ETV Bharat / bharat

রিলায়েন্স জিও-তে 11 হাজার 367 কোটি টাকার বিনিয়োগ KKR-এর - KKR invest 11thousand 367 crore on JIO

জিও প্ল্যাটফর্মে মোট 11 হাজার 367 কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে KKR । জিও-র 2.32 শতাংশ শেয়ারের পরিবর্তে এই বিনিয়োগ করছে এই অ্যামেরিকান কম্পানি ।

Jio
Jio
author img

By

Published : May 22, 2020, 9:33 AM IST

দিল্লি, 22 মে : এক মাসের কম সময়ে জিও-তে বিনিয়োগ আরও একটি বড় কম্পানি KKR-এর । মোট 11 হাজার 367 কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে এই অ্যামেরিকান কম্পানি । জিও-র 2.32 শতাংশ শেয়ারের পরিবর্তে এই বিনিয়োগ করছে KKR ।

আজ একটি বিজ্ঞপ্তি জারি করা হয় জিও-র তরফে । সেখানে এই বিনিয়োগের কথা উল্লেখ করা হয় । পাশাপাশি জানানো হয়, "এই বিনিয়োগের পর জিও-র ইকুইটি মূল্য 4.91 লাখ কোটি টাকার হবে । আর এন্টারপ্রাইজ় মূল্য হবে 5.16 লাখ কোটি । এখনও পর্যন্ত এশিয়ার মধ্যে জিও-তেই KKR সব থেকে বড় বিনিয়োগ করতে চলেছে । এর পরিবর্তে জিও-র 2.32 শতাংশ শেয়ার KKR-এর হবে । "

KKR নিয়ে এক মাসেরও কম সময়ে জিও-তে মোট পাঁচটি কম্পানি বিনিয়োগ করল । এর আগে ফেসবুক, সিলভার লেক, ভিসতা ও জেনেরাল অ্যাটলান্টিক জিও-তে বিনিয়োগ করে । এই পাঁচটি কম্পানির জিও-তে মোট বিনিয়োগের পরিমাণ 78 হাজার 562 কোটি টাকা ।

KKR-এর আগে ভিসতাও জিও-র 2.32 শতাংশ শেয়ারের পরিবর্তে 11 হাজার 367 কোটি টাকার বিনিয়োগের কথা জানিয়েছে । 8 মে এই বিনিয়োগের কথা ভিসতার তরফেই জানানো হয় ।

অ্যামেরিকান কম্পানি জেনেরাল অ্যাটলান্টিক 18 মে জিও-তে 1.34 শতাংশ শেয়ারের পরিবর্তে 6 হাজার 598.38 কোটি টাকার বিনিয়োগের কথা জানায় । অন্যদিকে সিলভার লেক 22 এপ্রিল জানায়, জিও-র 1.15 শতাংশ শেয়ারের জন্য 5 হাজার 655.75 কোটি টাকার বিনিয়োগ করছে তারা । আর ফেসবুক জিও-র 9.99 শতাংশ শেয়ারের জন্য 5.7 বিলিয়ন অ্যামেরিকান ডলার বিনিয়োগ করার কথা জানিয়েছে ।

KKR-এর বিনিয়োগ প্রসঙ্গে জিও-র চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ অম্বানি আজ বলেন,"উন্নত ডিজিটাল সমাজ গড়ার আমাদের যে উচ্ছাভিলাষী লক্ষ্য তা ভাগ করে নিয়েছে KKR । শীল্পক্ষেত্রে শীর্ষস্থানীয় শাখাগুলির অংশীদার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের রেকর্ড রয়েছে এই অ্যামেরিকান কম্পানির । ভারতের প্রতি বহুবছর ধরে প্রতিশ্রুতিবদ্ধ । জিও-র উন্নতিতে KKR-এর বিশ্বব্যপী ক্ষেত্র, শিল্পগত জ্ঞান ও পরিচালনাগত দক্ষতার দিকে তাকিয়ে আছি । "

