ETV Bharat / bharat

লকডাউন দেশ: দিল্লিতে ড্রোনের সাহায্যে চলছে নজরদারি

lockdown
লকডাউন
author img

By

Published : Apr 21, 2020, 12:09 PM IST

10:31 April 21

দিল্লি, 21 এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সে কারণে 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । সম্প্রতি সেই লকডাউন বাড়িয়ে 3 মে পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । লকডাউনের আজ 28তম দিন ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক -

দিল্লিতে ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হচ্ছে হটস্পট ও তার সংলগ্ন এলাকায় ৷

10:31 April 21

প্লাজমা থেরাপিতে সাড়া মিলছে বলে জানানো হল ম্যাক্স হাসপাতালের তরফ থেকে ৷ এখানেই প্রথম কোরোনা আক্রান্তের উপর প্লাজমা থেরাপি প্রয়োগ করা হয় ৷ এর পরই আংশিক সুস্থ হয়ে উঠেছেন ওই ব্যক্তি, তাকে ভেন্টিলেশন থেকে বের করে আনা হয়েছে ৷

10:31 April 21

14 জন নতুন করে কোরোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় ও দুইজনের মৃত্যু হওয়ায় তেলেঙ্গানায় মোট আক্রান্তের সংখ্যা পৌছাল 872-এ ৷

10:30 April 21

Indian Medical Association
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের চিঠি

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে বিশেষ আইনের দাবি করা হল চিকিৎসা ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য ৷

10:30 April 21

দিল্লিতে গতকাল কোরোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন আরও 78 জন ৷ দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা পৌছাল 2081-এ, এরমধ্যে অ্যাকটিভ কেস 1603, সুস্থ হয়েছেন 431 জন ও মারা গিয়েছেন 47 জন ৷

10:29 April 21

Rajesh Tope
মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ

15 বছরের কমবয়সী ও 65 বছরের বেশি কোনও ব্যক্তিকে হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট দেওয়া হবে না বলে জানালেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ ৷ তিনি বলেন কেন্দ্রে অনুমতি মিললেই 75 হাজার ৡাপিড টেস্ট করা হবে ৷ ধারাভি এলাকায় সংক্রমণ রুখতে হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করা হবে ৷

10:28 April 21

Rajsthan
রাজস্থান স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশিত তালিকা

রাজস্থানে আক্রান্ত আরও 98 জন ৷ এরমধ্যে 50জন জয়পুরের, 32 জন যোধপুরের ও সাতজন কোটার বাসিন্দা ৷ গতকাল নাগৌর ও কোটার দুই ব্যক্তি কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান ৷ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা পৌছাল 1576 ৷

10:28 April 21

সরকারি অফিস চালু হলেও সামাজিক দূরত্ব বজায় রাখতে ও সংক্রমণ রুখতে প্রতিটি সরকারি অফিসের ক্যান্টিন বন্ধ রাখার আদেশ দেওয়া হল ৷

10:28 April 21

ইন্দোরে আরও 18জন কোরোনায় আক্রান্ত হওয়ায় ওই জেলায় মোট আক্রান্তের সংখ্যা পৌছাল 915 ৷

10:27 April 21

police
আক্রান্ত পুলিশের বয়ান

মধ্যপ্রদেশের রাজগড়ে পুলিশকে দুইঘন্টা আটক করে রাখল জনতা ৷ বেআইনি মদ বিক্রির খবর পেয়ে ঘটনাস্থানে পৌছায় পুলিশ ৷ উপস্থিত জনতাকে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও বাড়ি যেতে বলায় বচসার সূত্রপাত হয় ৷

10:27 April 21

ভোপাল সরকারের তরফ থেকে 50টি ওলা ক্যাব পথে নামানো হল স্বাস্থ্যকর্মীদের হাসপাতালে পৌছানোর জন্য ৷

10:26 April 21

গুজরাটের রাজকোটের একটি সোসাইটিতে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিদিনই বিকেল পাঁচটায় শঙ্খ, কাঁসর বাজিয়ে ধন্যবাদ জানানো হচ্ছে বিশেষ পরিষেবার সঙ্গে যুক্ত সকল ব্যক্তিকে ৷ জনতা কারফিউের দিন থেকেই তারা এই নিয়ম পালন করে আসছেন ৷

10:26 April 21

রাষ্ট্রপতি ভবনে একজন কোরোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় 125টি পরিবারকে আইসোলেশনে পাঠানো হল ৷

10:25 April 21

08:55 April 21

Delhi Azadpur Sabji Mandi
আজাদপুর সবজি বাজারে ট্রাকের সারি

দিল্লির আজাদপুর সবজি বাজারে দেখা গেল উপচে পড়া ভিড় ৷ 24 ঘন্টা সবজি বাজার খোলা রাখার অনুমতি দেওয়ার পরই দেখা যায় ট্রাকের  লম্বা লাইন ৷

