ETV Bharat / bharat

সিইও-র পদ ছাড়বেন অ্যামাজ়নের প্রতিষ্ঠাতা বেজোস - amazon'

জেফ বেজোসের জায়গায় অ্যান্ডি জেসি অ্যামাজনের নতুন সিইও হতে চলেছেন ৷ জেফ বেজোসকে কার্যনির্বাহী চেয়ারম্যান নিযুক্ত হবেন বলেন বলে জানা গিয়েছে ৷

ছবি
ছবি
author img

By

Published : Feb 3, 2021, 9:09 AM IST

Updated : Feb 3, 2021, 5:07 PM IST

ওয়াশিংটন, 3 ফেব্রুয়ারি : পদত্যাগ করতে চলেছেন অ্যামাজ়নের সিইও জেফ বেজোস ৷ চিফ এক্জ়িকিউটিভের সিইও-র পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷ গতকাল এই কথা ঘোষণা করেন বেজোস ৷

27 বছর আগে বেজোসের হাত ধরে অ্যামাজ়নের প্রতিষ্ঠা হয় ৷ একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, এই বছরের শেষের দিকে জেফ বেজোস সিইও পদ ছাড়েত চলেছেন ৷ তাঁর জায়গায় অ্যামাজ়নের নতুন সিইও হবেন অ্যান্ডি জেসি ৷

2020-র 31 ডিসেম্বরের শেষ দিকে যখন সংস্থার তরফে আর্থিক রেজ়াল্ট বের করা হয় তখন পদত্যাগের কথা জানানো হয় ৷ জানা গিয়েছে, সংস্থাটি 2020 সালের শেষ তিন মাসে বিক্রি করে 100 বিলিয়ন রেকর্ড করেছে।

ওয়াশিংটন, 3 ফেব্রুয়ারি : পদত্যাগ করতে চলেছেন অ্যামাজ়নের সিইও জেফ বেজোস ৷ চিফ এক্জ়িকিউটিভের সিইও-র পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷ গতকাল এই কথা ঘোষণা করেন বেজোস ৷

27 বছর আগে বেজোসের হাত ধরে অ্যামাজ়নের প্রতিষ্ঠা হয় ৷ একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, এই বছরের শেষের দিকে জেফ বেজোস সিইও পদ ছাড়েত চলেছেন ৷ তাঁর জায়গায় অ্যামাজ়নের নতুন সিইও হবেন অ্যান্ডি জেসি ৷

2020-র 31 ডিসেম্বরের শেষ দিকে যখন সংস্থার তরফে আর্থিক রেজ়াল্ট বের করা হয় তখন পদত্যাগের কথা জানানো হয় ৷ জানা গিয়েছে, সংস্থাটি 2020 সালের শেষ তিন মাসে বিক্রি করে 100 বিলিয়ন রেকর্ড করেছে।

Last Updated : Feb 3, 2021, 5:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.