ETV Bharat / bharat

শহিদ গ্রামের ছেলে, চিন বিরোধী স্লোগান উঠল হিমাচলের কারোঠায় - ভারত চীন যুদ্ধ

লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারত-চিন সীমান্তে সংঘর্ষে শহিদ হয়েছেন অঙ্কুশ ঠাকুর । হিমাচলের ভোরনাজ মহকুমার কারোঠা গ্রামের বাসিন্দা তিনি ৷

jawan from himachal killed in indo china clash
সেপাই অঙ্কুশ ঠাকুর।
author img

By

Published : Jun 18, 2020, 10:36 AM IST

হামিরপুর, 17 জুন: হিমাচল প্রদেশের কারোঠা গ্রামে খবর পৌঁছাতেই শহিদ জওয়ানের বাড়িতে ভিড় করলেন প্রতিবেশীরা ৷ সোমবার রাতে লাদাখের গালওয়ান ভ্যালিতে চিন সেনার সঙ্গে সংঘর্ষে শহিদ হন 21 বছরের অঙ্কুশ ঠাকুর।

সোমবার রাতে লাদাখের ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা তৈরি হয় ৷ যার জেরে শহিদ হন তিন ভারতীয় সেনাকর্মী । সেই সময় গুরুতর জখম হন আরও 17 জন ৷ মঙ্গলবার রাতে ভারতীয় সেনার তরফে জানানো হয়, অতিরিক্ত ঠান্ডার জেরে ওই 17 জনের মৃত্যু হয়েছে ৷ তাঁদের অন্যতম ভোরনাজ মহকুমার কারোঠা গ্রামের বাসিন্দা অঙ্কুশ ঠাকুর ৷

2018 সালে পঞ্জাব রেজিমেন্ট যোগ দেন অঙ্কুশ ৷ তাঁর বাবা ও ঠাকুরদাও সেনাকর্মী ছিলেন ৷ মঙ্গলবার রাতে ভারতীয় সেনার তরফে কারোঠা গ্রাম পঞ্চায়েতে ফোন করে অঙ্কুশ ঠাকুরের শহিদ হওয়ার খবর জানানো হয় ৷ গ্রামের ছেলের শহিদ হওয়ার খবর পেতেই গ্রামের বাসিন্দারা চিন-বিরোধী স্লোগান তোলেন ৷ রাষ্ট্রীয় মর্যাদায় অঙ্কুশ ঠাকুরের শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে ৷

হামিরপুর, 17 জুন: হিমাচল প্রদেশের কারোঠা গ্রামে খবর পৌঁছাতেই শহিদ জওয়ানের বাড়িতে ভিড় করলেন প্রতিবেশীরা ৷ সোমবার রাতে লাদাখের গালওয়ান ভ্যালিতে চিন সেনার সঙ্গে সংঘর্ষে শহিদ হন 21 বছরের অঙ্কুশ ঠাকুর।

সোমবার রাতে লাদাখের ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা তৈরি হয় ৷ যার জেরে শহিদ হন তিন ভারতীয় সেনাকর্মী । সেই সময় গুরুতর জখম হন আরও 17 জন ৷ মঙ্গলবার রাতে ভারতীয় সেনার তরফে জানানো হয়, অতিরিক্ত ঠান্ডার জেরে ওই 17 জনের মৃত্যু হয়েছে ৷ তাঁদের অন্যতম ভোরনাজ মহকুমার কারোঠা গ্রামের বাসিন্দা অঙ্কুশ ঠাকুর ৷

2018 সালে পঞ্জাব রেজিমেন্ট যোগ দেন অঙ্কুশ ৷ তাঁর বাবা ও ঠাকুরদাও সেনাকর্মী ছিলেন ৷ মঙ্গলবার রাতে ভারতীয় সেনার তরফে কারোঠা গ্রাম পঞ্চায়েতে ফোন করে অঙ্কুশ ঠাকুরের শহিদ হওয়ার খবর জানানো হয় ৷ গ্রামের ছেলের শহিদ হওয়ার খবর পেতেই গ্রামের বাসিন্দারা চিন-বিরোধী স্লোগান তোলেন ৷ রাষ্ট্রীয় মর্যাদায় অঙ্কুশ ঠাকুরের শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.