ETV Bharat / bharat

সাংবাদিক-পুত্রকে অপহরণ, 45 লাখ মুক্তিপণ দাবি

author img

By

Published : Oct 20, 2020, 1:56 PM IST

সাংবাদিক-পুত্রকে অপহরণ করে 45 লাখ টাকা মুক্তিপণ দাবি করল দুষ্কৃতীরা ৷ তেলাঙ্গানার মহবুবাবাদ শহরের ঘটনা ৷ পুলিশের মতে, অপহরণকারীরা শিশুটির পরিচিত ৷ তদন্তে পুলিশ ৷

ournalists_son_kidnapped_for_ransom_in_telangana
সাংবাদিক-পুত্রকে অপহরণ করে 45 লক্ষ টাকা মুক্তিপণ দাবি

হায়দরাবাদ (তেলাঙ্গানা), 20 অক্টোবর : সাংবাদিক-পুত্রকে অপহরণ করে 45 লাখ টাকা মুক্তিপণ দাবি করল দুষ্কৃতীরা ৷ গতকাল হায়দরাবাদে পুলিশের তরফে এ কথা জানানো হয়েছে ৷

গত রবিবার তেলাঙ্গানার মহবুবাবাদ শহরে সন্ধ্যা 7টা নাগাদ বাড়ির বাইরে খেলছিল এক সংবাদপত্রের সাংবাদিকের নয় বছরের পুত্র ৷ পুলিশ আধিকারিকদের মতে, অপহরণকারীদের চিনত সে এবং দুষ্কৃতীরা বাইকে চেপে এসে শিশুটিকে নিয়ে চম্পট দেয় ৷

অপহরণের পর ইন্টারনেট কলে শিশুটির মায়ের সঙ্গে ফোনে কথা বলে অপহরণকারীরা এবং মুক্তিপণ দাবি করে ৷ শিশুটিকে উদ্ধার করতে এবং অপহরণকারীদের সন্ধান পেতে পুলিশের একটি দল গঠন করা হয়েছে ৷ সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

হায়দরাবাদ (তেলাঙ্গানা), 20 অক্টোবর : সাংবাদিক-পুত্রকে অপহরণ করে 45 লাখ টাকা মুক্তিপণ দাবি করল দুষ্কৃতীরা ৷ গতকাল হায়দরাবাদে পুলিশের তরফে এ কথা জানানো হয়েছে ৷

গত রবিবার তেলাঙ্গানার মহবুবাবাদ শহরে সন্ধ্যা 7টা নাগাদ বাড়ির বাইরে খেলছিল এক সংবাদপত্রের সাংবাদিকের নয় বছরের পুত্র ৷ পুলিশ আধিকারিকদের মতে, অপহরণকারীদের চিনত সে এবং দুষ্কৃতীরা বাইকে চেপে এসে শিশুটিকে নিয়ে চম্পট দেয় ৷

অপহরণের পর ইন্টারনেট কলে শিশুটির মায়ের সঙ্গে ফোনে কথা বলে অপহরণকারীরা এবং মুক্তিপণ দাবি করে ৷ শিশুটিকে উদ্ধার করতে এবং অপহরণকারীদের সন্ধান পেতে পুলিশের একটি দল গঠন করা হয়েছে ৷ সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.