ETV Bharat / bharat

প্রতিবাদ অব্যাহত, JNUSU-র উদ্যোগে শুরু নাগরিক মিছিল - JNU ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ

উপাচার্যের পদত্যাগের দাবিতে ও হামলাকারীদের শাস্তি চেয়ে এই প্রতিবাদ মিছিল JNUSU-র । এছাড়াও দেশের নানা প্রান্তে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়াদের উপর বারবার যে আঘাত হানা হচ্ছে তারও প্রতিবাদ জানাচ্ছে JNUSU । দুপুর 12টায় মান্ডি হাউসে জমায়েত হয়ে শুরু হবে মিছিল ।

JNU
JNU
author img

By

Published : Jan 9, 2020, 11:52 AM IST

Updated : Jan 9, 2020, 1:49 PM IST

দিল্লি, 9 জানুয়ারি : বিশ্ববিদ্যালয়ে দুষ্কৃতী হামলার প্রতিবাদে আজ নাগরিক মিছিল । জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের উদ্যোগে এই মিছিলে হাঁটছেন পড়ুয়া ও অধ্যাপক । যোগ দিয়েছেন সাধারণ মানুষও । । কড়া পুলিশ নিরাপত্তা রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রধান দ্বারের বাইরে । কড়া নিরাপত্তা বিশ্ববিদ্যালয় চত্বরে ।

উপাচার্যের পদত্যাগের দাবিতে ও হামলাকারীদের শাস্তি চেয়ে এই প্রতিবাদ মিছিল JNUSU-র । এছাড়াও দেশের নানা প্রান্তে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়াদের উপর বারবার যে আঘাত হানা হচ্ছে তারও প্রতিবাদ জানাচ্ছে JNUSU । দুপুর 12টায় মান্ডি হাউসে জমায়েত হয়ে শুরু হবে মিছিল । মানবসম্পদউন্নয়ন মন্ত্রক অবধি মিছিলে হাঁটবেন পড়ুয়ারা, থাকবেন সাধারণ মানুষও ।

স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সঙ্গে 13 জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় কুমার এবং দিল্লি পুলিশ কমিশনার অমূল্য পটনায়েক দেখা করবেন । দিল্লিতে বাড়তে থাকা অপরাধ নিয়ে আলোচনা হবে । জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বিষয়ে কথা হবে তাঁদের ।

5 জানুয়ারি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা চালাল দুষ্কৃতীরা । আক্রান্ত JNU ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ । পাশাপাশি অধ্যাপকদেরও মারধর করা হয় । জখম হয়েছেন অধ্যাপিকা সুচরিতা সেন । জখম 18 ছাত্র-ছাত্রী । পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা । এই হামলায় প্রাথমিকভাবে ABVP-র বিরুদ্ধে অভিযোগ আনে JNUSU । যদিও এই অভিযোগ অস্বীকার করে ABVP । পরবর্তীতে হিন্দু রক্ষা দল এই হামলার দায় স্বীকার করে । এখনও পর্যন্ত ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি । অভিযোগ উঠেছে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও ।

ঐশী ঘোষ সহ আরও 19 জনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সার্ভার রুম ভাঙচুরের ঘটনায় মামলা রুজু করে দিল্লি পুলিশ ৷ গতকাল FIR করেন ঐশী ঘোষও । খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ ।

দিল্লি, 9 জানুয়ারি : বিশ্ববিদ্যালয়ে দুষ্কৃতী হামলার প্রতিবাদে আজ নাগরিক মিছিল । জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের উদ্যোগে এই মিছিলে হাঁটছেন পড়ুয়া ও অধ্যাপক । যোগ দিয়েছেন সাধারণ মানুষও । । কড়া পুলিশ নিরাপত্তা রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রধান দ্বারের বাইরে । কড়া নিরাপত্তা বিশ্ববিদ্যালয় চত্বরে ।

উপাচার্যের পদত্যাগের দাবিতে ও হামলাকারীদের শাস্তি চেয়ে এই প্রতিবাদ মিছিল JNUSU-র । এছাড়াও দেশের নানা প্রান্তে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়াদের উপর বারবার যে আঘাত হানা হচ্ছে তারও প্রতিবাদ জানাচ্ছে JNUSU । দুপুর 12টায় মান্ডি হাউসে জমায়েত হয়ে শুরু হবে মিছিল । মানবসম্পদউন্নয়ন মন্ত্রক অবধি মিছিলে হাঁটবেন পড়ুয়ারা, থাকবেন সাধারণ মানুষও ।

স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সঙ্গে 13 জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় কুমার এবং দিল্লি পুলিশ কমিশনার অমূল্য পটনায়েক দেখা করবেন । দিল্লিতে বাড়তে থাকা অপরাধ নিয়ে আলোচনা হবে । জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বিষয়ে কথা হবে তাঁদের ।

5 জানুয়ারি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা চালাল দুষ্কৃতীরা । আক্রান্ত JNU ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ । পাশাপাশি অধ্যাপকদেরও মারধর করা হয় । জখম হয়েছেন অধ্যাপিকা সুচরিতা সেন । জখম 18 ছাত্র-ছাত্রী । পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা । এই হামলায় প্রাথমিকভাবে ABVP-র বিরুদ্ধে অভিযোগ আনে JNUSU । যদিও এই অভিযোগ অস্বীকার করে ABVP । পরবর্তীতে হিন্দু রক্ষা দল এই হামলার দায় স্বীকার করে । এখনও পর্যন্ত ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি । অভিযোগ উঠেছে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও ।

ঐশী ঘোষ সহ আরও 19 জনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সার্ভার রুম ভাঙচুরের ঘটনায় মামলা রুজু করে দিল্লি পুলিশ ৷ গতকাল FIR করেন ঐশী ঘোষও । খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ ।

Surat (Gujarat), Jan 09 (ANI): A tempo loaded with LPG cylinder caught fire on Jan 09. The mishap took place in Gujarat's Surat. Fire tenders are at the spot to douse the flame. The reason for the blast is yet to be ascertained. Further details are awaited.
Last Updated : Jan 9, 2020, 1:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.