ETV Bharat / bharat

বাল্য বিবাহ রোধে জুলিমার লড়াই কুর্নিশযোগ্য

শিক্ষার অধিকারের পক্ষে এবং বাল্য বিবাহের বিপক্ষে জুলিমার লড়াইয়ের স্বীকৃতি UNICEF দ্বারা পুরস্কৃত । গোটা দেশ থেকে যে 10 জনকে বাছা হয়েছে, তাঁদের মধ্যে জুলিমা একজন । নিজের এবং তাঁর চারপাশের সমাজের উন্নয়নের জন্য যাঁরা সারা জীবন ধরে কাজ করে চলেন, তাঁদেরই সম্মান জানিয়ে পুরস্কার দেয় UNICEF ।

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী
author img

By

Published : Dec 13, 2019, 3:05 PM IST

ভুবনেশ্বর, 13 ডিসেম্বর : কোন্ডো উপজাতিভুক্ত এক দরিদ্র পরিবারের সন্তান জুলিমা । তাঁর বাড়ি ওড়িশার বান্ধুডি এলাকায় । পরিবারকে আর্থিক দিক থেকে সাহায্য করার জন্য মাঝপথে পড়া থামিয়ে দিতে বাধ্য হয়েছিলেন তিনি । সেই সময় জুলিমা একটি বেসরকারি সংস্থার সঙ্গেও যুক্ত হন এবং স্বেচ্ছা সেবক হিসেবে কাজ করতে শুরু করেন । তাঁর সমাজে বাল্য বিবাহের বিরুদ্ধে লড়াই ছিল জুলিমার সে সময় সব থেকে বড় কাজ । কোন্ডো উপজাতিভুক্ত 12 টি নাবালিকা মেয়ের বিয়ে রুখেছেন তিনি ।

এর পর মুক্ত বিদ্যালয় থেকে দূরশিক্ষার মাধ্যমে লেখাপড়া শুরু করেন তিনি । পাশাপাশি স্কুলে যোগ দিতে এবং লেখাপড়া শুরু করতে তাঁর বন্ধু এবং সহকর্মীদের উৎসাহ দিতে থাকেন । স্কুলছুটদের স্কুলে ফিরিয়ে আনার কাজটাও এর সঙ্গে চালিয়ে যেতে থাকেন জুলিমা । তাদের দক্ষতা বৃদ্ধির দিকেও বিশেষ ভাবে নজর দেন ।

বর্তমানে জুলিমা শিশু অধিকার এবং বাল্য বিবাহ রোধের জন্য সচেতনতা প্রচারমূলক কাজ চালিয়ে যাচ্ছেন তাঁর উপজাতিভুক্ত মানুষগুলোর মধ্যে । শিক্ষার অধিকারের পক্ষে এবং বাল্য বিবাহের বিপক্ষে তাঁর লড়াইয়ের স্বীকৃতি UNICEF দ্বারা পুরস্কৃত । গোটা দেশ থেকে যে 10 জনকে বাছা হয়েছে, তাঁদের মধ্যে জুলিমা একজন । নিজের এবং তাঁর চারপাশের সমাজের উন্নয়নের জন্য যাঁরা সারা জীবন ধরে কাজ করে চলেন, তাঁদেরই সম্মান জানিয়ে পুরস্কার দেয় UNICEF ।

ভুবনেশ্বর, 13 ডিসেম্বর : কোন্ডো উপজাতিভুক্ত এক দরিদ্র পরিবারের সন্তান জুলিমা । তাঁর বাড়ি ওড়িশার বান্ধুডি এলাকায় । পরিবারকে আর্থিক দিক থেকে সাহায্য করার জন্য মাঝপথে পড়া থামিয়ে দিতে বাধ্য হয়েছিলেন তিনি । সেই সময় জুলিমা একটি বেসরকারি সংস্থার সঙ্গেও যুক্ত হন এবং স্বেচ্ছা সেবক হিসেবে কাজ করতে শুরু করেন । তাঁর সমাজে বাল্য বিবাহের বিরুদ্ধে লড়াই ছিল জুলিমার সে সময় সব থেকে বড় কাজ । কোন্ডো উপজাতিভুক্ত 12 টি নাবালিকা মেয়ের বিয়ে রুখেছেন তিনি ।

এর পর মুক্ত বিদ্যালয় থেকে দূরশিক্ষার মাধ্যমে লেখাপড়া শুরু করেন তিনি । পাশাপাশি স্কুলে যোগ দিতে এবং লেখাপড়া শুরু করতে তাঁর বন্ধু এবং সহকর্মীদের উৎসাহ দিতে থাকেন । স্কুলছুটদের স্কুলে ফিরিয়ে আনার কাজটাও এর সঙ্গে চালিয়ে যেতে থাকেন জুলিমা । তাদের দক্ষতা বৃদ্ধির দিকেও বিশেষ ভাবে নজর দেন ।

বর্তমানে জুলিমা শিশু অধিকার এবং বাল্য বিবাহ রোধের জন্য সচেতনতা প্রচারমূলক কাজ চালিয়ে যাচ্ছেন তাঁর উপজাতিভুক্ত মানুষগুলোর মধ্যে । শিক্ষার অধিকারের পক্ষে এবং বাল্য বিবাহের বিপক্ষে তাঁর লড়াইয়ের স্বীকৃতি UNICEF দ্বারা পুরস্কৃত । গোটা দেশ থেকে যে 10 জনকে বাছা হয়েছে, তাঁদের মধ্যে জুলিমা একজন । নিজের এবং তাঁর চারপাশের সমাজের উন্নয়নের জন্য যাঁরা সারা জীবন ধরে কাজ করে চলেন, তাঁদেরই সম্মান জানিয়ে পুরস্কার দেয় UNICEF ।

Doda (JandK), Dec 13 (ANI): High altitude areas received fresh snowfall in JandK on Dec 13. Snow blanket Doda district. Snowfall has hit the normal life out of order. The maximum and minimum temperature of Doda is hovering between 7 degree Celsius and 5 degree Celsius.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.