ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে বাজ পড়ে মৃত 32 - Lightning Strikes

বাজ পড়ে রবিবার উত্তরপ্রদেশে মৃত 32 জন ৷ মৃতদের পরিবার পিছু 4 লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা উত্তরপ্রদেশ সরকারের ৷

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jul 22, 2019, 8:13 AM IST

লখনউ, 22 জুলাই : উত্তরপ্রদেশে বাজ পড়ে মৃত 32 জন ৷

গতকাল বৃষ্টির সময় বাজ পড়ে কানপুরে 7 জন, ফতেহপুরে 7 জন, জৌনপুরে 1 জন, প্রতাপগড়ে 1 জন, কানপুর দেহাতে 1 জন, চিত্রকূটে 1 জন, ঝাঁসিতে 5 জন, জালৌনে 4 জন, হামিরপুরে 3 জন, গাজ়িপুরে 2 জন মারা যান ৷

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনায় শোকপ্রকাশ করেছেন ৷ জেলাশাসকের দপ্তরের তরফে মৃতদের পরিবার পিছু 4 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ৷

লখনউ, 22 জুলাই : উত্তরপ্রদেশে বাজ পড়ে মৃত 32 জন ৷

গতকাল বৃষ্টির সময় বাজ পড়ে কানপুরে 7 জন, ফতেহপুরে 7 জন, জৌনপুরে 1 জন, প্রতাপগড়ে 1 জন, কানপুর দেহাতে 1 জন, চিত্রকূটে 1 জন, ঝাঁসিতে 5 জন, জালৌনে 4 জন, হামিরপুরে 3 জন, গাজ়িপুরে 2 জন মারা যান ৷

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনায় শোকপ্রকাশ করেছেন ৷ জেলাশাসকের দপ্তরের তরফে মৃতদের পরিবার পিছু 4 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ৷

New Delhi, July 22 (ANI): A minor boy stabbed to death on July 21. The whole incident was caught on CCTV camera. The mishap took place in Nabi Karim police station jurisdiction in Delhi. Other boy is seriously injured in the same incident. Scuffle broke out over trivial issue between deceased and accused. The accused has been detained. Further Investigation is underway.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.