অনুুষ্ঠান শেষে ধন্যবাদ ভাষণ রাখেন নরেন্দ্র মোদি ।
এক নজরে নমস্তে ট্রাম্প - donald trump in motera stadium
14:40 February 24
আহমেদাবাদ, 24 ফেব্রুয়ারি : আহমেদাবাদে শঙ্খধ্বনিতে স্বাগত জানানো হয় ট্রাম্পকে ৷ এরপর সবরমতীর গান্ধি আশ্রম ঘুরে দেখেন ট্রাম্প। পরে মোতেরা স্টেডিয়ামে বক্তব্য রাখেন । এবার আগ্রার পথে ট্রাম্প ও মোদি ।
13:59 February 24
বক্তব্য রাখছেন ডোনাল্ড ট্রাম্প । তিনি বলেন,
- মোদি আমার সত্যিকারের বন্ধু ৷
- অ্যামেরিকা ভারতের বন্ধু ৷ অ্যামেরিকাও ভারতকে বিশ্বাস করে ৷ এখানে আসা আমার কাছে সম্মানের ৷
- ভারত অতিথিপরায়ণ দেশ ৷ ভারতের আতিথেয়তায় আমি মুগ্ধ ৷
- মোদি ভারতের একজন সফল নেতা ।
- বিশাল জনসমর্থন নিয়ে মোদি ক্ষমতায় এসেছেন ৷
- শুধু ভারত বা গুজরাতের নয়, এই পৃথিবীর গর্ব মোদি । কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের জীবন্ত নিদর্শন মোদি । এক অভূতপূর্ব উত্থানের গল্প মোদি ।
- একজন চা ওয়ালা থেকে শুরু করেছিলেন মোদি । আজ প্রত্যেকে খুব ভালোবাসে মোদিকে । কিন্তু আমি আপনাদের বলি ও কিন্তু খুব কঠোর ।
- আমরা ভারতের জন্য গর্বিত ।
- বলিউড সিনেমা, ভাঙড়া, দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে ও শোলের মতো সিনেমা পুরো বিশ্বে জনপ্রিয় । সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলির কথাও বলেন ট্রাম্প ।
- প্রতিরক্ষাক্ষেত্রে দুই দেশ পরস্পরের সহযোগিতা করছে । ভারতকে বিশ্বের অত্যাধুনিক ও শক্তিশালী অস্ত্রসম্ভার দিতে চলেছে অ্যামেরিকা । বিশ্বের সর্বশ্রেষ্ঠ অস্ত্রসম্ভার তৈরি করেছি আমরা । এখন তা নিয়েই ভারতের সঙ্গে আলোচনা করছি ।
- সন্ত্রাসবাদ দমনে দুই দেশই এক হয়ে লড়ছে । আমার সময়ই ISIS জঙ্গিদের নির্মূল করেছি । আজ সন্ত্রাসবাদের দৈত্য বাগদাদি মৃত ।
- পাকিস্তানের সঙ্গেও আমাদের সম্পর্ক ভালো । একসঙ্গে অনেক কাজ করব বলে আশাবাদী ।
13:49 February 24
বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদি । তিনি বলেন,
- আজ মোতেরায় নয়া ইতিহাস রচিত হল ।
- সেই অ্যামেরিকা থেকে এখানে এসেছেন ট্রাম্প । নেমেই সবরমতী যান ও তারপর এখানে চলে আসেন ।
- ট্রাম্প আপনাকে স্বাগত জানাতে গোটা দেশ উৎসাহী।
- নমস্তে কথার অর্থ গভীর ৷ যার অর্থ শুধু ব্যক্তিকে নয় ৷ তাঁর ভিতরের যে মর্যাদা তাকেও সম্মান প্রদান ৷
- আপনি সেই মাটিতে রয়েছেন যেখানকার সংস্কৃতি 5 হাজার বছরের পুরোনো ৷
- ট্রাম্প আজ আপনি এমন একটি দেশে রয়েছেন যেখানে বিবিধ ভাষা, ধর্মের মানুষ বসবাস করে ৷ বৈচিত্রই ভারতের ঐক্য ৷
- অ্যামেরিকায় স্ট্যাচু অফ লিবার্টির গৌরব রয়েছে ৷ ভারতের গর্ব স্ট্যাচু অফ ইউনিটি ৷