10:31 April 21

দিল্লি, 21 এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সে কারণে 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । সম্প্রতি সেই লকডাউন বাড়িয়ে 3 মে পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । লকডাউনের আজ 28তম দিন ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক -

দিল্লিতে ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হচ্ছে হটস্পট ও তার সংলগ্ন এলাকায় ৷

10:31 April 21

প্লাজমা থেরাপিতে সাড়া মিলছে বলে জানানো হল ম্যাক্স হাসপাতালের তরফ থেকে ৷ এখানেই প্রথম কোরোনা আক্রান্তের উপর প্লাজমা থেরাপি প্রয়োগ করা হয় ৷ এর পরই আংশিক সুস্থ হয়ে উঠেছেন ওই ব্যক্তি, তাকে ভেন্টিলেশন থেকে বের করে আনা হয়েছে ৷

10:31 April 21

14 জন নতুন করে কোরোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় ও দুইজনের মৃত্যু হওয়ায় তেলেঙ্গানায় মোট আক্রান্তের সংখ্যা পৌছাল 872-এ ৷

10:30 April 21

Indian Medical Association
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের চিঠি

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে বিশেষ আইনের দাবি করা হল চিকিৎসা ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য ৷

10:30 April 21

দিল্লিতে গতকাল কোরোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন আরও 78 জন ৷ দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা পৌছাল 2081-এ, এরমধ্যে অ্যাকটিভ কেস 1603, সুস্থ হয়েছেন 431 জন ও মারা গিয়েছেন 47 জন ৷

10:29 April 21

Rajesh Tope
মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ

15 বছরের কমবয়সী ও 65 বছরের বেশি কোনও ব্যক্তিকে হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট দেওয়া হবে না বলে জানালেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ ৷ তিনি বলেন কেন্দ্রে অনুমতি মিললেই 75 হাজার ৡাপিড টেস্ট করা হবে ৷ ধারাভি এলাকায় সংক্রমণ রুখতে হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করা হবে ৷

10:28 April 21

Rajsthan
রাজস্থান স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশিত তালিকা

রাজস্থানে আক্রান্ত আরও 98 জন ৷ এরমধ্যে 50জন জয়পুরের, 32 জন যোধপুরের ও সাতজন কোটার বাসিন্দা ৷ গতকাল নাগৌর ও কোটার দুই ব্যক্তি কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান ৷ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা পৌছাল 1576 ৷

10:28 April 21

সরকারি অফিস চালু হলেও সামাজিক দূরত্ব বজায় রাখতে ও সংক্রমণ রুখতে প্রতিটি সরকারি অফিসের ক্যান্টিন বন্ধ রাখার আদেশ দেওয়া হল ৷

10:28 April 21

ইন্দোরে আরও 18জন কোরোনায় আক্রান্ত হওয়ায় ওই জেলায় মোট আক্রান্তের সংখ্যা পৌছাল 915 ৷

10:27 April 21

police
আক্রান্ত পুলিশের বয়ান

মধ্যপ্রদেশের রাজগড়ে পুলিশকে দুইঘন্টা আটক করে রাখল জনতা ৷ বেআইনি মদ বিক্রির খবর পেয়ে ঘটনাস্থানে পৌছায় পুলিশ ৷ উপস্থিত জনতাকে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও বাড়ি যেতে বলায় বচসার সূত্রপাত হয় ৷

10:27 April 21

ভোপাল সরকারের তরফ থেকে 50টি ওলা ক্যাব পথে নামানো হল স্বাস্থ্যকর্মীদের হাসপাতালে পৌছানোর জন্য ৷

10:26 April 21

গুজরাটের রাজকোটের একটি সোসাইটিতে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিদিনই বিকেল পাঁচটায় শঙ্খ, কাঁসর বাজিয়ে ধন্যবাদ জানানো হচ্ছে বিশেষ পরিষেবার সঙ্গে যুক্ত সকল ব্যক্তিকে ৷ জনতা কারফিউের দিন থেকেই তারা এই নিয়ম পালন করে আসছেন ৷

10:26 April 21

রাষ্ট্রপতি ভবনে একজন কোরোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় 125টি পরিবারকে আইসোলেশনে পাঠানো হল ৷

10:25 April 21

08:55 April 21

Delhi Azadpur Sabji Mandi
আজাদপুর সবজি বাজারে ট্রাকের সারি

দিল্লির আজাদপুর সবজি বাজারে দেখা গেল উপচে পড়া ভিড় ৷ 24 ঘন্টা সবজি বাজার খোলা রাখার অনুমতি দেওয়ার পরই দেখা যায় ট্রাকের  লম্বা লাইন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.