পাকুর (ঝাড়খণ্ড), 2 মে: আটকে পড়া প্রায় 400 শ্রমিককে পশ্চিমবঙ্গে ফেরানোর ব্যবস্থা করল ঝাড়খণ্ড সরকার । এক সরকারি আধিকারিক জানিয়েছেন, কেন্দ্রীয় নির্দেশিকা পাওয়ার পর গতকাল ঝাড়খণ্ড সরকারের পক্ষ থেকে তাঁদের পশ্চিমবঙ্গে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় । ওই শ্রমিকরা 28 দিন কোয়ারানটিনে ছিলেন । বাসে তোলার আগে প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং করা হয়েছে ।
পশ্চিমবঙ্গের বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদার মতো বিভিন্ন জেলা থেকে ঝাড়খণ্ডে কাজ করতে গেছিলেন ওই শ্রমিকরা । লকডাউনের কারণে কাজ বন্ধ হয়ে যায় । এরপর আর নিজের রাজ্যে ফিরতে পারছিলেন না । স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা পাওয়ার পর তাঁদের রাজ্যে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয় ঝাড়খণ্ড সরকারের তরফে ।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ঘোষণা করা হয়, শর্তসাপেক্ষে লকডাউনের মধ্যে ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিক, তীর্থযাত্রী, পর্যটক, পড়ুয়াদের যাতায়াতের অনুমতি মিলবে । লকডাউনের মধ্যে গতকাল প্রথম রেলের তরফে একটি বিশেষ ট্রেনে 1200 শ্রমিককে তেলাঙ্গানার লিঙ্গমপল্লি থেকে ঝাড়খণ্ডের হাতিয়ায় পৌঁছে দেওয়া হয় ।