ETV Bharat / bharat

আস্থা ভোটে বিধায়কদের জোর করা যাবে না , কর্নাটক নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের - MLA

বিক্ষুব্ধ বিধায়কদের পদত্যাগপত্র গ্রহণ করার বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভরশীল স্পিকারের উপর । এবিষয়ে তাঁকে কোনওভাবেই সময়সীমা বেঁধে দেওয়া যায় না । পাশাপাশি বিধায়কদের আস্থাভোটে অংশ নেওয়ার বিষয়ে জোর করা যাবে না, মন্তব্য শীর্ষ আদালতের ।

ফাইল ফোটো
author img

By

Published : Jul 17, 2019, 6:12 PM IST

Updated : Jul 18, 2019, 2:43 PM IST

দিল্লি, 17 জুলাই : বিক্ষুব্ধ বিধায়কদের পদত্যাগপত্র গ্রহণ করার বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভরশীল স্পিকারের উপর । এবিষয়ে তাঁকে কোনভাবেই সময়সীমা বেঁধে দেওয়া যায় না । আবার নির্দেশ দেওয়া যায় না । পাশাপাশি বিধায়কদের আস্থাভোটে অংশ নেওয়ার বিষয়ে জোর করা যাবে না । জানিয়ে দিল শীর্ষ আদালত ।

কয়েকদিন ধরেই কর্নাটকের রাজনীতি নিয়ে টালমাটাল তুঙ্গে । JDS-কংগ্রেস জোট সরকারের বিক্ষুব্ধ বিধায়কেরা পদত্যাগ করার ফলে পরিস্থিতি ক্রমাগত জটিল আকার নিয়েছে । বিক্ষুব্ধ বিধায়কেরা কুমারস্বামী-সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব । কিন্তু, সেইসব বিধায়কদের ইস্তফা গ্রহণ করেননি স্পিকার । তারপরেই বিক্ষুব্ধরা বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন । আজ সেই বিষয়ে তাদের পর্যবেক্ষণ জানাল শীর্ষ আদালত ।

পাশাপাশি কর্নাটক বিধানসভায় আস্থা ভোট আগামীকাল । মুখ্যমন্ত্রী কুমারস্বামীকে সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করতেই হবে । ইতিমধ্যেই কুমারস্বামী দাবি করেছেন তাঁর কাছে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা রয়েছে । যদিও, সেই দাবি উড়িয়ে দিয়েছে BJP । আজ BJP তরফে দাবি করা হয়েছে, সংখ্যালঘু সরকারকে কোনওভাবেই প্রশয় দেওয়া হবে না ।

আস্থা ভোট নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর স্বভাবতই খুশি BJP শিবির । কারণ, যদি বিক্ষুব্ধ বিধায়কদের জোর করে আস্থা ভোটে অংশ নেওয়ানো যেত তাহলে লাভবান হত সরকার পক্ষই । কিন্তু, সুপ্রিম কোর্টের নির্দেশের পর একটা বিষয় স্পষ্ট অত্যন্ত আগামীকাল আস্থা ভোটে বিক্ষুব্ধ বিধায়কদের কোনওভাবেই জোর করতে পারবে না JDS-কংগ্রেস জোট । গেরুয়া শিবিরের মন্তব্য এরফলে তাদের হাতই মজবুত হল । আর যাঁকে নিয়ে যাবতীয় ঘটনাপ্রবাহ কর্নাটক বিধানসভার সেই স্পিকার রমেশ কুমার বলছেন, "শীর্ষ আদালত যা বলেছেন তা মেনে চলা হবে ।"

দিল্লি, 17 জুলাই : বিক্ষুব্ধ বিধায়কদের পদত্যাগপত্র গ্রহণ করার বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভরশীল স্পিকারের উপর । এবিষয়ে তাঁকে কোনভাবেই সময়সীমা বেঁধে দেওয়া যায় না । আবার নির্দেশ দেওয়া যায় না । পাশাপাশি বিধায়কদের আস্থাভোটে অংশ নেওয়ার বিষয়ে জোর করা যাবে না । জানিয়ে দিল শীর্ষ আদালত ।

কয়েকদিন ধরেই কর্নাটকের রাজনীতি নিয়ে টালমাটাল তুঙ্গে । JDS-কংগ্রেস জোট সরকারের বিক্ষুব্ধ বিধায়কেরা পদত্যাগ করার ফলে পরিস্থিতি ক্রমাগত জটিল আকার নিয়েছে । বিক্ষুব্ধ বিধায়কেরা কুমারস্বামী-সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব । কিন্তু, সেইসব বিধায়কদের ইস্তফা গ্রহণ করেননি স্পিকার । তারপরেই বিক্ষুব্ধরা বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন । আজ সেই বিষয়ে তাদের পর্যবেক্ষণ জানাল শীর্ষ আদালত ।

পাশাপাশি কর্নাটক বিধানসভায় আস্থা ভোট আগামীকাল । মুখ্যমন্ত্রী কুমারস্বামীকে সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করতেই হবে । ইতিমধ্যেই কুমারস্বামী দাবি করেছেন তাঁর কাছে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা রয়েছে । যদিও, সেই দাবি উড়িয়ে দিয়েছে BJP । আজ BJP তরফে দাবি করা হয়েছে, সংখ্যালঘু সরকারকে কোনওভাবেই প্রশয় দেওয়া হবে না ।

আস্থা ভোট নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর স্বভাবতই খুশি BJP শিবির । কারণ, যদি বিক্ষুব্ধ বিধায়কদের জোর করে আস্থা ভোটে অংশ নেওয়ানো যেত তাহলে লাভবান হত সরকার পক্ষই । কিন্তু, সুপ্রিম কোর্টের নির্দেশের পর একটা বিষয় স্পষ্ট অত্যন্ত আগামীকাল আস্থা ভোটে বিক্ষুব্ধ বিধায়কদের কোনওভাবেই জোর করতে পারবে না JDS-কংগ্রেস জোট । গেরুয়া শিবিরের মন্তব্য এরফলে তাদের হাতই মজবুত হল । আর যাঁকে নিয়ে যাবতীয় ঘটনাপ্রবাহ কর্নাটক বিধানসভার সেই স্পিকার রমেশ কুমার বলছেন, "শীর্ষ আদালত যা বলেছেন তা মেনে চলা হবে ।"

Renigunta (Andhra Pradesh), July 17 (ANI): A SpiceJet aircraft flying from Renigunta to Hyderabad was halted at Andhra Pradesh's Renigunta International Airport due to a technical snag today. The flight landed soon after take-off, when the pilot identified a technical snag in the aircraft, following which, the aircraft landed safely. Almost 40 passengers were onboard, when the technical snag was identified. The flight had originally travelled from Hyderabad to Tirupati International Airport. The flight was on its return journey, when the snag occurred.
Last Updated : Jul 18, 2019, 2:43 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.