ETV Bharat / bharat

কোরোনা প্রাণ নিল ঝাড়খণ্ডে একই পরিবারের ছয় সদস্যের

ঝাড়খণ্ডের ধানবাদে কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচ ছেলের সাথে 85 বছর বয়সী এক মহিলা মারা গেছেন। খবরে বলা হয়েছে, আত্মীয়দের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার পরে মহিলা আক্রান্ত হয়েছিলেন।

Ranchi
Ranchi
author img

By

Published : Jul 22, 2020, 1:43 AM IST

ধনবাদ,21 জুলাই : ঝাড়খণ্ডের ভাগমারাতে কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একই পরিবারের ছয় সদস্য মারা গেলেন। 85 বছর বয়সি মা এবং তাঁর 5 ছেলে। ধনবাদের ক্যাটরাস এলাকার রানীবাজারের বাসিন্দা ছিলেন তাঁরা।

জানা গেছে, ওই বৃদ্ধা জুলাই মাসে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন । তারপর থেকেই তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে । একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য তাঁকে ভরতি করা হয়। সেই মাসেই ওই বৃদ্ধা মারা যান। সেই মাসেই তাঁর 5 ছেলের মধ্যে 4 ছেলের মধ্যে 2 ছেলে স্থানীয় কোভিড-19 হাসপাতালে এবং বাকি দু'জন PMCH হাসপাতালে কোরোনা আক্রান্ত হয়ে মারা যান। ওই বৃদ্ধার ছোটো ছেলে সম্প্রতি রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (রিমস) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ধনবাদ,21 জুলাই : ঝাড়খণ্ডের ভাগমারাতে কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একই পরিবারের ছয় সদস্য মারা গেলেন। 85 বছর বয়সি মা এবং তাঁর 5 ছেলে। ধনবাদের ক্যাটরাস এলাকার রানীবাজারের বাসিন্দা ছিলেন তাঁরা।

জানা গেছে, ওই বৃদ্ধা জুলাই মাসে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন । তারপর থেকেই তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে । একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য তাঁকে ভরতি করা হয়। সেই মাসেই ওই বৃদ্ধা মারা যান। সেই মাসেই তাঁর 5 ছেলের মধ্যে 4 ছেলের মধ্যে 2 ছেলে স্থানীয় কোভিড-19 হাসপাতালে এবং বাকি দু'জন PMCH হাসপাতালে কোরোনা আক্রান্ত হয়ে মারা যান। ওই বৃদ্ধার ছোটো ছেলে সম্প্রতি রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (রিমস) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.