দিল্লি, 9 জানুয়ারি : বিশ্ববিদ্যালয়ে দুষ্কৃতী হামলার প্রতিবাদে আজ নাগরিক মিছিল । জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের উদ্যোগে এই মিছিলে হাঁটছেন পড়ুয়া ও অধ্যাপক । যোগ দিয়েছেন সাধারণ মানুষও । । কড়া পুলিশ নিরাপত্তা রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রধান দ্বারের বাইরে । কড়া নিরাপত্তা বিশ্ববিদ্যালয় চত্বরে ।
উপাচার্যের পদত্যাগের দাবিতে ও হামলাকারীদের শাস্তি চেয়ে এই প্রতিবাদ মিছিল JNUSU-র । এছাড়াও দেশের নানা প্রান্তে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়াদের উপর বারবার যে আঘাত হানা হচ্ছে তারও প্রতিবাদ জানাচ্ছে JNUSU । দুপুর 12টায় মান্ডি হাউসে জমায়েত হয়ে শুরু হবে মিছিল । মানবসম্পদউন্নয়ন মন্ত্রক অবধি মিছিলে হাঁটবেন পড়ুয়ারা, থাকবেন সাধারণ মানুষও ।
-
Delhi: Protests continue in Jawaharlal Nehru University against the January 5 violence in the campus. pic.twitter.com/ReFcw4TxZn
— ANI (@ANI) January 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Delhi: Protests continue in Jawaharlal Nehru University against the January 5 violence in the campus. pic.twitter.com/ReFcw4TxZn
— ANI (@ANI) January 9, 2020Delhi: Protests continue in Jawaharlal Nehru University against the January 5 violence in the campus. pic.twitter.com/ReFcw4TxZn
— ANI (@ANI) January 9, 2020
স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সঙ্গে 13 জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় কুমার এবং দিল্লি পুলিশ কমিশনার অমূল্য পটনায়েক দেখা করবেন । দিল্লিতে বাড়তে থাকা অপরাধ নিয়ে আলোচনা হবে । জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বিষয়ে কথা হবে তাঁদের ।
5 জানুয়ারি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা চালাল দুষ্কৃতীরা । আক্রান্ত JNU ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ । পাশাপাশি অধ্যাপকদেরও মারধর করা হয় । জখম হয়েছেন অধ্যাপিকা সুচরিতা সেন । জখম 18 ছাত্র-ছাত্রী । পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা । এই হামলায় প্রাথমিকভাবে ABVP-র বিরুদ্ধে অভিযোগ আনে JNUSU । যদিও এই অভিযোগ অস্বীকার করে ABVP । পরবর্তীতে হিন্দু রক্ষা দল এই হামলার দায় স্বীকার করে । এখনও পর্যন্ত ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি । অভিযোগ উঠেছে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও ।
ঐশী ঘোষ সহ আরও 19 জনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সার্ভার রুম ভাঙচুরের ঘটনায় মামলা রুজু করে দিল্লি পুলিশ ৷ গতকাল FIR করেন ঐশী ঘোষও । খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ ।