ETV Bharat / bharat

নিজে পরীক্ষা না দিয়েই JEE-তে অসমে শীর্ষস্থান, গ্রেপ্তার 5 - JEE Mains Topper In Assam Arrested, Allegedly Used Proxy For Exam

JEE মেইনস পরীক্ষা হল দেশের ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা ৷ এতে উত্তীর্ণ হলেই IIT-সহ দেশের শীর্ষ ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভরতি হওয়া যায় ৷

JEE Mains Topper In Assam Arrested, Allegedly Used Proxy For Exam
অসমে JEE মেইনসে প্রক্সি করে গ্রেপ্তার 5
author img

By

Published : Oct 29, 2020, 2:32 PM IST

গুয়াহাটি, 29 অক্টোবর : পর্দার মুন্নাভাইয়ের ঘটনা এবার বাস্তবে ৷ অসমের গুয়াহাটির ঘটনা ৷ পরীক্ষা JEE মেইনস ৷ অসমে JEE মেইনস পরীক্ষায় অসমে শীর্ষস্থান অধিকারীর বিরুদ্ধে অভিযোগ, JEE মেইনস পরীক্ষায় সে নিজে পরীক্ষা না দিয়ে তার জায়গায় পরীক্ষা দিয়েছে অন্য কেউ ৷ এমনই জানিয়েছে গুয়াহাটি পুলিশ ৷ ঘটনায় ধৃত 5 জন ৷ ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ ৷

JEE মেইনস পরীক্ষা হল দেশের ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা ৷ এতে উত্তীর্ণ হলেই IIT - সহ দেশের শীর্ষ ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভরতি হওয়া যায় ৷ গুয়াহাটি পুলিশ জানিয়েছে, ওই JEE মেইনস পরীক্ষার্থীর নাম নীল নক্ষত্র দাস ৷ JEE মেইনস পরীক্ষায় এবছর সে পেয়েছে মোট 99.8 শতাংশ নম্বর ৷ তার বাবা ডঃ জ্যোতির্ময় দাস ৷ গ্রেপ্তার করা হয়েছে দু'জনকেই ৷ পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে পরীক্ষা কেন্দ্রের তিন কর্মী হেমেন্দ্রনাথ শর্মী, প্রাঞ্জল কাঞ্জিলাল ও হীরুলাল পাঠক ৷ তাদের আজ স্থানীয় আদালতে পেশ করা হয়েছে ৷

গুয়াহাটি পুলিশ কমিশনার MP গুপ্তা জানিয়েছেন, " অসমের আজ়ারা থানায় একটি FIR দায়ের করা হয় ৷ অভিযোগ ছিল নীল নক্ষত্র দাসের বদলে পরীক্ষা দিয়েছে তার প্রক্সি ৷ এরপর আমরা ঘটনার তদন্ত করি ৷ জানতে পারি সত্যিই পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে প্রক্সি ব্যবহার করা হয়েছিল ৷ তাদের সাহায্য করেছিল অন্য একটি এজেন্সি , যারা মধ্যবর্তী হয়ে কাজ করেছিল ৷ "

তিনি আরও বলেন, " পরীক্ষাকেন্দ্রের কর্মীরাও এর সঙ্গে জড়িত ৷ আমরা ঘটনা জড়িত অন্যান্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছি ৷ এটা হতে পারে স্বাভাবিক ঘটনা ৷ কিন্তু এর পিছনে বড় কোনও কেলেঙ্কারির ঘটনাও জড়িত থাকতে পারে ৷ "

মিত্রদেব শর্মা নামের এক ব্যক্তি গত সপ্তাহে এই ঘটনার অভিযোগ দায়ের করে ৷ এরপর ফোনের কল রেকর্ডিং , সোশাল মিডিয়া ও হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে অভিযুক্তের উপর সন্দেহ বাড়ে পুলিশের ৷ পুলিশের মতে, পরীক্ষা কেন্দ্রের ইনভিজ়িলেটর ওই পরীক্ষার্থীকে সাহায্য করেছে ৷ উত্তরপত্রে শুধুমাত্র নাম ও রোল নম্বর লেখার জন্যই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছিল সে ৷ এরপর বাইরে দাঁড়িয়ে থাকা প্রক্সিই তার উত্তরপত্রে পরীক্ষা দেয় ৷ ওই পরীক্ষাকেন্দ্রটিকে সিল করে দেওয়া হয়েছে ৷ ডেকে পাঠানো হয়েছে পরীক্ষাকেন্দ্রের ম্যানেজমেন্ট ৷ ঘটনা সম্পর্কে NIA-কে জানিয়েছে অসম পুলিশ ৷

