ETV Bharat / bharat

কৃষি বিলের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত, পঞ্জাবে চলছে রেল রেকো - farm bills 2020

কৃষি বিল পাশ হওয়ার পরই দেশের বিভিন্ন প্রান্তে কৃষক সংগঠনগুলি প্রতিবাদ বিক্ষোভে সামিল হয় । আজও অমৃতসরে চলছে রেল রোকো কর্মসূচি ।

punjab
ছবি- এনএআই
author img

By

Published : Sep 27, 2020, 10:36 AM IST

চণ্ডীগড়, 27 সেপ্টেম্বর : কৃষি বিলের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ চলছেই । আজও অমৃতসরে চলছে রেল রোকো কর্মসূচি ।

কৃষি বিল পাশ হওয়ার পরই দেশের বিভিন্ন প্রান্তে কৃষক সংগঠনগুলি প্রতিবাদ বিক্ষোভে সামিল হয় । বিক্ষোভ চরমে ওঠে পঞ্জাবে । কৃষক সংগঠনগুলির ডাকে 25 সেপ্টেম্বর ধর্মঘট পালিত হয়েছে । 24 সেপ্টেম্বর থেকে পঞ্জাবে চলছে রেল রোকো । দাবি একটাই, কৃষি বিল প্রত্যাহার করতে হবে ।

অনেকের অভিযোগ, এই কৃষি বিল কৃষক বিরোধী । কৃষক স্বার্থের কথা ভাবেনি কেন্দ্রীয় সরকার । কৃষকের স্বাধীনতা খর্ব হবে । শস্যের আধিপত্য যাবে কর্পোরেটের হাতে । ফলে কৃষকদের আরও দুর্দশার মুখোমুখি হতে হবে ।

পঞ্জাবে গত তিনদিন ধরে রেল রোকো কর্মসূচি জারি রয়েছে । অমৃতসরে রেললাইনে বসে অবস্থান-বিক্ষোভ করছে কিষাণ মজ়দুর কমিটি । দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ জারি থাকবে বলে স্পষ্ট জানিয়েছে তারা ।

যদিও কেন্দ্রীয় সরকারের দাবি, বিরোধীরা কৃষকদের ভুল বোঝাচ্ছে । এই বক্তব্য খারিজ করে কৃষক সংগঠনগুলি জানিয়েছে, বিরোধীদের দ্বারা তারা ভুল পথে চালিত হচ্ছে না ।

চণ্ডীগড়, 27 সেপ্টেম্বর : কৃষি বিলের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ চলছেই । আজও অমৃতসরে চলছে রেল রোকো কর্মসূচি ।

কৃষি বিল পাশ হওয়ার পরই দেশের বিভিন্ন প্রান্তে কৃষক সংগঠনগুলি প্রতিবাদ বিক্ষোভে সামিল হয় । বিক্ষোভ চরমে ওঠে পঞ্জাবে । কৃষক সংগঠনগুলির ডাকে 25 সেপ্টেম্বর ধর্মঘট পালিত হয়েছে । 24 সেপ্টেম্বর থেকে পঞ্জাবে চলছে রেল রোকো । দাবি একটাই, কৃষি বিল প্রত্যাহার করতে হবে ।

অনেকের অভিযোগ, এই কৃষি বিল কৃষক বিরোধী । কৃষক স্বার্থের কথা ভাবেনি কেন্দ্রীয় সরকার । কৃষকের স্বাধীনতা খর্ব হবে । শস্যের আধিপত্য যাবে কর্পোরেটের হাতে । ফলে কৃষকদের আরও দুর্দশার মুখোমুখি হতে হবে ।

পঞ্জাবে গত তিনদিন ধরে রেল রোকো কর্মসূচি জারি রয়েছে । অমৃতসরে রেললাইনে বসে অবস্থান-বিক্ষোভ করছে কিষাণ মজ়দুর কমিটি । দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ জারি থাকবে বলে স্পষ্ট জানিয়েছে তারা ।

যদিও কেন্দ্রীয় সরকারের দাবি, বিরোধীরা কৃষকদের ভুল বোঝাচ্ছে । এই বক্তব্য খারিজ করে কৃষক সংগঠনগুলি জানিয়েছে, বিরোধীদের দ্বারা তারা ভুল পথে চালিত হচ্ছে না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.