ETV Bharat / bharat

লকডাউনের 26 দিন : হটস্পট সংলগ্ন এলাকা হিসাবে চিহ্নিত চণ্ডীগড়

Coronavirus Lockdown
কোরোনাভাইরাস
author img

By

Published : Apr 19, 2020, 12:52 PM IST

10:06 April 19

দিল্লি, 19 এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সে কারণে 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । সম্প্রতি সেই লকডাউন বাড়িয়ে 3 মে পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । লকডাউনের আজ 26তম দিন ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক -

দেশে আক্রান্ত 15712 ৷ এর মধ্যে অ্যাকটিভ কেস 12974, সুস্থ হয়ে উঠেছেন 2230 জন ৷ মৃতের সংখ্যা 507 ৷

10:06 April 19

গতকাল পঞ্জাবের লুধিয়ানা থেকে অ্যামেরিকার উদ্দেশে রওনা দিলেন আটকে পড়া 300 জন অ্যামেরিকার নাগরিক ৷ অ্যামেরিকার দূতাবাসের তরফে দিল্লি থেকে অ্যামেরিকার বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে ৷

10:06 April 19

লখনউয়ের জর্জ কিং মেডিক্যাল ইউনিভার্সিটিতে গতকাল কোরোনাভাইরাসের জন্য পরীক্ষা হওয়া 851টি স্যাম্পেলের মধ্যে 43টি রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷

10:06 April 19

আগ্রায় আক্রান্ত আরও 45 জন ৷ মোট আক্রান্তের সংখ্যা পৌছাল 241-এ ৷

10:06 April 19

Coronavirus Lockdown
ত্রিপুরার আগরতলায় প্রতিটি রাস্তায় জীবাণুনাশক ছড়ানো হল ৷

ত্রিপুরার আগরতলায় কোরোনা সংক্রমণ রুখতে শহরের প্রতিটি রাস্তায় জীবাণুনাশক ছড়ানো হল ৷

10:06 April 19

পুনেতে আটকে পড়া 125জন বাহরিনের বাসিন্দা বিশেষ বিমানে দেশে ফিরল ৷

10:06 April 19

Coronavirus Lockdown
কর্ণাটকের কালাবুরাগি শহরে 4200টি যানবাহন আটক

লকডাউন অমান্য করায় কর্ণাটকের কালাবুরাগি শহরের পুলিশ এখনও পর্যন্ত 4200টি যানবাহন আটক করেছে বলে জানালেন DCP কিশোর বাবু ৷

10:05 April 19

Coronavirus Lockdown
কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী ৷

আন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমান ব্যবস্থা চালু করার বিষয়ে কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বলে জানালেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী ৷

10:05 April 19

ইন্দোরে নতুন নয়জনের কোরোনা সংক্রমণ হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা 881 ৷

10:05 April 19

চণ্ডীগড়ের নানা জায়গায় কোরোনা সংক্রমণ হওয়ায় কোনও নির্দিষ্ট এলাকাকে হটস্পট সংলগ্ন এলাকা হিসাবে চিহ্নিত না করে সম্পূর্ণ চণ্ডীগড়কেই হটস্পট সংলগ্ন এলাকা হিসাবে ঘোষণা করা হল ৷

10:05 April 19

দিল্লিতে নতুন করে কোরোনাভাইরাসে সংক্রমিত 186 জন ৷ মৃত এক ৷ একদিনেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন 134 জন ৷ রাজধানীতে মোট আক্রান্তের সংখ্যা 1893, সুস্থ হয়েছেন 207 জন ৷ মৃতের সংখ্যা 43 ৷

10:05 April 19

তেলেঙ্গানায় আক্রান্ত আরও 43 জন ৷ রাজ্যে বর্তমানে অ্যাকটিভ কেসের সংখ্যা 605 ৷ সুস্থ হয়েছেন 186 জন ও মারা গিয়েছেন 18 জন ৷

10:05 April 19

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের তরফ থেকে জানানো হল গতকাল মোট 35,494 টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে ৷ মোট স্যাম্পেল পরীক্ষার সংখ্যা 3 লাখ 72 হাজার 123 ৷

