ETV Bharat / bharat

রামায়ণ থেকে নেতৃত্বের পাঠ, ওয়েবিনার আয়োজন করছে JNU - JNU to give leadership lessons through Ramayana

পড়ুয়াদের দিয়ে কিছু সৃষ্টিশীল করানোর জন্য একটি বিশেষ ওয়েবিনারের আয়োজন করতে চলেছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ৷

JNU to give leadership lessons through Ramayana
রামায়ন থেকে নেতৃত্বের পাঠ , ওয়েবিনার আয়োজন করতে চলেছে JNU
author img

By

Published : Apr 28, 2020, 5:39 PM IST

দিল্লি, 28 এপ্রিল : পড়ুয়াদের মাধ্যমে সৃষ্টিশীল কাজ করানোর জন্য একটি বিশেষ ওয়েবিনারের আয়োজন করতে চলেছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ৷ বিশেষ ওয়েবিনারটি হল রামায়ণ থেকে নেতৃত্বের পাঠ ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জগদেশ কুমার মামিদালা বলেন, " মহাত্মা গান্ধি বলেছিলেন যে ভগবান রামই তাঁর প্রভু ও কর্তা । মহাত্মা বলেছিলেন, ভগবান রাম প্রতিকূল পরিস্থিতিতেও কীভাবে সত্য, ন্যায়বিচার, সাম্যতা ধরে রাখতে শিখিয়েছিলেন ৷ বিশেষত, কোরোনা ভাইরাসের এই দুর্যোগের সময়ে আমাদের জীবনকে সমৃদ্ধ করতে রামায়ণের কাছ থেকে অনেক কিছু শেখার বিষয় আছে ৷ "

মামিদালা বলেন, " JNU রামায়ণ থেকে নেতৃত্বের পাঠের আয়োজন করেছে । ওই ওয়েবিনারে JNU-র পক্ষ থেকে সবাই স্বাগত ৷ " তিনি জানান, " এই ওয়েবিনার 2 থেকে 3 মে সকাল 8 টা থেকে বিকেল 4 টে পর্যন্ত চলবে ৷ JNU - এর স্কুল অফ সংস্কৃত ও ইন্ডিক স্টাডিজের অধ্যাপক সন্তোষ কুমার শুক্লা এবং ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক স্টাডিজ থেকে অধ্যাপক মাজ়া আসিফ এই ওয়েবনার পরিচালনা করবেন ৷ ওয়েবিনারটি কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ও অন্যান্য অধ্যাপকদের জন্য হবে ৷ "

সম্প্রতি, এই বিশ্ববিদ্যালয় থেকে কোরোনা সচেতনতা ও সুরক্ষার উপর ওয়েবিনার করা হয়েছিল ৷ COVID-19-এর চ্যালেঞ্জ ও তাঁর সমাধানের জন্য এটি হয়েছিল । দেশ ও বিদেশের প্রায় এক হাজারেরও বেশি লোক সেই ওয়েবিনারে অংশ নিয়েছিল ।

দিল্লি, 28 এপ্রিল : পড়ুয়াদের মাধ্যমে সৃষ্টিশীল কাজ করানোর জন্য একটি বিশেষ ওয়েবিনারের আয়োজন করতে চলেছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ৷ বিশেষ ওয়েবিনারটি হল রামায়ণ থেকে নেতৃত্বের পাঠ ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জগদেশ কুমার মামিদালা বলেন, " মহাত্মা গান্ধি বলেছিলেন যে ভগবান রামই তাঁর প্রভু ও কর্তা । মহাত্মা বলেছিলেন, ভগবান রাম প্রতিকূল পরিস্থিতিতেও কীভাবে সত্য, ন্যায়বিচার, সাম্যতা ধরে রাখতে শিখিয়েছিলেন ৷ বিশেষত, কোরোনা ভাইরাসের এই দুর্যোগের সময়ে আমাদের জীবনকে সমৃদ্ধ করতে রামায়ণের কাছ থেকে অনেক কিছু শেখার বিষয় আছে ৷ "

মামিদালা বলেন, " JNU রামায়ণ থেকে নেতৃত্বের পাঠের আয়োজন করেছে । ওই ওয়েবিনারে JNU-র পক্ষ থেকে সবাই স্বাগত ৷ " তিনি জানান, " এই ওয়েবিনার 2 থেকে 3 মে সকাল 8 টা থেকে বিকেল 4 টে পর্যন্ত চলবে ৷ JNU - এর স্কুল অফ সংস্কৃত ও ইন্ডিক স্টাডিজের অধ্যাপক সন্তোষ কুমার শুক্লা এবং ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক স্টাডিজ থেকে অধ্যাপক মাজ়া আসিফ এই ওয়েবনার পরিচালনা করবেন ৷ ওয়েবিনারটি কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ও অন্যান্য অধ্যাপকদের জন্য হবে ৷ "

সম্প্রতি, এই বিশ্ববিদ্যালয় থেকে কোরোনা সচেতনতা ও সুরক্ষার উপর ওয়েবিনার করা হয়েছিল ৷ COVID-19-এর চ্যালেঞ্জ ও তাঁর সমাধানের জন্য এটি হয়েছিল । দেশ ও বিদেশের প্রায় এক হাজারেরও বেশি লোক সেই ওয়েবিনারে অংশ নিয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.