল টেস্ট ৷ উত্তরপ্রদেশে প্রতিদিন 3500 RT-PCR টেস্ট করা হচ্ছে বলে জানাল স্বাস্থ্য দপ্তর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.