ETV Bharat / bharat

জম্মুর ইনস্টিটিউটের ক্যানসার প্রতিরোধক ওষুধের পরীক্ষামূলক ট্রায়ালে সম্মতি : CSIR - জম্মু-ভিত্তিক ইনস্টিটিউট

জম্মুর ইন্টিগ্রেটিভ মেডিসিন ইনস্টিটিউটের আবিষ্কার IIM-290 ট্রায়ালে সম্মতি জানাল CSIR ৷

jammu
জম্মু-ভিত্তিক ইনস্টিটিউটের সম্মতি ক্যান্সার প্রতিরোধক ওষুধ : CSIR
author img

By

Published : Jun 9, 2020, 7:57 AM IST

দিল্লি , 9 জুন : জম্মুর ইন্টিগ্রেটিভ মেডিসিন ইনস্টিটিউটের তৈরি ক্যানসার প্রতিরোধক ওষুধ IIIM-290 এর ক্লিনিকাল ট্রায়ালের জন্য অনুমোদন পেল ৷ অগ্ন্যাশয় ক্যানসার প্রতিরোধে এটিকে ব্যবহার করা যাবে ৷ সোমবার CSIR পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে ।

IIIM হ'ল বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা কাউন্সিলের অন্যতম প্রতিষ্ঠান । সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের নতুন ড্রাগ বিভাগ IIIM-290 এর অনুমোদন দিয়েছে বলে একটি বিবৃতিতে জানিয়েছে CSIR । ক্লিনিকাল ট্রায়ালে নিরাপত্তা, সহনশীলতা ও মানব দেহে ড্রাগটির প্রয়োগের ফলে কী কী হতে পারে তা দেখা হবে । অগ্ন্যাশয়ের ক্যানসারে এটি কতটা কার্যকর তাও দেখা হবে । এই সবকিছু মূল্যায়নের লক্ষ্যে তৈরি করা হয়েছে, এই ওষুধটি ।

CSIR -IIIM এর ড্রাগ ডিসকভারি প্রোগ্রামের অধীনে প্রাকৃতিক উপাদান দিয়ে এই ওষুধ তৈরি হয়েছে ।

দিল্লি , 9 জুন : জম্মুর ইন্টিগ্রেটিভ মেডিসিন ইনস্টিটিউটের তৈরি ক্যানসার প্রতিরোধক ওষুধ IIIM-290 এর ক্লিনিকাল ট্রায়ালের জন্য অনুমোদন পেল ৷ অগ্ন্যাশয় ক্যানসার প্রতিরোধে এটিকে ব্যবহার করা যাবে ৷ সোমবার CSIR পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে ।

IIIM হ'ল বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা কাউন্সিলের অন্যতম প্রতিষ্ঠান । সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের নতুন ড্রাগ বিভাগ IIIM-290 এর অনুমোদন দিয়েছে বলে একটি বিবৃতিতে জানিয়েছে CSIR । ক্লিনিকাল ট্রায়ালে নিরাপত্তা, সহনশীলতা ও মানব দেহে ড্রাগটির প্রয়োগের ফলে কী কী হতে পারে তা দেখা হবে । অগ্ন্যাশয়ের ক্যানসারে এটি কতটা কার্যকর তাও দেখা হবে । এই সবকিছু মূল্যায়নের লক্ষ্যে তৈরি করা হয়েছে, এই ওষুধটি ।

CSIR -IIIM এর ড্রাগ ডিসকভারি প্রোগ্রামের অধীনে প্রাকৃতিক উপাদান দিয়ে এই ওষুধ তৈরি হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.