- ট্রাম্পের সময় ভারত ও অ্যামেরিকার সম্পর্ক আরও মজবুত হয়েছে ৷
- প্রেসিডেন্ট ট্রাম্প অনেক উঁচু ভাবনার মানুষ ৷ তিনি তাঁর দেশের জন্য অনেক কাজ করেছেন ৷
- মেলানিয়া ও ইভাঙ্কাকে আমার অভিনন্দন ।
13:44 February 24
মোতেরার মঞ্চে উপস্থিত নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প ।
13:39 February 24
মোতেরায় নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে পৌঁছেছেন ট্রাম্প কন্যা ইভাঙ্কা ।
13:27 February 24
- মোতেরায় ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়াকে স্বাগত জানাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । রয়েছেন বিজয় রূপানি ও রাজ্যপাল আচার্য দেবব্রত ।
- মোতেরা স্টেডিয়ামে পৌঁছালেন ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে রয়েছেন নরেন্দ্র মোদি ।
12:54 February 24
চরকায় সুতো কাটছেন ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প ।
12:45 February 24
সবরমতীর গান্ধি আশ্রমে ভিজ়িটরস বুকে নিজেদের অভিজ্ঞতা লিখলেন ট্রাম্প ও স্ত্রী মেলানিয়া । ভিজ়িটরস বুকে তিনি জানিয়েছেন, চমৎকার সময় কাটালাম । বন্ধু মোদিকে আমার ধন্যবাদ ।
12:30 February 24
সবরমতীর গান্ধি আশ্রমে পৌঁছালেন ডোলান্ড ট্রাম্প । একই মালায় গান্ধিজিকে শ্রদ্ধাজ্ঞাপন ট্রাম্প ও মোদির । ঘুরে দেখছেন আশ্রম ।
12:15 February 24
সবরমতীর গান্ধি আশ্রমের পথে রওনা দিয়েছেন ট্রাম্প । সঙ্গে রয়েছেন নরেন্দ্র মোদি । আহমেদাবাদ থেকে সবরমতী আশ্রম পর্যন্ত 22 কিমি দীর্ঘ পথ ধরে চলছে রোড শো ।
11:58 February 24
বিমানবন্দরে ট্রাম্পকে জড়িয়ে ধরেন নরেন্দ্র মোদি । পরম্পরা মেনে শঙ্খধ্বনিতে স্বাগত জানানো হল ট্রাম্পকে ।
11:54 February 24
- টারম্যাকে ট্রাম্প কন্যা ইভাঙ্কা
11:49 February 24
- টারম্যাকে প্রস্তুত বিস্ট । এই গাড়ি করেই রওনা দেবেন ট্রাম্প ।
- ভারতে পৌঁছালেন ডোনাল্ড ট্রাম্প ।
11:24 February 24
- ভারতের আকাশাসীমায় প্রবেশ করল ডোনাল্ড ট্রাম্পের বিমান এয়ারফোর্স ওয়ান ।
- ডোনাল্ড ট্রাম্পকে রিটুইট নরেন্দ্র মোদির । টুইট বার্তায় তিনি লেখেন, অতিথি দেব ভব : ।
- মোতেরা স্টেডিয়ামে পৌঁছালেন BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ ।
11:12 February 24
11টা 40 মিনিট নাগাদ আহমেদাবাদে পৌঁছবেন ডোনাল্ড ট্রাম্প ৷ ইতিমধ্যেই আহমেদাবাদ পৌঁছেছেন নরেন্দ্র মোদি ।
11:12 February 24
আহমেদাবাদ বিমানবন্দর থেকে মোতেরা স্টেডিয়াম পর্যন্ত রাস্তার দু'দিকে ভিড় জমিয়েছেন মানুষজন ।
11:12 February 24
সেজে উঠেছে মোতেরা স্টেডিয়াম । চলছে নৃত্য পরিবেশন ।
10:38 February 24
আহমেদাবাদ বিমানবন্দরের কাছে একটি মঞ্চে নৃত্য পরিবেশন করছে একদল খুদে ।
