ETV Bharat / bharat

আমি বাংলাদেশি জঙ্গিদের নজরে আছি : কৈলাস - Bangladeshi intruder and millitant

তাঁর উপর নজর রেখেছে বাংলাদেশের জঙ্গিরা । এমন তথ্য সামনে আসার পর এক নিরাপত্তা সংস্থার নির্দেশে বাড়ানো হয়েছে তাঁর নিরাপত্তা । বললেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় ।

kailash
কৈলাস
author img

By

Published : Jan 23, 2020, 10:40 PM IST

Updated : Jan 24, 2020, 12:26 AM IST

ভোপাল, 23 জানুয়ারি : কখনও এত নিরাপত্তা নিয়ে আগে ঘোরেননি তিনি ৷ কিন্তু, এখন তাঁর নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে ৷ এর কারণ নিজেই জানালেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় ৷ বললেন, গত এক বছর ধরে তাঁর উপর নজর রেখেছে বাংলাদেশি জঙ্গিরা ৷ সেজন্যই তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷ আজ ইন্দোর প্রেস ক্লাবে এমনই মন্তব্য করেন BJP এই নেতা ।

আজ মধ্যপ্রদেশের ইন্দোর প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে এসেছিলেন কৈলাস । সেখানেই বক্তব্য রাখতে গিয়ে CAA নিয়ে কথা বলেন । তারপরই তিনি বলেন, তাঁর উপর নজর রেখেছে বাংলাদেশের জঙ্গিরা । এমন তথ্য সামনে আসার পর এক নিরাপত্তা সংস্থার নির্দেশে বাড়ানো হয়েছে তাঁর নিরাপত্তা । এমনকী তাঁর বাড়িতে কিছুদিন আগে যে শ্রমিকরা কাজে লেগেছিল তারাও না কি বাংলাদেশি অনুপ্রবেশকারী । তিনি নিয়োগের সময় জানতেন না । পরে জানতে পেরে তাদের সরান ।

নিজের নিরাপত্তা নিয়ে বলতে গিয়ে তিনি আরও বলেন, "আপনারা আমাকে এতদিন ধরে দেখছেন, আমি কী কোনওদিন নিরাপত্তারক্ষী রেখেছি ? আপনারা জানলে অবাক হবেন, এখানে বাংলাদেশের জঙ্গিরা আমার উপর এক বছর ধরে নজর রেখে চলেছে । রেকি করছে । এই কারণে এখন আমাকে অস্ত্রধারী নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতে হয় ।"

আজ পশ্চিমবঙ্গের BJP নেতা চন্দ্র বোসের মন্তব্যের জবাব দেন তিনি ৷ চন্দ্র বোস বলেছিলেন, "শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতা আছে বলে আমরা সন্ত্রাসের রাজনীতি করতে পারি না ।" চন্দ্র বোসের এই মন্তব্য নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয় সপ্তাহের শুরুতে । যা নিয়ে আজ কৈলাস বলেন, "উনি আমাদের দলে কিছুদিন হল যোগ দিয়েছেন । তাই দল ওঁর কথায় গুরুত্ব দেয়নি ।"

এই সংক্রান্ত আরও খবর : সংখ্যাগরিষ্ঠতা আছে বলেই আমরা সন্ত্রাসের রাজনীতি করতে পারি না : চন্দ্র বোস

ভোপাল, 23 জানুয়ারি : কখনও এত নিরাপত্তা নিয়ে আগে ঘোরেননি তিনি ৷ কিন্তু, এখন তাঁর নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে ৷ এর কারণ নিজেই জানালেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় ৷ বললেন, গত এক বছর ধরে তাঁর উপর নজর রেখেছে বাংলাদেশি জঙ্গিরা ৷ সেজন্যই তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷ আজ ইন্দোর প্রেস ক্লাবে এমনই মন্তব্য করেন BJP এই নেতা ।

