দিল্লি, 7 অগাস্ট : বিদেশে সমস্যার মুখে? সাহায্যের প্রয়োজন? তাঁকে একটা টুইট করলেই বাড়িয়ে দিতেন সাহায্যের হাত ৷ হয়ত এখনও মিলবে সাহায্য ৷ কিন্তু, যিনি আর সেই টুইটের উত্তর দেবেন না, তিনি হলেন সুষমা স্বরাজ ৷ আজ বিকেলে দিল্লির লোধি রোড শ্মশানঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল তাঁর ৷ শেষকৃত্যে উপস্থিত ছিলেন উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, প্রবীণ BJP নেতা লালকৃষ্ণ আদবানি সহ অন্যরা ৷
গতকাল সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হন সুষমা ৷ রাত 9 টা নাগাদ ভরতি করা হয় দিল্লির AIIMS-এ ৷ কিছুক্ষণ পর মৃত্যু হয় ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রীর ৷ তাঁর মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে আসে ৷ দল-মত নির্বিশেষে তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেন রাজনীতিবিদরা ৷ টুইট করেন প্রধানমন্ত্রী ৷ লেখেন, "ভারতীয় রাজনীতির একটা অসাধারণ অধ্যায় শেষ হল ৷ সুষমাজি কোটি কোটি মানুষের অনুপ্রেরণার উৎস ছিলেন ৷" সুষমা স্বরাজের প্রয়াণে টুইট করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও ৷ লেখেন, "দেশ একজন প্রিয় নেত্রীকে হারাল ৷ দেশের মানুষের সেবার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন ৷" শোকপ্রকাশ করেন রাহুল ও সোনিয়া গান্ধিও ৷ আন্তর্জাতিক নেতারাও সুষমার মৃত্যুর খবর শোকপ্রকাশ করেন ৷
গতরাতে সুষমার মরদেহ নিয়ে যাওয়া হয়েছিল তাঁর বাসভবনে । সেখানে ছিলেন তাঁর স্বামী ও মেয়ে ৷ আজ সকালে সেখানে যান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, নরেন্দ্র মোদি, অমিত শাহ, লালকৃষ্ণ আদবানি, মনমোহন সিংহরা ৷ শ্রদ্ধাজ্ঞাপনের সময় চোখের জল সামলাতে পারেননি প্রধানমন্ত্রী ৷ বেলা 12 টা নাগাদ BJP-র সদর দপ্তরে সুষমার মরদেহ নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করেন দলের সভাপতি অমিত শাহ, কার্যকরী সভাপতি জে পি নাড্ডা সহ অন্যরা ৷ সেখান থেকে বিকেল সাড়ে তিনটে নাগাদ লোধি রোড শ্মশানঘাটে নিয়ে আসা হয় প্রাক্তন বিদেশমন্ত্রীর মরদেহ ৷ গান স্যালিউটে, চোখের জলে সুষমাকে শেষ বিদায় জানানো হয় ৷