09:06 April 19

জম্মু-কাশ্মীরে আক্রান্ত আরও 13 জন ৷ মোট আক্রান্তের সংখ্যা 341 ৷

10:06 April 19

দিল্লি, 19 এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সে কারণে 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । সম্প্রতি সেই লকডাউন বাড়িয়ে 3 মে পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । লকডাউনের আজ 26তম দিন ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক -

দেশে আক্রান্ত 15712 ৷ এর মধ্যে অ্যাকটিভ কেস 12974, সুস্থ হয়ে উঠেছেন 2230 জন ৷ মৃতের সংখ্যা 507 ৷

10:06 April 19

গতকাল পঞ্জাবের লুধিয়ানা থেকে অ্যামেরিকার উদ্দেশে রওনা দিলেন আটকে পড়া 300 জন অ্যামেরিকার নাগরিক ৷ অ্যামেরিকার দূতাবাসের তরফে দিল্লি থেকে অ্যামেরিকার বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে ৷

10:06 April 19

লখনউয়ের জর্জ কিং মেডিক্যাল ইউনিভার্সিটিতে গতকাল কোরোনাভাইরাসের জন্য পরীক্ষা হওয়া 851টি স্যাম্পেলের মধ্যে 43টি রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷

10:06 April 19

আগ্রায় আক্রান্ত আরও 45 জন ৷ মোট আক্রান্তের সংখ্যা পৌছাল 241-এ ৷

10:06 April 19

Coronavirus Lockdown
ত্রিপুরার আগরতলায় প্রতিটি রাস্তায় জীবাণুনাশক ছড়ানো হল ৷

ত্রিপুরার আগরতলায় কোরোনা সংক্রমণ রুখতে শহরের প্রতিটি রাস্তায় জীবাণুনাশক ছড়ানো হল ৷

10:06 April 19

পুনেতে আটকে পড়া 125জন বাহরিনের বাসিন্দা বিশেষ বিমানে দেশে ফিরল ৷

10:06 April 19

Coronavirus Lockdown
কর্ণাটকের কালাবুরাগি শহরে 4200টি যানবাহন আটক

লকডাউন অমান্য করায় কর্ণাটকের কালাবুরাগি শহরের পুলিশ এখনও পর্যন্ত 4200টি যানবাহন আটক করেছে বলে জানালেন DCP কিশোর বাবু ৷

10:05 April 19

Coronavirus Lockdown
কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী ৷

আন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমান ব্যবস্থা চালু করার বিষয়ে কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বলে জানালেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী ৷

10:05 April 19

ইন্দোরে নতুন নয়জনের কোরোনা সংক্রমণ হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা 881 ৷

10:05 April 19

চণ্ডীগড়ের নানা জায়গায় কোরোনা সংক্রমণ হওয়ায় কোনও নির্দিষ্ট এলাকাকে হটস্পট সংলগ্ন এলাকা হিসাবে চিহ্নিত না করে সম্পূর্ণ চণ্ডীগড়কেই হটস্পট সংলগ্ন এলাকা হিসাবে ঘোষণা করা হল ৷

10:05 April 19

দিল্লিতে নতুন করে কোরোনাভাইরাসে সংক্রমিত 186 জন ৷ মৃত এক ৷ একদিনেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন 134 জন ৷ রাজধানীতে মোট আক্রান্তের সংখ্যা 1893, সুস্থ হয়েছেন 207 জন ৷ মৃতের সংখ্যা 43 ৷

10:05 April 19

তেলেঙ্গানায় আক্রান্ত আরও 43 জন ৷ রাজ্যে বর্তমানে অ্যাকটিভ কেসের সংখ্যা 605 ৷ সুস্থ হয়েছেন 186 জন ও মারা গিয়েছেন 18 জন ৷

10:05 April 19

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের তরফ থেকে জানানো হল গতকাল মোট 35,494 টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে ৷ মোট স্যাম্পেল পরীক্ষার সংখ্যা 3 লাখ 72 হাজার 123 ৷

09:06 April 19

জম্মু-কাশ্মীরে আক্রান্ত আরও 13 জন ৷ মোট আক্রান্তের সংখ্যা 341 ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.