আজ মধ্যপ্রদেশের ইন্দোর প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে এসেছিলেন কৈলাস । সেখানেই বক্তব্য রাখতে গিয়ে CAA নিয়ে কথা বলেন । তারপরই তিনি বলেন, তাঁর উপর নজর রেখেছে বাংলাদেশের জঙ্গিরা । এমন তথ্য সামনে আসার পর এক নিরাপত্তা সংস্থার নির্দেশে বাড়ানো হয়েছে তাঁর নিরাপত্তা । এমনকী তাঁর বাড়িতে কিছুদিন আগে যে শ্রমিকরা কাজে লেগেছিল তারাও না কি বাংলাদেশি অনুপ্রবেশকারী । তিনি নিয়োগের সময় জানতেন না । পরে জানতে পেরে তাদের সরান ।

নিজের নিরাপত্তা নিয়ে বলতে গিয়ে তিনি আরও বলেন, "আপনারা আমাকে এতদিন ধরে দেখছেন, আমি কী কোনওদিন নিরাপত্তারক্ষী রেখেছি ? আপনারা জানলে অবাক হবেন, এখানে বাংলাদেশের জঙ্গিরা আমার উপর এক বছর ধরে নজর রেখে চলেছে । রেকি করছে । এই কারণে এখন আমাকে অস্ত্রধারী নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতে হয় ।"

আজ পশ্চিমবঙ্গের BJP নেতা চন্দ্র বোসের মন্তব্যের জবাব দেন তিনি ৷ চন্দ্র বোস বলেছিলেন, "শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতা আছে বলে আমরা সন্ত্রাসের রাজনীতি করতে পারি না ।" চন্দ্র বোসের এই মন্তব্য নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয় সপ্তাহের শুরুতে । যা নিয়ে আজ কৈলাস বলেন, "উনি আমাদের দলে কিছুদিন হল যোগ দিয়েছেন । তাই দল ওঁর কথায় গুরুত্ব দেয়নি ।"

এই সংক্রান্ত আরও খবর : সংখ্যাগরিষ্ঠতা আছে বলেই আমরা সন্ত্রাসের রাজনীতি করতে পারি না : চন্দ্র বোস

Intro:इंदौर भाजपा महासचिव कैलाश विजयवर्गीय ने घुसपैठियों और आतंकवादियों से अपनी जान को खतरा बताया है आज इंदौर प्रेस क्लब में आयोजित एक परिसंवाद को संबोधित करते उन्होंने बताया कि बीते डेढ़ साल से बांग्लादेश के आतंकवादियों द्वारा उनकी रेकी कराई जा रही थी इस बात का खुलासा होने पर सुरक्षा एजेंसियों ने उनकी सुरक्षा बढ़ाई है कैलाश विजयवर्गीय ने बताया हाल ही में उनके घर के निर्माण कार्य में जो मजदूर लगाए गए थे वह भी बांग्लादेश के घुसपैठिए थे बाद में शंका होने पर उन्हें हटाया गया है



Body:दरअसल लोकतंत्र संविधान और नागरिकता विषय पर आयोजित परिसंवाद को संबोधित करते हुए कैलाश ने बताया इन दिनों आतंकियों और घुसपैठियों के कारण देश की आंतरिक और बाहरी सुरक्षा जरूरी है ऐसे दौर में सी ए ए जैसा कानून अत्यावश्यक है उन्होंने कहा सुरक्षा की स्थिति में देश सबसे पहले हैं भाजपा नेता चंद्र बोस द्वारा सी ए ए पर दिए गए बयान को लेकर उन्होंने कहा चंद्र बोस अभी पार्टी में नए आए हैं इसलिए पार्टी उनके बयान को गंभीरता से नहीं लेती उन्होंने कहा पार्टी में आंतरिक लोकतंत्र भी है इसमें सभी को अपनी अपनी बात कहने का अधिकार है गौरतलब है कि रायबगी को इन दिनों सीआईएसएफ की एक छह की सशस्त्र बटालियन ने अपने सुरक्षा घेरे में ले रखा है इधर हाल ही में पश्चिम बंगाल में भी विजयवर्गीय को उग्र भीड़ ने घेर लिया था इसके बाद सुरक्षा कर्मी ही उन्हें हमले पर उतारू भीड़ से बचा कर लाए थे


Conclusion:एक्सटेंशन कैलाश विजयवर्गीय भाजपा महासचिव
Last Updated : Jan 24, 2020, 12:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.