গুয়াহাটি, 29 অক্টোবর : পর্দার মুন্নাভাইয়ের ঘটনা এবার বাস্তবে ৷ অসমের গুয়াহাটির ঘটনা ৷ পরীক্ষা JEE মেইনস ৷ অসমে JEE মেইনস পরীক্ষায় অসমে শীর্ষস্থান অধিকারীর বিরুদ্ধে অভিযোগ, JEE মেইনস পরীক্ষায় সে নিজে পরীক্ষা না দিয়ে তার জায়গায় পরীক্ষা দিয়েছে অন্য কেউ ৷ এমনই জানিয়েছে গুয়াহাটি পুলিশ ৷ ঘটনায় ধৃত 5 জন ৷ ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ ৷

JEE মেইনস পরীক্ষা হল দেশের ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা ৷ এতে উত্তীর্ণ হলেই IIT - সহ দেশের শীর্ষ ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভরতি হওয়া যায় ৷ গুয়াহাটি পুলিশ জানিয়েছে, ওই JEE মেইনস পরীক্ষার্থীর নাম নীল নক্ষত্র দাস ৷ JEE মেইনস পরীক্ষায় এবছর সে পেয়েছে মোট 99.8 শতাংশ নম্বর ৷ তার বাবা ডঃ জ্যোতির্ময় দাস ৷ গ্রেপ্তার করা হয়েছে দু'জনকেই ৷ পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে পরীক্ষা কেন্দ্রের তিন কর্মী হেমেন্দ্রনাথ শর্মী, প্রাঞ্জল কাঞ্জিলাল ও হীরুলাল পাঠক ৷ তাদের আজ স্থানীয় আদালতে পেশ করা হয়েছে ৷

গুয়াহাটি পুলিশ কমিশনার MP গুপ্তা জানিয়েছেন, " অসমের আজ়ারা থানায় একটি FIR দায়ের করা হয় ৷ অভিযোগ ছিল নীল নক্ষত্র দাসের বদলে পরীক্ষা দিয়েছে তার প্রক্সি ৷ এরপর আমরা ঘটনার তদন্ত করি ৷ জানতে পারি সত্যিই পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে প্রক্সি ব্যবহার করা হয়েছিল ৷ তাদের সাহায্য করেছিল অন্য একটি এজেন্সি , যারা মধ্যবর্তী হয়ে কাজ করেছিল ৷ "

তিনি আরও বলেন, " পরীক্ষাকেন্দ্রের কর্মীরাও এর সঙ্গে জড়িত ৷ আমরা ঘটনা জড়িত অন্যান্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছি ৷ এটা হতে পারে স্বাভাবিক ঘটনা ৷ কিন্তু এর পিছনে বড় কোনও কেলেঙ্কারির ঘটনাও জড়িত থাকতে পারে ৷ "

মিত্রদেব শর্মা নামের এক ব্যক্তি গত সপ্তাহে এই ঘটনার অভিযোগ দায়ের করে ৷ এরপর ফোনের কল রেকর্ডিং , সোশাল মিডিয়া ও হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে অভিযুক্তের উপর সন্দেহ বাড়ে পুলিশের ৷ পুলিশের মতে, পরীক্ষা কেন্দ্রের ইনভিজ়িলেটর ওই পরীক্ষার্থীকে সাহায্য করেছে ৷ উত্তরপত্রে শুধুমাত্র নাম ও রোল নম্বর লেখার জন্যই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছিল সে ৷ এরপর বাইরে দাঁড়িয়ে থাকা প্রক্সিই তার উত্তরপত্রে পরীক্ষা দেয় ৷ ওই পরীক্ষাকেন্দ্রটিকে সিল করে দেওয়া হয়েছে ৷ ডেকে পাঠানো হয়েছে পরীক্ষাকেন্দ্রের ম্যানেজমেন্ট ৷ ঘটনা সম্পর্কে NIA-কে জানিয়েছে অসম পুলিশ ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.