শীর্ষস্থানীয় গ্লোবাল এন্টারপ্রাইজগুলি গড়ে তোলার দীর্ঘ ইতিহাস রয়েছে KKR-এর । শুধু তাই নয়, এই অ্যামেরিকান কম্পানি BMC সফটওয়্যার, বাইট ডান্স ও গো জেক-এর মতো প্রযুক্তিগত ক্ষেত্রগুলিতেও সাফল্যের সঙ্গে বিনিয়োগ করেছে । প্রতিষ্ঠার পর থেকে এই সংস্থা প্রযুক্তি কম্পানিগুলিতে 30 বিলিয়ন অ্যামেরিকান ডলারের বিনিয়োগ করেছে । দিল্লি, 22 মে : এক মাসের কম সময়ে জিও-তে বিনিয়োগ আরও একটি বড় কম্পানি KKR-এর । মোট 11 হাজার 367 কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে এই অ্যামেরিকান কম্পানি । জিও-র 2.32 শতাংশ শেয়ারের পরিবর্তে এই বিনিয়োগ করছে KKR ।

আজ একটি বিজ্ঞপ্তি জারি করা হয় জিও-র তরফে । সেখানে এই বিনিয়োগের কথা উল্লেখ করা হয় । পাশাপাশি জানানো হয়, "এই বিনিয়োগের পর জিও-র ইকুইটি মূল্য 4.91 লাখ কোটি টাকার হবে । আর এন্টারপ্রাইজ় মূল্য হবে 5.16 লাখ কোটি । এখনও পর্যন্ত এশিয়ার মধ্যে জিও-তেই KKR সব থেকে বড় বিনিয়োগ করতে চলেছে । এর পরিবর্তে জিও-র 2.32 শতাংশ শেয়ার KKR-এর হবে । "

KKR নিয়ে এক মাসের কম সময়ে জিও-তে মোট পাঁচটি কম্পানি বিনিয়োগ করল । এর আগে ফেসবুক, সিলভার লেক, ভিসতা ও জেনেরাল অ্যাটলান্টিক জিও-তে বিনিয়োগ করে । এই পাঁচটি কম্পানির জিও-তে মোট বিনিয়োগের পরিমাণ 78 হাজার 562 কোটি টাকা ।

KKR-এর আগে ভিসতাও জিও-র 2.32 শতাংশ শেয়ারের পরিবর্তে 11 হাজার 367 কোটি টাকার বিনিয়োগের কথা জানিয়েছে । 8 মে এই বিনিয়োগের কথা ভিসতার তরফেই জানানো হয় ।

অ্যামেরিকান কম্পানি জেনেরাল অ্যাটলান্টিক 18 মে জিও-তে 1.34 শতাংশ শেয়ারের পরিবর্তে 6 হাজার 598.38 কোটি টাকার বিনিয়োগের কথা জানায় । অন্যদিকে সিলভার লেক 22 এপ্রিল জানায়, জিও-র 1.15 শতাংশ শেয়ারের জন্য 5 হাজার 655.75 কোটি টাকার বিনিয়োগ করছে তারা । আর ফেসবুক জিও-র 9.99 শতাংশ শেয়ারের জন্য 5.7 বিলিয়ন অ্যামেরিকান ডলার বিনিয়োগ করার কথা জানিয়েছে ।

KKR-এর বিনিয়োগ প্রসঙ্গে জিও-র চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ অম্বানি আজ বলেন,"উন্নত ডিজিটাল সমাজ গড়ার আমাদের যে উচ্চাভিলাষী লক্ষ্য তা ভাগ করে নিয়েছে KKR । শিল্পক্ষেত্রে শীর্ষস্থানীয় শাখাগুলির অংশীদার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের রেকর্ড রয়েছে এই অ্যামেরিকান কম্পানির । ভারতের প্রতি বহুবছর ধরে প্রতিশ্রুতিবদ্ধ । জিও-র উন্নতিতে KKR-এর বিশ্বব্যপী ক্ষেত্র, শিল্পগত জ্ঞান ও পরিচালনাগত দক্ষতার দিকে তাকিয়ে আছি । "

শীর্ষস্থানীয় গ্লোবাল এন্টারপ্রাইজগুলি গড়ে তোলার দীর্ঘ ইতিহাস রয়েছে KKR-এর । শুধু তাই নয়, এই অ্যামেরিকান কম্পানি BMC সফটওয়্যার, বাইট ডান্স ও গো জেক-এর মতো প্রযুক্তিগত ক্ষেত্রগুলিতেও সাফল্যের সঙ্গে বিনিয়োগ করেছে । প্রতিষ্ঠার পর থেকে এই কম্পানি প্রযুক্তিমূলক কম্পানিগুলিতে 30 বিলিয়ন অ্যামেরিকান ডলারের বিনিয়োগ করেছে ।

