লখনউ, 22 জুলাই : উত্তরপ্রদেশে বাজ পড়ে মৃত 32 জন ৷
গতকাল বৃষ্টির সময় বাজ পড়ে কানপুরে 7 জন, ফতেহপুরে 7 জন, জৌনপুরে 1 জন, প্রতাপগড়ে 1 জন, কানপুর দেহাতে 1 জন, চিত্রকূটে 1 জন, ঝাঁসিতে 5 জন, জালৌনে 4 জন, হামিরপুরে 3 জন, গাজ়িপুরে 2 জন মারা যান ৷
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনায় শোকপ্রকাশ করেছেন ৷ জেলাশাসকের দপ্তরের তরফে মৃতদের পরিবার পিছু 4 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ৷