14:40 February 24
আহমেদাবাদ, 24 ফেব্রুয়ারি : আহমেদাবাদে শঙ্খধ্বনিতে স্বাগত জানানো হয় ট্রাম্পকে ৷ এরপর সবরমতীর গান্ধি আশ্রম ঘুরে দেখেন ট্রাম্প। পরে মোতেরা স্টেডিয়ামে বক্তব্য রাখেন । এবার আগ্রার পথে ট্রাম্প ও মোদি ।
অনুুষ্ঠান শেষে ধন্যবাদ ভাষণ রাখেন নরেন্দ্র মোদি ।
13:59 February 24
বক্তব্য রাখছেন ডোনাল্ড ট্রাম্প । তিনি বলেন,
- মোদি আমার সত্যিকারের বন্ধু ৷
- অ্যামেরিকা ভারতের বন্ধু ৷ অ্যামেরিকাও ভারতকে বিশ্বাস করে ৷ এখানে আসা আমার কাছে সম্মানের ৷
- ভারত অতিথিপরায়ণ দেশ ৷ ভারতের আতিথেয়তায় আমি মুগ্ধ ৷
- মোদি ভারতের একজন সফল নেতা ।
- বিশাল জনসমর্থন নিয়ে মোদি ক্ষমতায় এসেছেন ৷
- শুধু ভারত বা গুজরাতের নয়, এই পৃথিবীর গর্ব মোদি । কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের জীবন্ত নিদর্শন মোদি । এক অভূতপূর্ব উত্থানের গল্প মোদি ।
- একজন চা ওয়ালা থেকে শুরু করেছিলেন মোদি । আজ প্রত্যেকে খুব ভালোবাসে মোদিকে । কিন্তু আমি আপনাদের বলি ও কিন্তু খুব কঠোর ।
- আমরা ভারতের জন্য গর্বিত ।
- বলিউড সিনেমা, ভাঙড়া, দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে ও শোলের মতো সিনেমা পুরো বিশ্বে জনপ্রিয় । সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলির কথাও বলেন ট্রাম্প ।
- প্রতিরক্ষাক্ষেত্রে দুই দেশ পরস্পরের সহযোগিতা করছে । ভারতকে বিশ্বের অত্যাধুনিক ও শক্তিশালী অস্ত্রসম্ভার দিতে চলেছে অ্যামেরিকা । বিশ্বের সর্বশ্রেষ্ঠ অস্ত্রসম্ভার তৈরি করেছি আমরা । এখন তা নিয়েই ভারতের সঙ্গে আলোচনা করছি ।
- সন্ত্রাসবাদ দমনে দুই দেশই এক হয়ে লড়ছে । আমার সময়ই ISIS জঙ্গিদের নির্মূল করেছি । আজ সন্ত্রাসবাদের দৈত্য বাগদাদি মৃত ।
- পাকিস্তানের সঙ্গেও আমাদের সম্পর্ক ভালো । একসঙ্গে অনেক কাজ করব বলে আশাবাদী ।
13:49 February 24
বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদি । তিনি বলেন,
- আজ মোতেরায় নয়া ইতিহাস রচিত হল ।
- সেই অ্যামেরিকা থেকে এখানে এসেছেন ট্রাম্প । নেমেই সবরমতী যান ও তারপর এখানে চলে আসেন ।
- ট্রাম্প আপনাকে স্বাগত জানাতে গোটা দেশ উৎসাহী।
- নমস্তে কথার অর্থ গভীর ৷ যার অর্থ শুধু ব্যক্তিকে নয় ৷ তাঁর ভিতরের যে মর্যাদা তাকেও সম্মান প্রদান ৷
- আপনি সেই মাটিতে রয়েছেন যেখানকার সংস্কৃতি 5 হাজার বছরের পুরোনো ৷
- ট্রাম্প আজ আপনি এমন একটি দেশে রয়েছেন যেখানে বিবিধ ভাষা, ধর্মের মানুষ বসবাস করে ৷ বৈচিত্রই ভারতের ঐক্য ৷
- অ্যামেরিকায় স্ট্যাচু অফ লিবার্টির গৌরব রয়েছে ৷ ভারতের গর্ব স্ট্যাচু অফ ইউনিটি ৷
- ট্রাম্পের সময় ভারত ও অ্যামেরিকার সম্পর্ক আরও মজবুত হয়েছে ৷