দিল্লি, 22 মে : এক মাসের কম সময়ে জিও-তে বিনিয়োগ আরও একটি বড় কম্পানি KKR-এর । মোট 11 হাজার 367 কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে এই অ্যামেরিকান কম্পানি । জিও-র 2.32 শতাংশ শেয়ারের পরিবর্তে এই বিনিয়োগ করছে KKR ।

আজ একটি বিজ্ঞপ্তি জারি করা হয় জিও-র তরফে । সেখানে এই বিনিয়োগের কথা উল্লেখ করা হয় । পাশাপাশি জানানো হয়, "এই বিনিয়োগের পর জিও-র ইকুইটি মূল্য 4.91 লাখ কোটি টাকার হবে । আর এন্টারপ্রাইজ় মূল্য হবে 5.16 লাখ কোটি । এখনও পর্যন্ত এশিয়ার মধ্যে জিও-তেই KKR সব থেকে বড় বিনিয়োগ করতে চলেছে । এর পরিবর্তে জিও-র 2.32 শতাংশ শেয়ার KKR-এর হবে । "

KKR নিয়ে এক মাসেরও কম সময়ে জিও-তে মোট পাঁচটি কম্পানি বিনিয়োগ করল । এর আগে ফেসবুক, সিলভার লেক, ভিসতা ও জেনেরাল অ্যাটলান্টিক জিও-তে বিনিয়োগ করে । এই পাঁচটি কম্পানির জিও-তে মোট বিনিয়োগের পরিমাণ 78 হাজার 562 কোটি টাকা ।

KKR-এর আগে ভিসতাও জিও-র 2.32 শতাংশ শেয়ারের পরিবর্তে 11 হাজার 367 কোটি টাকার বিনিয়োগের কথা জানিয়েছে । 8 মে এই বিনিয়োগের কথা ভিসতার তরফেই জানানো হয় ।

অ্যামেরিকান কম্পানি জেনেরাল অ্যাটলান্টিক 18 মে জিও-তে 1.34 শতাংশ শেয়ারের পরিবর্তে 6 হাজার 598.38 কোটি টাকার বিনিয়োগের কথা জানায় । অন্যদিকে সিলভার লেক 22 এপ্রিল জানায়, জিও-র 1.15 শতাংশ শেয়ারের জন্য 5 হাজার 655.75 কোটি টাকার বিনিয়োগ করছে তারা । আর ফেসবুক জিও-র 9.99 শতাংশ শেয়ারের জন্য 5.7 বিলিয়ন অ্যামেরিকান ডলার বিনিয়োগ করার কথা জানিয়েছে ।

KKR-এর বিনিয়োগ প্রসঙ্গে জিও-র চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ অম্বানি আজ বলেন,"উন্নত ডিজিটাল সমাজ গড়ার আমাদের যে উচ্ছাভিলাষী লক্ষ্য তা ভাগ করে নিয়েছে KKR । শীল্পক্ষেত্রে শীর্ষস্থানীয় শাখাগুলির অংশীদার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের রেকর্ড রয়েছে এই অ্যামেরিকান কম্পানির । ভারতের প্রতি বহুবছর ধরে প্রতিশ্রুতিবদ্ধ । জিও-র উন্নতিতে KKR-এর বিশ্বব্যপী ক্ষেত্র, শিল্পগত জ্ঞান ও পরিচালনাগত দক্ষতার দিকে তাকিয়ে আছি । "

শীর্ষস্থানীয় গ্লোবাল এন্টারপ্রাইজগুলি গড়ে তোলার দীর্ঘ ইতিহাস রয়েছে KKR-এর । শুধু তাই নয়, এই অ্যামেরিকান কম্পানি BMC সফটওয়্যার, বাইট ডান্স ও গো জেক-এর মতো প্রযুক্তিগত ক্ষেত্রগুলিতেও সাফল্যের সঙ্গে বিনিয়োগ করেছে । প্রতিষ্ঠার পর থেকে এই সংস্থা প্রযুক্তি কম্পানিগুলিতে 30 বিলিয়ন অ্যামেরিকান ডলারের বিনিয়োগ করেছে । দিল্লি, 22 মে : এক মাসের কম সময়ে জিও-তে বিনিয়োগ আরও একটি বড় কম্পানি KKR-এর । মোট 11 হাজার 367 কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে এই অ্যামেরিকান কম্পানি । জিও-র 2.32 শতাংশ শেয়ারের পরিবর্তে এই বিনিয়োগ করছে KKR ।

