ETV Bharat / bharat

অধিক সংক্রমিত রাজ্য থেকে ফেরা যাত্রীদের 650 টাকায় কোরোনা পরীক্ষা কর্নাটকে - স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কমিশনার পঙ্কজকুমার পান্ডে

কয়েকটি রাজ্যে অত্যধিক কোরোনা সংক্রমণ ছড়িয়েছে । এই সমস্ত রাজ্য থেকে যাঁরা কর্নাটকে আসবেন তাঁদের জন্য বেসরকারি ল্যাবরেটরিতে 650 টাকায় কোরোনা পরীক্ষার ব্যবস্থা করল সেখানকার সরকার ।

Corona
কোরোনা
author img

By

Published : May 30, 2020, 1:12 PM IST

বেঙ্গালুরু (কর্নাটক), 30 মে : দেশের কয়েকটি রাজ্যে ব্যাপক হারে ছড়িয়েছে কোরোনা সংক্রমণ । এই সমস্ত রাজ্য থেকে যাঁরা কর্নাটকে আসবেন তাঁদের জন্য বেসরকারি ল্যাবরেটরিতে 650 টাকায় কোরোনা পরীক্ষার ব্যবস্থা করল সেখানকার সরকার । কর্নাটকের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কমিশনার পঙ্কজকুমার পান্ডে জানান, "কোরোনা সংক্রমণ কমাতে কিছু নির্দিষ্ট যাত্রীর পরীক্ষার করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । বেসরকারি ল্যাবরেটরির যে কার্যক্ষমতা রয়েছে তা এই কাজে সর্বাধিক মাত্রায় ব্যবহার করা হবে । প্রত্যেক যাত্রীর থেকে এই কোরোনা পরীক্ষার জন্য 650 টাকা করে নেওয়া হবে ।"

সমস্ত আন্তর্জাতিক ও অন্তর্দেশীয় বিমান যাত্রীকে বেঙ্গালুরুর নির্ধারিত ল্যাবরেটরি থেকে পরীক্ষা করাতে হবে । আর অন্তর্দেশীয় ট্রেন যাত্রীদের জন্য ছয়টি ল্যাবরেটরি নির্ধারণ করা হয়েছে । তাঁরা এই ল্যাবরেটরিগুলির মধ্যে যে কোনও একটি থেকে পরীক্ষা করাতে পারেন ।

পঙ্কজকুমার পান্ডে জানান, "বিমান ও রেল কর্তৃপক্ষ সোয়াবের নমুনার জন্য কিয়স্ক তৈরি করতে বিনামূল্যে জায়গা দেবে । " কোনও যাত্রীর রিপোর্টে যদি কোরোনা পজ়িটিভ আসে তাহলে তৎক্ষণাৎ জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিসার অথবা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন ।

নমুনা সংগ্রহ করে 24 ঘণ্টার মধ্যে RT-PCR প্রক্রিয়ায় তা পরীক্ষা করার বেসরকারি ল্যাবরেটরিগুলির কার্যক্ষমতা ও প্রস্তুতি পর্যালোচনার জন্য ইতিমধ্যে বৈঠক করেছে কর্নাটকের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর । এই কাজে সম্মতি জানিয়েছে বেসরকারি ল্যাবরেটরিগুলি ।

ICMR-এর অনুমোদিত বেসরকারি ল্যাবরেটরিগুলিকে যাত্রীদের সঙ্গে সংযুক্ত করতে বলে কর্নাটকের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কমিশনার পঙ্কজকুমার 29 টি জেলার ডেপুটি কমিশনারকে নির্দেশ দিয়েছেন । যেহেতু কর্নাটকে প্রতিষ্ঠানিক কোয়ারানটিন সেন্টারের সংখ্যা সীমিত, তাই সেখানকার সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে । পঙ্কজকুমার বলেন, "কোরোনা সংক্রমণ যে রাজ্যগুলিতে বেশি সেখান থেকে ফেরা যাত্রীদের হোটেলে বা লজে সাতদিনের জন্য কোয়ারানটিনে রাখা সম্ভব নয় । এই কারণেই পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে বাড়ি রয়েছে এমন একাধিক শ্রমিক রওনা দিয়েছেন ।"

বেঙ্গালুরু (কর্নাটক), 30 মে : দেশের কয়েকটি রাজ্যে ব্যাপক হারে ছড়িয়েছে কোরোনা সংক্রমণ । এই সমস্ত রাজ্য থেকে যাঁরা কর্নাটকে আসবেন তাঁদের জন্য বেসরকারি ল্যাবরেটরিতে 650 টাকায় কোরোনা পরীক্ষার ব্যবস্থা করল সেখানকার সরকার । কর্নাটকের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কমিশনার পঙ্কজকুমার পান্ডে জানান, "কোরোনা সংক্রমণ কমাতে কিছু নির্দিষ্ট যাত্রীর পরীক্ষার করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । বেসরকারি ল্যাবরেটরির যে কার্যক্ষমতা রয়েছে তা এই কাজে সর্বাধিক মাত্রায় ব্যবহার করা হবে । প্রত্যেক যাত্রীর থেকে এই কোরোনা পরীক্ষার জন্য 650 টাকা করে নেওয়া হবে ।"

সমস্ত আন্তর্জাতিক ও অন্তর্দেশীয় বিমান যাত্রীকে বেঙ্গালুরুর নির্ধারিত ল্যাবরেটরি থেকে পরীক্ষা করাতে হবে । আর অন্তর্দেশীয় ট্রেন যাত্রীদের জন্য ছয়টি ল্যাবরেটরি নির্ধারণ করা হয়েছে । তাঁরা এই ল্যাবরেটরিগুলির মধ্যে যে কোনও একটি থেকে পরীক্ষা করাতে পারেন ।

পঙ্কজকুমার পান্ডে জানান, "বিমান ও রেল কর্তৃপক্ষ সোয়াবের নমুনার জন্য কিয়স্ক তৈরি করতে বিনামূল্যে জায়গা দেবে । " কোনও যাত্রীর রিপোর্টে যদি কোরোনা পজ়িটিভ আসে তাহলে তৎক্ষণাৎ জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিসার অথবা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন ।

নমুনা সংগ্রহ করে 24 ঘণ্টার মধ্যে RT-PCR প্রক্রিয়ায় তা পরীক্ষা করার বেসরকারি ল্যাবরেটরিগুলির কার্যক্ষমতা ও প্রস্তুতি পর্যালোচনার জন্য ইতিমধ্যে বৈঠক করেছে কর্নাটকের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর । এই কাজে সম্মতি জানিয়েছে বেসরকারি ল্যাবরেটরিগুলি ।

ICMR-এর অনুমোদিত বেসরকারি ল্যাবরেটরিগুলিকে যাত্রীদের সঙ্গে সংযুক্ত করতে বলে কর্নাটকের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কমিশনার পঙ্কজকুমার 29 টি জেলার ডেপুটি কমিশনারকে নির্দেশ দিয়েছেন । যেহেতু কর্নাটকে প্রতিষ্ঠানিক কোয়ারানটিন সেন্টারের সংখ্যা সীমিত, তাই সেখানকার সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে । পঙ্কজকুমার বলেন, "কোরোনা সংক্রমণ যে রাজ্যগুলিতে বেশি সেখান থেকে ফেরা যাত্রীদের হোটেলে বা লজে সাতদিনের জন্য কোয়ারানটিনে রাখা সম্ভব নয় । এই কারণেই পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে বাড়ি রয়েছে এমন একাধিক শ্রমিক রওনা দিয়েছেন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.