ETV Bharat / bharat

কেরালায় বিধায়কের ধরনা, গোবরজলে এলাকা শুদ্ধিকরণ কংগ্রেসের ! - Kerala CONGRESS

শনিবার ত্রিশূরের কাছে চেরপ্পু গ্রামে ধরনায় বসেন নত্তিকা বিধানসভা কেন্দ্রের CPI(M) বিধায়ক গীতা গোপী । গোবরজল ছিটিয়ে ধরনাস্থলটি ‘শুদ্ধ’ করা হয় বলে অভিযোগ । যুব কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছেন ওই বিধায়ক ।

গোবরজল ছিটিয়ে ধরনাস্থলটি ‘শুদ্ধ’ করা হয় বলে অভিযোগ । যুব কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছেন ওই বিধায়ক ।
author img

By

Published : Jul 29, 2019, 5:13 PM IST

ত্রিশূর, 26 জুলাই : রাস্তার হাল একেবারেই বেহাল ৷ তাই ধরনায় বসেছিলেন এক বিধায়ক ৷ তিনি দলিত হওয়ায় ধরনাস্থলে গোবর জল ছিটিয়ে শুদ্ধিকরণের অভিযোগ উঠল যুব কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি কেরলের ত্রিশূরের ।

শনিবার ত্রিশূরের কাছে চেরপ্পু গ্রামে ধরনায় বসেন নত্তিকা বিধানসভা কেন্দ্রের CPI(M) বিধায়ক গীতা গোপী । পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়রদের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন গীতা । তাঁর এলাকার রাস্তার বেহাল দশা নিয়ে অভিযোগও করেন । সে দিনই গীতার এই কর্মসূচির বিরুদ্ধে পালটা প্রতিবাদ মিছিল করেন কেরালার যুব কংগ্রেস কর্মী-সমর্থকরা ।

কংগ্রেসের দাবি, সাধারণ মানুষকে বোকা বানাতেই এ ধরনের ধরনা-বিক্ষোভ করেছেন রাজ্যের শাসকদলের বিধায়ক । মিছিল করে তাঁরা পৌঁছে যান পূর্ত দপ্তরের অফিসের সামনে সেই ধরনাস্থলে । সেখানে পৌঁছে শুদ্ধকরণ অনুষ্ঠান করেন । গোবরজল ছিটিয়ে ধরনাস্থলটি ‘শুদ্ধ’ করা হয় বলে অভিযোগ । যুব কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছেন ওই বিধায়ক । তাঁর দাবি, গোটা অনুষ্ঠানটিই জাতপাতের ভেদাভেদে ইন্ধন জুগিয়েছে ৷

কেরালার সংস্কৃতি মন্ত্রী একে বলানের মত, ''এ ধরনের অনুষ্ঠান কেবলমাত্র উত্তর ভারতেই দেখা যায় । এটা বরদাস্ত করা যায় না ।'' রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা বলেন, "এ ধরনের কাজে বিক্ষোভকারীদের ''রাজনৈতিক সংস্কৃতি'' আসলে কী তা বোঝা যায় । যদিও এবিষয়ে BJP-এর তরফে এখনও কোনও বক্তব্য মেলেনি ৷

ত্রিশূর, 26 জুলাই : রাস্তার হাল একেবারেই বেহাল ৷ তাই ধরনায় বসেছিলেন এক বিধায়ক ৷ তিনি দলিত হওয়ায় ধরনাস্থলে গোবর জল ছিটিয়ে শুদ্ধিকরণের অভিযোগ উঠল যুব কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি কেরলের ত্রিশূরের ।

শনিবার ত্রিশূরের কাছে চেরপ্পু গ্রামে ধরনায় বসেন নত্তিকা বিধানসভা কেন্দ্রের CPI(M) বিধায়ক গীতা গোপী । পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়রদের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন গীতা । তাঁর এলাকার রাস্তার বেহাল দশা নিয়ে অভিযোগও করেন । সে দিনই গীতার এই কর্মসূচির বিরুদ্ধে পালটা প্রতিবাদ মিছিল করেন কেরালার যুব কংগ্রেস কর্মী-সমর্থকরা ।

কংগ্রেসের দাবি, সাধারণ মানুষকে বোকা বানাতেই এ ধরনের ধরনা-বিক্ষোভ করেছেন রাজ্যের শাসকদলের বিধায়ক । মিছিল করে তাঁরা পৌঁছে যান পূর্ত দপ্তরের অফিসের সামনে সেই ধরনাস্থলে । সেখানে পৌঁছে শুদ্ধকরণ অনুষ্ঠান করেন । গোবরজল ছিটিয়ে ধরনাস্থলটি ‘শুদ্ধ’ করা হয় বলে অভিযোগ । যুব কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছেন ওই বিধায়ক । তাঁর দাবি, গোটা অনুষ্ঠানটিই জাতপাতের ভেদাভেদে ইন্ধন জুগিয়েছে ৷

কেরালার সংস্কৃতি মন্ত্রী একে বলানের মত, ''এ ধরনের অনুষ্ঠান কেবলমাত্র উত্তর ভারতেই দেখা যায় । এটা বরদাস্ত করা যায় না ।'' রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা বলেন, "এ ধরনের কাজে বিক্ষোভকারীদের ''রাজনৈতিক সংস্কৃতি'' আসলে কী তা বোঝা যায় । যদিও এবিষয়ে BJP-এর তরফে এখনও কোনও বক্তব্য মেলেনি ৷

Chhapra (Bihar), July 29 (ANI): At least seven children died after they drowned in a ditch filled with rainwater in Doila village of Saran district on Sunday. The incident happened, when a ditch, in which the nine children were bathing, caved in on them. All the children were in the age group of six to twelve years. While a passerby safely rescued two children from the pit, seven others could not be saved. Four children were rushed to Masrakh Primary Healthcare Center (PHC) and the other three were taken to the Ishuapur PHC, where they were declared brought dead by the doctors. Following the incident, kin of the deceased created a ruckus in the premises of the Ishuapur PHC and demanded adequate compensation from the government. To pacify the protesters, Saran Superintendent of Police (SP) Har Kishore Rai had rushed to the spot. "The matter will be investigated. The bodies have been sent for postmortem," said the police officer.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.