- প্রেসিডেন্ট ট্রাম্প অনেক উঁচু ভাবনার মানুষ ৷ তিনি তাঁর দেশের জন্য অনেক কাজ করেছেন ৷
- মেলানিয়া ও ইভাঙ্কাকে আমার অভিনন্দন ।
13:44 February 24
মোতেরার মঞ্চে উপস্থিত নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প ।
13:39 February 24
মোতেরায় নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে পৌঁছেছেন ট্রাম্প কন্যা ইভাঙ্কা ।
13:27 February 24
- মোতেরায় ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়াকে স্বাগত জানাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । রয়েছেন বিজয় রূপানি ও রাজ্যপাল আচার্য দেবব্রত ।
- মোতেরা স্টেডিয়ামে পৌঁছালেন ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে রয়েছেন নরেন্দ্র মোদি ।
12:54 February 24
চরকায় সুতো কাটছেন ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প ।
12:45 February 24
সবরমতীর গান্ধি আশ্রমে ভিজ়িটরস বুকে নিজেদের অভিজ্ঞতা লিখলেন ট্রাম্প ও স্ত্রী মেলানিয়া । ভিজ়িটরস বুকে তিনি জানিয়েছেন, চমৎকার সময় কাটালাম । বন্ধু মোদিকে আমার ধন্যবাদ ।
12:30 February 24
সবরমতীর গান্ধি আশ্রমে পৌঁছালেন ডোলান্ড ট্রাম্প । একই মালায় গান্ধিজিকে শ্রদ্ধাজ্ঞাপন ট্রাম্প ও মোদির । ঘুরে দেখছেন আশ্রম ।
12:15 February 24
সবরমতীর গান্ধি আশ্রমের পথে রওনা দিয়েছেন ট্রাম্প । সঙ্গে রয়েছেন নরেন্দ্র মোদি । আহমেদাবাদ থেকে সবরমতী আশ্রম পর্যন্ত 22 কিমি দীর্ঘ পথ ধরে চলছে রোড শো ।
11:58 February 24
বিমানবন্দরে ট্রাম্পকে জড়িয়ে ধরেন নরেন্দ্র মোদি । পরম্পরা মেনে শঙ্খধ্বনিতে স্বাগত জানানো হল ট্রাম্পকে ।
11:54 February 24
- টারম্যাকে ট্রাম্প কন্যা ইভাঙ্কা
11:49 February 24
- টারম্যাকে প্রস্তুত বিস্ট । এই গাড়ি করেই রওনা দেবেন ট্রাম্প ।
- ভারতে পৌঁছালেন ডোনাল্ড ট্রাম্প ।
11:24 February 24
- ভারতের আকাশাসীমায় প্রবেশ করল ডোনাল্ড ট্রাম্পের বিমান এয়ারফোর্স ওয়ান ।
- ডোনাল্ড ট্রাম্পকে রিটুইট নরেন্দ্র মোদির । টুইট বার্তায় তিনি লেখেন, অতিথি দেব ভব : ।
- মোতেরা স্টেডিয়ামে পৌঁছালেন BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ ।
11:12 February 24
11টা 40 মিনিট নাগাদ আহমেদাবাদে পৌঁছবেন ডোনাল্ড ট্রাম্প ৷ ইতিমধ্যেই আহমেদাবাদ পৌঁছেছেন নরেন্দ্র মোদি ।
11:12 February 24
আহমেদাবাদ বিমানবন্দর থেকে মোতেরা স্টেডিয়াম পর্যন্ত রাস্তার দু'দিকে ভিড় জমিয়েছেন মানুষজন ।
11:12 February 24
সেজে উঠেছে মোতেরা স্টেডিয়াম । চলছে নৃত্য পরিবেশন ।
10:38 February 24
আহমেদাবাদ বিমানবন্দরের কাছে একটি মঞ্চে নৃত্য পরিবেশন করছে একদল খুদে ।