ETV Bharat / bharat

5G আসছে জিও-র, উৎসর্গ 'আত্মনির্ভর ভারত'-কে - Atmanirbhar Bharat

আগামী বছর 5G নেটওয়ার্ক আনছে জিও । আজ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়ের চেয়ারম্যান মুকেশ আম্বানি একথা ঘোষণা করেন ।

Jio
ফাইল ছবি
author img

By

Published : Jul 15, 2020, 2:32 PM IST

Updated : Jul 15, 2020, 4:15 PM IST

মুম্বই, 15 জুলাই : আগামী বছর 5G নেটওয়ার্ক আনছে জিও । আজ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়ের বার্ষিক সাধারণ সভায় চেয়ারম্যান মুকেশ আম্বানি একথা ঘোষণা করেন । তিনি বলেন, "আত্মনির্ভর ভারত-কে উৎসর্গ করা হচ্ছে ।"

আজ রিলায়েন্স ইন্ডস্ট্রিজ়ের 43 তম বার্ষিক সাধারণ সভা হয় । কোরোনার জেরে এই প্রথমবার ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভার আয়োজন করেছে রিলায়েন্স গ্রুপ । সেখানে মুকেশ আম্বানি জানান, জিও প্লাটফর্মে 33 হাজার 737 কোটি টাকা বিনিয়োগ করবে গুগল ৷ যা জিও-র 7.7 শতাংশ শেয়ার । গুগলের এই বিনিয়োগের ঘোষণা নিয়ে 22 এপ্রিল থেকে এখনও পর্যন্ত জিও প্লাটফর্মে 14 টি বিনিয়োগ এল ।

সম্প্রতি জিও প্লাটফর্মে ফেসবুক, জেনেরাল অ্যাটল্যান্টিক, KKR ও ইনটেল কর্পোরেশনের মতো অ্যামেরিকান বহুজাতিক সংস্থা বিনিয়োগ করেছে । এছাড়াও আবু ধাবির মাবুডালা, আবি ধাবির ইনভেস্টমেন্ট অথরিটি ও সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডও বিনিয়োগ করেছে জিও প্লাটফর্মে ।

এদিকে কেন্দ্র ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে 5G স্পেকট্রামের নিলাম চালু করার । আর ঠিক এই সময়েই জিও প্লাটফর্মে 33 হাজার 737 কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিল গুগল ।

ভারতীয় ডিজিটাল প্রযুক্তিতে গতি আনতে আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে 10 বিলিয়ন অ্যামেরিকান ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে গুগল । সোমবারই এই সংক্রান্ত ঘোষণা করেছিল গুগল ।

মুম্বই, 15 জুলাই : আগামী বছর 5G নেটওয়ার্ক আনছে জিও । আজ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়ের বার্ষিক সাধারণ সভায় চেয়ারম্যান মুকেশ আম্বানি একথা ঘোষণা করেন । তিনি বলেন, "আত্মনির্ভর ভারত-কে উৎসর্গ করা হচ্ছে ।"

আজ রিলায়েন্স ইন্ডস্ট্রিজ়ের 43 তম বার্ষিক সাধারণ সভা হয় । কোরোনার জেরে এই প্রথমবার ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভার আয়োজন করেছে রিলায়েন্স গ্রুপ । সেখানে মুকেশ আম্বানি জানান, জিও প্লাটফর্মে 33 হাজার 737 কোটি টাকা বিনিয়োগ করবে গুগল ৷ যা জিও-র 7.7 শতাংশ শেয়ার । গুগলের এই বিনিয়োগের ঘোষণা নিয়ে 22 এপ্রিল থেকে এখনও পর্যন্ত জিও প্লাটফর্মে 14 টি বিনিয়োগ এল ।

সম্প্রতি জিও প্লাটফর্মে ফেসবুক, জেনেরাল অ্যাটল্যান্টিক, KKR ও ইনটেল কর্পোরেশনের মতো অ্যামেরিকান বহুজাতিক সংস্থা বিনিয়োগ করেছে । এছাড়াও আবু ধাবির মাবুডালা, আবি ধাবির ইনভেস্টমেন্ট অথরিটি ও সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডও বিনিয়োগ করেছে জিও প্লাটফর্মে ।

এদিকে কেন্দ্র ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে 5G স্পেকট্রামের নিলাম চালু করার । আর ঠিক এই সময়েই জিও প্লাটফর্মে 33 হাজার 737 কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিল গুগল ।

ভারতীয় ডিজিটাল প্রযুক্তিতে গতি আনতে আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে 10 বিলিয়ন অ্যামেরিকান ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে গুগল । সোমবারই এই সংক্রান্ত ঘোষণা করেছিল গুগল ।

Last Updated : Jul 15, 2020, 4:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.