ETV Bharat / bharat

গান স্যালিউটে শেষ বিদায় সুষমাকে - প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ

দিল্লির লোধি রোড শ্মশানঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল সুষমা স্বরাজের ৷ শেষকৃত্যে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ অন্যরা ৷

শেষযাত্রা
author img

By

Published : Aug 7, 2019, 3:54 PM IST

Updated : Aug 7, 2019, 7:08 PM IST

দিল্লি, 7 অগাস্ট : বিদেশে সমস্যার মুখে? সাহায্যের প্রয়োজন? তাঁকে একটা টুইট করলেই বাড়িয়ে দিতেন সাহায্যের হাত ৷ হয়ত এখনও মিলবে সাহায্য ৷ কিন্তু, যিনি আর সেই টুইটের উত্তর দেবেন না, তিনি হলেন সুষমা স্বরাজ ৷ আজ বিকেলে দিল্লির লোধি রোড শ্মশানঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল তাঁর ৷ শেষকৃত্যে উপস্থিত ছিলেন উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, প্রবীণ BJP নেতা লালকৃষ্ণ আদবানি সহ অন্যরা ৷

গতকাল সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হন সুষমা ৷ রাত 9 টা নাগাদ ভরতি করা হয় দিল্লির AIIMS-এ ৷ কিছুক্ষণ পর মৃত্যু হয় ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রীর ৷ তাঁর মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে আসে ৷ দল-মত নির্বিশেষে তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেন রাজনীতিবিদরা ৷ টুইট করেন প্রধানমন্ত্রী ৷ লেখেন, "ভারতীয় রাজনীতির একটা অসাধারণ অধ্যায় শেষ হল ৷ সুষমাজি কোটি কোটি মানুষের অনুপ্রেরণার উৎস ছিলেন ৷" সুষমা স্বরাজের প্রয়াণে টুইট করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও ৷ লেখেন, "দেশ একজন প্রিয় নেত্রীকে হারাল ৷ দেশের মানুষের সেবার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন ৷" শোকপ্রকাশ করেন রাহুল ও সোনিয়া গান্ধিও ৷ আন্তর্জাতিক নেতারাও সুষমার মৃত্যুর খবর শোকপ্রকাশ করেন ৷

গতরাতে সুষমার মরদেহ নিয়ে যাওয়া হয়েছিল তাঁর বাসভবনে । সেখানে ছিলেন তাঁর স্বামী ও মেয়ে ৷ আজ সকালে সেখানে যান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, নরেন্দ্র মোদি, অমিত শাহ, লালকৃষ্ণ আদবানি, মনমোহন সিংহরা ৷ শ্রদ্ধাজ্ঞাপনের সময় চোখের জল সামলাতে পারেননি প্রধানমন্ত্রী ৷ বেলা 12 টা নাগাদ BJP-র সদর দপ্তরে সুষমার মরদেহ নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করেন দলের সভাপতি অমিত শাহ, কার্যকরী সভাপতি জে পি নাড্ডা সহ অন্যরা ৷ সেখান থেকে বিকেল সাড়ে তিনটে নাগাদ লোধি রোড শ্মশানঘাটে নিয়ে আসা হয় প্রাক্তন বিদেশমন্ত্রীর মরদেহ ৷ গান স্যালিউটে, চোখের জলে সুষমাকে শেষ বিদায় জানানো হয় ৷

দিল্লি, 7 অগাস্ট : বিদেশে সমস্যার মুখে? সাহায্যের প্রয়োজন? তাঁকে একটা টুইট করলেই বাড়িয়ে দিতেন সাহায্যের হাত ৷ হয়ত এখনও মিলবে সাহায্য ৷ কিন্তু, যিনি আর সেই টুইটের উত্তর দেবেন না, তিনি হলেন সুষমা স্বরাজ ৷ আজ বিকেলে দিল্লির লোধি রোড শ্মশানঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল তাঁর ৷ শেষকৃত্যে উপস্থিত ছিলেন উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, প্রবীণ BJP নেতা লালকৃষ্ণ আদবানি সহ অন্যরা ৷

গতকাল সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হন সুষমা ৷ রাত 9 টা নাগাদ ভরতি করা হয় দিল্লির AIIMS-এ ৷ কিছুক্ষণ পর মৃত্যু হয় ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রীর ৷ তাঁর মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে আসে ৷ দল-মত নির্বিশেষে তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেন রাজনীতিবিদরা ৷ টুইট করেন প্রধানমন্ত্রী ৷ লেখেন, "ভারতীয় রাজনীতির একটা অসাধারণ অধ্যায় শেষ হল ৷ সুষমাজি কোটি কোটি মানুষের অনুপ্রেরণার উৎস ছিলেন ৷" সুষমা স্বরাজের প্রয়াণে টুইট করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও ৷ লেখেন, "দেশ একজন প্রিয় নেত্রীকে হারাল ৷ দেশের মানুষের সেবার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন ৷" শোকপ্রকাশ করেন রাহুল ও সোনিয়া গান্ধিও ৷ আন্তর্জাতিক নেতারাও সুষমার মৃত্যুর খবর শোকপ্রকাশ করেন ৷

গতরাতে সুষমার মরদেহ নিয়ে যাওয়া হয়েছিল তাঁর বাসভবনে । সেখানে ছিলেন তাঁর স্বামী ও মেয়ে ৷ আজ সকালে সেখানে যান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, নরেন্দ্র মোদি, অমিত শাহ, লালকৃষ্ণ আদবানি, মনমোহন সিংহরা ৷ শ্রদ্ধাজ্ঞাপনের সময় চোখের জল সামলাতে পারেননি প্রধানমন্ত্রী ৷ বেলা 12 টা নাগাদ BJP-র সদর দপ্তরে সুষমার মরদেহ নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করেন দলের সভাপতি অমিত শাহ, কার্যকরী সভাপতি জে পি নাড্ডা সহ অন্যরা ৷ সেখান থেকে বিকেল সাড়ে তিনটে নাগাদ লোধি রোড শ্মশানঘাটে নিয়ে আসা হয় প্রাক্তন বিদেশমন্ত্রীর মরদেহ ৷ গান স্যালিউটে, চোখের জলে সুষমাকে শেষ বিদায় জানানো হয় ৷

Mumbai, Aug 07 (ANI): Bollywood film director Madhur Bhandarkar on Wednesday expressed his condolences on the demise of former External Affairs Minister and senior Bharatiya Janata Party (BJP) leader Sushma Swaraj who passed away in New Delhi last night at the age of 67. While speaking to ANI, he said, "Great loss to the nation and great loss to the BJP party. Her relation with everybody was very fond, supportive and encouraging. People in India will miss her." Swaraj died due to cardiac arrest. Meanwhile, Indian classical dancer Sonal Mansingh said, "She was a great human being. Being a politician she did her work with great honor and vigor. India will badly miss her."
Last Updated : Aug 7, 2019, 7:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.