ETV Bharat / bharat

প্রতিহিংসা চরিতার্থ করলে বিচারব্যবস্থার চরিত্রহানি ঘটে : প্রধান বিচারপতি - প্রধান বিচারপতি

বিচারব্যবস্থা যদি প্রতিহিংসা পরায়ণ হয় তাহলে তার চরিত্রহানি হবে ৷ বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে ৷

SA Bobde
বোবদে
author img

By

Published : Dec 7, 2019, 5:56 PM IST

Updated : Dec 7, 2019, 6:45 PM IST

যোধপুর, 7 ডিসেম্বর : বিচার কখনও তাৎক্ষণিক হতে পারে না ৷ বিচারব্যবস্থা যদি প্রতিহিংসা পরায়ণ হয় তাহলে তার চরিত্রহানি হবে ৷ বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে ৷ আজ যোধপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি ৷ সেখানেই এই কথা বলেন ৷

অনুষ্ঠানে শরদ অরবিন্দ বোবদে বলেন, "বিচার কখনও তাৎক্ষণিক হওয়া উচিত নয় ৷ প্রতিহিংসার মনোভাব থেকে কখনও ন্যায় বিচার আসতে পারে না ৷ প্রতিহিংসা চরিতার্থ করলে বিচারের চরিত্রহানি ঘটবে ৷ তবে এটা নিয়ে কোনও সন্দেহ নেই যে বিচার প্রক্রিয়ায় সংশোধনের প্রয়োজন রয়েছে ৷"

হায়দরাবাদে পশু চিকিৎসককে গণধর্ষণ করে খুনের ঘটনায় গতকাল পুলিশি এনকাউন্টারে চার অভিযুক্তের মৃত্যু হয় ৷ হায়দরাবাদ পুলিশের তরফে জানানো হয়, অভিযুক্তরা তাদের বন্দুক কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করে ৷ ঠিক সেসময় এনকাউন্টার করা হয় ৷ হায়দরাবাদ পুলিশের এই ভূমিকার প্রশংসা করেন অনেকেই ৷ তবে মানবাধিকার সংগঠনগুলি এই এনকাউন্টারের নিন্দা করে ৷ ঠিক এই পরিস্থিতিতে সামনে এল দেশের প্রধান বিচারপতির বক্তব্য ৷

যোধপুর, 7 ডিসেম্বর : বিচার কখনও তাৎক্ষণিক হতে পারে না ৷ বিচারব্যবস্থা যদি প্রতিহিংসা পরায়ণ হয় তাহলে তার চরিত্রহানি হবে ৷ বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে ৷ আজ যোধপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি ৷ সেখানেই এই কথা বলেন ৷

অনুষ্ঠানে শরদ অরবিন্দ বোবদে বলেন, "বিচার কখনও তাৎক্ষণিক হওয়া উচিত নয় ৷ প্রতিহিংসার মনোভাব থেকে কখনও ন্যায় বিচার আসতে পারে না ৷ প্রতিহিংসা চরিতার্থ করলে বিচারের চরিত্রহানি ঘটবে ৷ তবে এটা নিয়ে কোনও সন্দেহ নেই যে বিচার প্রক্রিয়ায় সংশোধনের প্রয়োজন রয়েছে ৷"

হায়দরাবাদে পশু চিকিৎসককে গণধর্ষণ করে খুনের ঘটনায় গতকাল পুলিশি এনকাউন্টারে চার অভিযুক্তের মৃত্যু হয় ৷ হায়দরাবাদ পুলিশের তরফে জানানো হয়, অভিযুক্তরা তাদের বন্দুক কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করে ৷ ঠিক সেসময় এনকাউন্টার করা হয় ৷ হায়দরাবাদ পুলিশের এই ভূমিকার প্রশংসা করেন অনেকেই ৷ তবে মানবাধিকার সংগঠনগুলি এই এনকাউন্টারের নিন্দা করে ৷ ঠিক এই পরিস্থিতিতে সামনে এল দেশের প্রধান বিচারপতির বক্তব্য ৷

Unnao (UP), Dec 07 (ANI): Unnao rape victim's father and other relatives are demanding justice for their daughter. Her father said, "Accused should be hanged to death or kill them in an encounter". The 23-year-old Unnao rape victim was burnt alive on December 05. The victim passed away during treatment in Delhi yesterday, following cardiac arrest at Delhi's Safdarjung Hospital on the night of December 06.
Last Updated : Dec 7, 2019, 6:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.