ETV Bharat / bharat

গুজরাতে বজ্রপাতে মৃত 7 - গুজরাতে বজ্রপাতে মৃত 7

মঙ্গলবার থেকে গুজরাতের বিভিন্ন এলাকায় ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রপাতে মৃত্যু হয়েছে 7 জনের।

lightning-strikes-kill-seven-in-gujarat
lightning-strikes-kill-seven-in-gujarat
author img

By

Published : Jun 30, 2020, 10:24 PM IST

আহমেদাবাদ, 30 জুন : গুজরাতের বিভিন্ন এলাকায় বজ্রপাতে মৃত্যু হয়েছে 7 জনের। পুলিশ সূত্রের খবর, মৃতদের মধ্যে 12 ও 5 বছরের দুজন বাচ্চাও রয়েছে।

মঙ্গলবার থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়। সৌরাষ্ট্র, জামনগর, গীর সোমনাথ, জুনাগড়, রাজকোটে ও ভাবনগর জেলার বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। জামনগর জেলার লালপুরের রাক্কা গ্রামে বজ্রপাতে মৃত্যু হয়েছে এক মহিলা ও তাঁর 12 বছরের ছেলের। দেবভূমি দ্বারকা জেলার ভিরাম্বাদ গ্রামে দুজন মহিলার মৃত্যু হয়েছে। অপরদিকে, বোটাদ জেলার দুটো গ্রামে বজ্রপাতে মৃত্যু হয়েছে 3 জনের। জানা গিয়েছে, মৃতদের মধ্যে একই পরিবারের দুজন রয়েছে। বজ্রপাতে মৃত্যু হয়েছে এক 5 বছরের বাচ্চা ও তাঁর দাদুর। অপরদিকে, বজ্রপাতে মৃত্যু হয়েছে এক 17 বছরের কিশোরীরও। মৃতদেহ গুলো উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, কিছুদিন আগেই বিহারে বজ্রপাতে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। এরপরেই বিহারে সতর্কতা জারি করা হয়।

আহমেদাবাদ, 30 জুন : গুজরাতের বিভিন্ন এলাকায় বজ্রপাতে মৃত্যু হয়েছে 7 জনের। পুলিশ সূত্রের খবর, মৃতদের মধ্যে 12 ও 5 বছরের দুজন বাচ্চাও রয়েছে।

মঙ্গলবার থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়। সৌরাষ্ট্র, জামনগর, গীর সোমনাথ, জুনাগড়, রাজকোটে ও ভাবনগর জেলার বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। জামনগর জেলার লালপুরের রাক্কা গ্রামে বজ্রপাতে মৃত্যু হয়েছে এক মহিলা ও তাঁর 12 বছরের ছেলের। দেবভূমি দ্বারকা জেলার ভিরাম্বাদ গ্রামে দুজন মহিলার মৃত্যু হয়েছে। অপরদিকে, বোটাদ জেলার দুটো গ্রামে বজ্রপাতে মৃত্যু হয়েছে 3 জনের। জানা গিয়েছে, মৃতদের মধ্যে একই পরিবারের দুজন রয়েছে। বজ্রপাতে মৃত্যু হয়েছে এক 5 বছরের বাচ্চা ও তাঁর দাদুর। অপরদিকে, বজ্রপাতে মৃত্যু হয়েছে এক 17 বছরের কিশোরীরও। মৃতদেহ গুলো উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, কিছুদিন আগেই বিহারে বজ্রপাতে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। এরপরেই বিহারে সতর্কতা জারি করা হয়।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.