ETV Bharat / bharat

কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষায় আবেদনের শেষ তারিখ 17 নভেম্বর

ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি, ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমি, এয়ার ফোর্স অ্যাকাডেমি এবং অফিসারস ট্রেনিং অ্যাকাডেমিতে বিভিন্ন কোর্সে ভরতির জন্য কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষার আয়োজন করে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ।

author img

By

Published : Nov 1, 2020, 6:45 AM IST

কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষা
কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষা

কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস এক্সামিনেশন(1), 2021 ( SSC উইমেন নন-টেকনিক্যাল কোর্স অন্তর্ভুক্ত)-এর জন্য অনলাইনে আবেদনের আমন্ত্রণ জানিয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন । ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি, ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমি, এয়ার ফোর্স অ্যাকাডেমি এবং অফিসারস ট্রেনিং অ্যাকাডেমিতে বিভিন্ন কোর্সে ভরতির জন্য কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষার আয়োজন করে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন । এবার পরীক্ষার ফলাফলের ভিত্তিতে 345টি সিট পূরণ করা হবে । যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট http://upsconline.nic.in-এ আবেদন করতে পারবেন । অবিবাহিত প্রার্থীরাই আবেদনের যোগ্য ।

কোর্সের নাম এবং আসন সংখ্যা :

i) ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি, দেরাদুন-152 (DE) 2022 এর জানুয়ারি মাসে কোর্স শুরু হবে, (NCC "C" সার্টিফিকেট( আর্মি উইং)-র জন্যে 13টি সিট সংরক্ষিত) - 100টি সিট ।

ii) ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমি, এঝিমালা- 2022-এর জানুয়ারি মাসে কোর্স শুরু হবে, (NCC "C" সার্টিফিকেট( নাভাল উইং)-র জন্যে ছয়টি সিট সংরক্ষিত) - 26টি সিট ।

iii) এয়ার ফোর্স অ্যাকাডেমি, হায়দরাবাদ- 2022-এর জানুয়ারি মাসে প্রশিক্ষণ ( প্রি ফ্লাইং) শুরু হবে, (NCC "C" সার্টিফিকেট(এয়ার উইং)-র জন্যে তিনটি সিট সংরক্ষিত) - 32টি সিট ।

iv) অফিসারস ট্রেনিং অ্যাকাডেমি, চেন্নাই - 2022-এর এপ্রিল মাসে কোর্স শুরু হবে, পুরুষ-170টি, মহিলা - 17টি ।

শিক্ষাগত যোগ্যতা :

i) ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি এবং অফিসারস ট্রেনিং অ্যাকাডেমির জন্য : যে কোনও বিষয়ে স্নাতক অথবা সমতুল্য ডিগ্রি ।

ii) ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমির জন্য : ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ।

iii) এয়ার ফোর্স অ্যাকাডেমির জন্য : ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক অথবা যে কোনও বিষয়ে স্নাতক সঙ্গে উচ্চমাধ্যমিক স্তরে ফিজ়িক্স ও ম্যাথেম্যাটিক্স থাকতে হবে ।

বয়সসীমা :

i) ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি এবং ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমির জন্য : 01.01.2003 এর আগে এবং 02.01.1998 এর পরে জন্মগ্রহণ করে থাকতে হবে ।

ii)এয়ার ফোর্স অ্যাকাডেমির জন্য : 01.01.2002 এর আগে এবং 02.01.1998 এর পরে জন্মগ্রহণ করে থাকতে হবে ।

iii) অফিসারস ট্রেনিং অ্যাকাডেমির জন্য : 01.01.2003 এর আগে এবং 02.01.1997 এর পরে জন্মগ্রহণ করে থাকতে হবে ।

স্টাইপেন্ড : ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি এবং অফিসারস ট্রেনিং অ্যাকাডেমিতে প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে 56,100 টাকা দেওয়া হবে ।