আজ একটি বিজ্ঞপ্তি জারি করা হয় জিও-র তরফে । সেখানে এই বিনিয়োগের কথা উল্লেখ করা হয় । পাশাপাশি জানানো হয়, "এই বিনিয়োগের পর জিও-র ইকুইটি মূল্য 4.91 লাখ কোটি টাকার হবে । আর এন্টারপ্রাইজ় মূল্য হবে 5.16 লাখ কোটি । এখনও পর্যন্ত এশিয়ার মধ্যে জিও-তেই KKR সব থেকে বড় বিনিয়োগ করতে চলেছে । এর পরিবর্তে জিও-র 2.32 শতাংশ শেয়ার KKR-এর হবে । "

KKR নিয়ে এক মাসের কম সময়ে জিও-তে মোট পাঁচটি কম্পানি বিনিয়োগ করল । এর আগে ফেসবুক, সিলভার লেক, ভিসতা ও জেনেরাল অ্যাটলান্টিক জিও-তে বিনিয়োগ করে । এই পাঁচটি কম্পানির জিও-তে মোট বিনিয়োগের পরিমাণ 78 হাজার 562 কোটি টাকা ।

KKR-এর আগে ভিসতাও জিও-র 2.32 শতাংশ শেয়ারের পরিবর্তে 11 হাজার 367 কোটি টাকার বিনিয়োগের কথা জানিয়েছে । 8 মে এই বিনিয়োগের কথা ভিসতার তরফেই জানানো হয় ।

অ্যামেরিকান কম্পানি জেনেরাল অ্যাটলান্টিক 18 মে জিও-তে 1.34 শতাংশ শেয়ারের পরিবর্তে 6 হাজার 598.38 কোটি টাকার বিনিয়োগের কথা জানায় । অন্যদিকে সিলভার লেক 22 এপ্রিল জানায়, জিও-র 1.15 শতাংশ শেয়ারের জন্য 5 হাজার 655.75 কোটি টাকার বিনিয়োগ করছে তারা । আর ফেসবুক জিও-র 9.99 শতাংশ শেয়ারের জন্য 5.7 বিলিয়ন অ্যামেরিকান ডলার বিনিয়োগ করার কথা জানিয়েছে ।

KKR-এর বিনিয়োগ প্রসঙ্গে জিও-র চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ অম্বানি আজ বলেন,"উন্নত ডিজিটাল সমাজ গড়ার আমাদের যে উচ্চাভিলাষী লক্ষ্য তা ভাগ করে নিয়েছে KKR । শিল্পক্ষেত্রে শীর্ষস্থানীয় শাখাগুলির অংশীদার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের রেকর্ড রয়েছে এই অ্যামেরিকান কম্পানির । ভারতের প্রতি বহুবছর ধরে প্রতিশ্রুতিবদ্ধ । জিও-র উন্নতিতে KKR-এর বিশ্বব্যপী ক্ষেত্র, শিল্পগত জ্ঞান ও পরিচালনাগত দক্ষতার দিকে তাকিয়ে আছি । "

শীর্ষস্থানীয় গ্লোবাল এন্টারপ্রাইজগুলি গড়ে তোলার দীর্ঘ ইতিহাস রয়েছে KKR-এর । শুধু তাই নয়, এই অ্যামেরিকান কম্পানি BMC সফটওয়্যার, বাইট ডান্স ও গো জেক-এর মতো প্রযুক্তিগত ক্ষেত্রগুলিতেও সাফল্যের সঙ্গে বিনিয়োগ করেছে । প্রতিষ্ঠার পর থেকে এই কম্পানি প্রযুক্তিমূলক কম্পানিগুলিতে 30 বিলিয়ন অ্যামেরিকান ডলারের বিনিয়োগ করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.