ETV Bharat / bharat

সাপোর্ট সিস্টেমে রয়েছেন মধ্যপ্রদেশের রাজ্যপাল

author img

By

Published : Jun 18, 2020, 7:50 AM IST

মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি ট্যান্ডনের শারীরিক অবস্থা গুরুতর ৷ মেদান্ত হাসপাতালের ডিরেক্টর রাকেশ কাপুর জানান, "রাজ্যপাল সাপোর্ট সিস্টেমে আছেন । তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে না ।"

Lalji Tandon
মধ্যপ্রদেশের রাজ্যপাল

লখনউ(উত্তরপ্রদেশ), 17জুন :মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি ট্যান্ডনের শারীরিক সংকট এখনও কাটেনি । তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন । হাসপাতাল সূত্রে খবর, রাজ্যপালের অবস্থা গুরুতর ।তাঁকে সাপোর্ট সিস্টেমের মধ্যে রাখা হয়েছে ৷

লালজি ট্যান্ডনের বয়স 85 বছর ৷ 11 জুন শ্বাসকষ্ট ও জ্বরের উপসর্গ নিয়ে মেদান্ত হাসপাতালে ভরতি হন তিনি ৷ মেদান্ত হাসপাতালের ডিরেক্টর রাকেশ কাপুর জানান, "রাজ্যপাল সাপোর্ট সিস্টেমে আছেন । তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে না । অবস্থা গুরুতর হলেও নিয়ন্ত্রণে রয়েছে ৷"

গত রবিবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, চিকিৎসরা 24 ঘণ্টা রাজ্যপালকে পর্যবেক্ষণে রেখেছেন । ভরতির সময় তাঁর কোরোনা পরীক্ষা হয় । তবে সেই সময় রিপোর্ট নিগেটিভ এসেছিল ৷

রাজ্যপালের স্বাস্থ্যের খোঁজখবর নিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হাসপাতালে এসেছিলেন ৷ গতকাল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও হাসপাতালে তাঁকে দেখতে এসেছিলেন ৷

লখনউ(উত্তরপ্রদেশ), 17জুন :মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি ট্যান্ডনের শারীরিক সংকট এখনও কাটেনি । তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন । হাসপাতাল সূত্রে খবর, রাজ্যপালের অবস্থা গুরুতর ।তাঁকে সাপোর্ট সিস্টেমের মধ্যে রাখা হয়েছে ৷

লালজি ট্যান্ডনের বয়স 85 বছর ৷ 11 জুন শ্বাসকষ্ট ও জ্বরের উপসর্গ নিয়ে মেদান্ত হাসপাতালে ভরতি হন তিনি ৷ মেদান্ত হাসপাতালের ডিরেক্টর রাকেশ কাপুর জানান, "রাজ্যপাল সাপোর্ট সিস্টেমে আছেন । তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে না । অবস্থা গুরুতর হলেও নিয়ন্ত্রণে রয়েছে ৷"

গত রবিবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, চিকিৎসরা 24 ঘণ্টা রাজ্যপালকে পর্যবেক্ষণে রেখেছেন । ভরতির সময় তাঁর কোরোনা পরীক্ষা হয় । তবে সেই সময় রিপোর্ট নিগেটিভ এসেছিল ৷

রাজ্যপালের স্বাস্থ্যের খোঁজখবর নিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হাসপাতালে এসেছিলেন ৷ গতকাল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও হাসপাতালে তাঁকে দেখতে এসেছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.