প্রার্থী বাছাই প্রক্রিয়া : বুদ্ধিমত্তা ও ব্যক্তিত্ব যাচাই করতে লিখিত পরীক্ষা এবং ইন্টরভিউ নেওয়া হবে ।

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন করার শেষ তারিখ : 17.11.2020

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।

কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস এক্সামিনেশন(1), 2021 ( SSC উইমেন নন-টেকনিক্যাল কোর্স অন্তর্ভুক্ত)-এর জন্য অনলাইনে আবেদনের আমন্ত্রণ জানিয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন । ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি, ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমি, এয়ার ফোর্স অ্যাকাডেমি এবং অফিসারস ট্রেনিং অ্যাকাডেমিতে বিভিন্ন কোর্সে ভরতির জন্য কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষার আয়োজন করে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন । এবার পরীক্ষার ফলাফলের ভিত্তিতে 345টি সিট পূরণ করা হবে । যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট http://upsconline.nic.in-এ আবেদন করতে পারবেন । অবিবাহিত প্রার্থীরাই আবেদনের যোগ্য ।

কোর্সের নাম এবং আসন সংখ্যা :

i) ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি, দেরাদুন-152 (DE) 2022 এর জানুয়ারি মাসে কোর্স শুরু হবে, (NCC "C" সার্টিফিকেট( আর্মি উইং)-র জন্যে 13টি সিট সংরক্ষিত) - 100টি সিট ।

ii) ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমি, এঝিমালা- 2022-এর জানুয়ারি মাসে কোর্স শুরু হবে, (NCC "C" সার্টিফিকেট( নাভাল উইং)-র জন্যে ছয়টি সিট সংরক্ষিত) - 26টি সিট ।

iii) এয়ার ফোর্স অ্যাকাডেমি, হায়দরাবাদ- 2022-এর জানুয়ারি মাসে প্রশিক্ষণ ( প্রি ফ্লাইং) শুরু হবে, (NCC "C" সার্টিফিকেট(এয়ার উইং)-র জন্যে তিনটি সিট সংরক্ষিত) - 32টি সিট ।

iv) অফিসারস ট্রেনিং অ্যাকাডেমি, চেন্নাই - 2022-এর এপ্রিল মাসে কোর্স শুরু হবে, পুরুষ-170টি, মহিলা - 17টি ।

শিক্ষাগত যোগ্যতা :

i) ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি এবং অফিসারস ট্রেনিং অ্যাকাডেমির জন্য : যে কোনও বিষয়ে স্নাতক অথবা সমতুল্য ডিগ্রি ।

ii) ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমির জন্য : ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ।

iii) এয়ার ফোর্স অ্যাকাডেমির জন্য : ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক অথবা যে কোনও বিষয়ে স্নাতক সঙ্গে উচ্চমাধ্যমিক স্তরে ফিজ়িক্স ও ম্যাথেম্যাটিক্স থাকতে হবে ।

বয়সসীমা :

i) ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি এবং ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমির জন্য : 01.01.2003 এর আগে এবং 02.01.1998 এর পরে জন্মগ্রহণ করে থাকতে হবে ।

ii)এয়ার ফোর্স অ্যাকাডেমির জন্য : 01.01.2002 এর আগে এবং 02.01.1998 এর পরে জন্মগ্রহণ করে থাকতে হবে ।

iii) অফিসারস ট্রেনিং অ্যাকাডেমির জন্য : 01.01.2003 এর আগে এবং 02.01.1997 এর পরে জন্মগ্রহণ করে থাকতে হবে ।

স্টাইপেন্ড : ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি এবং অফিসারস ট্রেনিং অ্যাকাডেমিতে প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে 56,100 টাকা দেওয়া হবে ।

প্রার্থী বাছাই প্রক্রিয়া : বুদ্ধিমত্তা ও ব্যক্তিত্ব যাচাই করতে লিখিত পরীক্ষা এবং ইন্টরভিউ নেওয়া হবে ।

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন করার শেষ তারিখ : 17.11.2020

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.